/indian-express-bangla/media/media_files/2025/06/18/India vs Pakistan (5)-3b5b3932.jpg)
টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান
India Vs Pakistan: ২০২৬ টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) প্রথম ম্য়াচেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে (Indian Women Cricket Team)। বুধবার (১৮ জুন) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এমন কথাই ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, আগামী বছর ১৪ জুন এজবাস্টনে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল (IND W vs PAK W) একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।
জেনে নিন টুর্নামেন্টের খুঁটিনাটি
প্রসঙ্গত, আগামী মহিলা টি-২০ বিশ্বকাপে মোট ১২ দল অংশগ্রহণ করতে চলেছে। ১২ জুন থেকে শুরু হওয়া এই বিশ্বকাপ টুর্নামেন্ট মোট ২৪ দিন ধরে চলবে। আগামী বছর ৫ জুলাই ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে।
এই টুর্নামেন্টে মোট ৩৩ ম্য়াচের আয়োজন করা হচ্ছে। ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে এই ম্য়াচগুলো খেলা হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি এজবাস্টনে আয়োজন করা হবে। এই ম্য়াচে শ্রীলঙ্কা এবং আয়োজক দেশ ইংল্যান্ড খেলতে নামবে। ভারত এবং পাকিস্তান এই টুর্নামেন্টের শুরুটা এজবাস্টনেই করবে। এজবাস্টন ছাড়াও হ্যাম্পশায়ার বাওল, হেডিংলে, ওল্ড ট্রাফোর্ড, দ্য ওভাল, ব্রিস্টল কাউন্টি স্টেডিয়াম এবং লর্ডসে ম্য়াচ আয়োজন করা হবে।
IND vs PAK Highlights Cricket Score: পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী ভারত
এই টুর্নামেন্টের দুটো সেমিফাইনাল যথাক্রমে ৩০ জুন এবং ২ জুলাই আয়োজন করা হচ্ছে। দুটো ম্য়াচই ওভালে খেলা হবে। এই ১২ দলকে মোট দুটো গ্রুপে ভাগ করা হবে। প্রতিটা গ্রুপে ৬ দল খেলবে। গ্রুপ এ'তে ৬ বারের বিশ্বকাপজয়ী দল অস্ট্রেলিয়া, গত বছরের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান এবং দুটো কোয়ালিফাইং টিম থাকবে। অন্যদিকে গ্রুপ বি'তে থাকবে গত বছরের চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়োজক দেশ ইংল্যান্ড এবং দুটো কোয়ালিফাইং টিম।
IND vs PAK: দেশের কথা ভেবেই বড় ত্যাগ করেছিলেন, নায়িকার কপালে জুটল 'ফুটো হাঁড়ি-কড়াই'
প্রত্যেক গ্রুপের শীর্ষ ২ দল সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্য়াচটা খেলার পর টিম ইন্ডিয়া আগামী ১৭ জুন কোয়ালিফাইং দলের বিরুদ্ধে হেডিংলেতে খেলতে নামবে। এরপর আগামী ২১ জুন ওল্ড ট্রাফোর্ডে খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
IND vs PAK: ফের ভারত-পাকিস্তান মহারণ নিরপেক্ষ ভেন্যুতে, কবে ও কোথায় হবে টুর্নামেন্ট?
আগামী ২৫ জুন ওল্ড ট্রাফোর্ডেই আবার দ্বিতীয় কোয়ালিফাইং দলের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। আর আগামী ২৮ জুন সবথেকে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে হরমনপ্রীতদের।