/indian-express-bangla/media/media_files/2025/08/19/shubman-gill-7-2025-08-19-01-05-26.jpg)
এশিয়া কাপে খেলবেন শুভমান গিল, উঠছে প্রশ্ন
Asia Cup 2025: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই আসন্ন এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদর দফতর অর্থাৎ মুম্বইয়ে প্রথমে নির্বাচনী বৈঠকের আয়োজন করা হবে। এরপর অধিনায়ক এবং মুখ্য নির্বাচক অধিনায়ক আগরকর সাংবাদিক বৈঠক করে টিম ইন্ডিয়ার ঘোষণা করবেন। ভারতীয় সময় অনুসারে, বেলা ১টা বেজে ৩০ মিনিটে টিম ইন্ডিয়ার ঘোষণা করা হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ৯ সেপ্টেম্বর থেকে বসতে চলেছে ২০২৫ এশিয়া কাপের আসর। শোনা যাচ্ছে, এই টুর্নামেন্টে নাকি শুভমান গিল (Shubman Gill) খেলতে পারেন। কিন্তু, শুভমানকে দলে ঢোকাতে গেলে কাউকে না কাউকে তো 'বলির পাঁঠা' করতেই হবে। সমর্থকদের একাংশের ধারণা, তিলক বর্মার (Tilak Verma) নাম হয়ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারে।
Shubman Gill: ইংল্যান্ডে রান করার এটাই 'পুরস্কার'? এশিয়া কাপ থেকে বাদের খাতায় শুভমান
গিলকে দলে ঢোকানোর জন্য 'বাদ' তিলক বর্মা?
২০২৫ আইপিএল টুর্নামেন্টের পর ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজেও শুভমান গিল বেশ ভাল ব্যাটিং পারফরম্য়ান্স করেছেন। আর সেকারণেই নির্বাচকরা চাইছেন, এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটেও শুভমানকে নিয়ে আসা হোক। বিগত কয়েক বছর টিম ইন্ডিয়ার জার্সিতে টি-২০ ক্রিকেট খেলেননি শুভমান গিল। টিম ইন্ডিয়ার প্রথম ৪ ব্যাটার একেবারে ফিক্সড। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন ওপেন করবেন। এরপর তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব ব্যাট করতে আসবেন।
Tilak verma dropped from Asia cup pic.twitter.com/934TSqhPcy
— .in tech (@Techinfo079) August 18, 2025
যদি গিলকে টিম ইন্ডিয়ায় ঢোকাতেই হয়, তাহলে কোনও না কোনও ক্রিকেটারকে বাদ পড়তেই হবে। এক্সপ্রেস স্পোর্টসে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই বিষয়টা নিয়ে নির্বাচকরা দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। তারপরই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তিলক বর্মাকে ড্রপ করে শুভমান গিলকে টিম ইন্ডিয়ায় ঢোকানো যেতে পারে। তবে নির্বাচকদের একাংশ মনে করছেন, টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হলে তিলকের উপর অন্যায় করা হবে। এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে আশা করা যেতেই পারে যে বিসিসিআই আজ কঠিন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।
Pakistan in Asia Cup 2025: এশিয়া কাপ নিয়ে চরম সিদ্ধান্ত পাকিস্তানের, হয়ে গেল হাসির খোরাক
ক্রিকেট বিশ্বের দ্বিতীয় টি-২০ ব্যাটার তিলক বর্মা
টিম ইন্ডিয়ায় তিলক বর্মা যখন থেকে সুযোগ পেয়েছেন, তখন থেকেই দুর্দান্ত পারফরম্য়ান্স করে যাচ্ছেন। অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে তিলক ৩ নম্বরে ব্যাট করার আবদার করেন। সুযোগ পাওয়ার পর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিলক দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন। শীর্ষ স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার অভিষেক শর্মা। এখনও পর্যন্ত তিলক ২৫ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে মোট ৭৪৯ রান করেছেন। এরমধ্যে ২ শতরান এবং ৩ হাফসেঞ্চুরি রয়েছে। এমন দুর্দান্ত পারফরম্য়ান্সের পরও যদি তিলককে বাদ দেওয়া হয়, তাহলে টিম ইন্ডিয়া অবশ্যই বড় ভুল করবে।