Pakistan in Asia Cup 2025: এশিয়া কাপ নিয়ে চরম সিদ্ধান্ত পাকিস্তানের, হয়ে গেল হাসির খোরাক

Asia Cup 2025: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আগামী ২৯ অগাস্ট থেকে বিহারের রাজগীরে বসতে চলেছে ২০২৫ হকি এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টে পাকিস্তান হয়ত খেলবে না।

Asia Cup 2025: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আগামী ২৯ অগাস্ট থেকে বিহারের রাজগীরে বসতে চলেছে ২০২৫ হকি এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টে পাকিস্তান হয়ত খেলবে না।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan (7)

এই ৩ ভারতীয় ক্রিকেটার খেলেছিলেন পাকিস্তানের হয়ে

Asia Cup 2025: বিহারের রাজগীরে ২০২৫ পুরুষ হকি এশিয়া কাপের আসর বসতে চলেছে। আগামী ২৯ অগাস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। কিন্তু, পাকিস্তান হকি দলের কারণে এই টুর্নামেন্টে একটা বড়সড় জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা দিতে প্রস্তুত ভারত সরকার। কিন্তু, পাকিস্তান হকি ফেডারেশন নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে আসবে না বলতে জানিয়ে দিয়েছে। এবার এশিয়া কাপে পাকিস্তানের বদলে বাংলাদেশকে খেলানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

Advertisment

Shubman Gill: ইংল্যান্ডে রান করার এটাই 'পুরস্কার'? এশিয়া কাপ থেকে বাদের খাতায় শুভমান

বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছেন আয়োজকরা

হকি ইন্ডিয়ার এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা দিতে কোনও সমস্যা নেই। কিন্তু, ওরা যদি ভারতেই না আসতে চায়, তাহলে সেটা তো আর আমাদের হাতে নেই। পাকিস্তান যে খেলবে না, সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার পর আমরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য আমাদের ২ দিন অপেক্ষা করতে হবে। আশা করা যায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গোটা ছবিটাই স্পষ্ট হয়ে যাবে।

Advertisment

Asia Cup 2025: এশিয়া কাপ থেকে ভারতের টি-২০ দল, শ্রেয়স আইয়ার না থাকলে কি বিপাকে পড়বে টিম ইন্ডিয়া?

পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি

পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক আরও অবনত হয়েছে। দুই দেশের সীমান্তে আরও বেশি করে সেনাবাহিনীর কার্যকলাপ লক্ষ্য করা গিয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানেরই লোকসান হয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান সিদ্ধান্ত বদল করবে, এমন সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।

Asia Cup 2025: আইপিএলের ৫ তারকা ব্যাটার, সুযোগ পেতে পারেন এশিয়া কাপে! দেখুন ছবিতে

৮ দল অংশগ্রহণ করছে হকি এশিয়া কাপে

২০২৫ হকি এশিয়া কাপে মোট আটটি দল অংশগ্রহণ করছে। আয়োজক দেশ হিসেবে ভারত ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ভারত ছাড়াও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে -- চিন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান এবং চাইনিজ তাইপেই। পাকিস্তানের খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট দল খেলতে পারে।

Asia Cup 2025: এশিয়া কাপের আগে চূড়ান্ত বিপর্যয়, হাহাকার ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে!

২০১৭ সালে ভারত জিতেছিল হকি এশিয়া কাপের খেতাব

ভারতীয় হকি দল গত ৮ বছর ধরে এশিয়া কাপের খেতাব জিততে পারেনি। টিম ইন্ডিয়া শেষবার ২০১৭ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করে এই খেতাব জয় করেছিল। ভারত এখনও পর্যন্ত মোট তিন বার (২০০৩, ২০০৭ এবং ২০১৭) এশিয়া কাপের খেতাব জয় করেছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া পাঁচ বার (১৯৯৪, ১৯৯৯, ২০০৯, ২০১৩, ২০২২) এবং পাকিস্তান তিন বার এশিয়া কাপের খেতাব জয় করেছে।

Asia Cup 2025