Asia Cup 2025: একেবারে ফিট টিম ইন্ডিয়ার ম্যাচ উইনার, ঘুম উড়ল বিপক্ষদের! এবার 'খেলা হবে'

Asia Cup 2025: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ প্রতিযোগিতা। এই বছর টুর্নামেন্টের প্রত্য়েকটা ম্য়াচই সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হবে।

Asia Cup 2025: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ প্রতিযোগিতা। এই বছর টুর্নামেন্টের প্রত্য়েকটা ম্য়াচই সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team (1)

এশিয়া কাপ খেলতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল

Suryakumar Yadav: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ প্রতিযোগিতা। এই বছর টুর্নামেন্টের প্রত্য়েকটা ম্য়াচই সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হবে। আগামী ১০ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট দল তাদের অভিযান শুরু করবে। প্রথম ম্য়াচে তারা UAE-র বিরুদ্ধে খেলতে নামবে। উল্লেখ্য, এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হল ভারতীয় ক্রিকেট দল। ২০২৩ এশিয়া কাপ ফাইনালে মেন ইন ব্লু শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ করেছিল। এবার টিম ইন্ডিয়া এই ট্রফি নিজেদের কাছেই রাখতে চাইবে। তবে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়া একটা বড়সড় সুখবর পেয়েছে। একেবারে ফিট হয়ে উঠেছেন টি-২০ ক্রিকেটের সবথেকে বড় ম্য়াচ উইনার।

Advertisment

Asia Cup 2025 Updates: আর্থিক লোকসানের ভয়েই এশিয়া কাপ খেলছে ভারত? সত্যিটা জানলে চমকে উঠবেন

২০২৫ এশিয়া কাপের আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠলেন এই তারকা ক্রিকেটার

Advertisment

আমরা এখানে আলোচনা করছি ভারতের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে। কয়েকমাস আগেই ইংল্যান্ডে গিয়ে তিনি স্পোর্টস হার্নিয়ার সার্জারি করিয়েছিলেন। আপাতত এই চোট সম্পূর্ণভাবে কাটিয়ে উঠেছেন সূর্য। বেঙ্গালুরুতে অবস্থিত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও অনুশীলন করছেন তিনি। ২০২৫ এশিয়া কাপের আগেই ফিট হয়ে উঠেছেন সূর্য। টিম ইন্ডিয়ার কাছে এরথেকে ভাল খবর আর কীই বা হতে পারে। ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্য। ২০২৪ টি-২০ বিশ্বকাপের পরই তাঁকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছিল। তাঁর অধিনায়কত্বে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। 

India vs Pakistan in Asia Cup: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় আপডেট! শুনলে চমকে উঠবেন

টি-২০ ফরম্যাটের দুরন্ত ক্রিকেটার

ভারতীয় ক্রিকেট দলের হয়ে টি-২০ ফরম্য়াটে সূর্যকুমার যাদব দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। টিম ইন্ডিয়ার হয়ে তিনি একাধিক ম্য়াচজয়ী ইনিংস উপহার দিয়েছেন। টি-২০ ফরম্য়াটে সূর্য ভারতীয় ক্রিকেট দলের হয়ে ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছেন। এখনও পর্যন্ত তিনি মোট ৮৩ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ৩৮.২০ ব্যাটিং গড়ে তিনি মোট ২,৫৯৮ রান করেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হল, ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে চারটে ঝকঝকে শতরান বেরিয়ে এসেছে।

Suryakumar Yadav