Asia Cup 2025: আসন্ন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি এবং ভেন্যু প্রকাশ করা হয়েছে। শনিবার (২ অগাস্ট) এশিয়ান ক্রিকেট কাউন্সিল একথা ঘোষণা করল। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। আগামী ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। এবারের এই মহাদেশীয় টুর্নামেন্ট টি-২০ ফরম্য়াটে আয়োজন করা হচ্ছে। গোটা টুর্নামেন্টই সংযুক্ত আরব আমিরশাহীতে খেলা হবে। মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে।
Asia Cup 2025: ভারত-পাকিস্তান মহারণ এবার মরুদেশে! এশিয়া কাপে বড় চমক, জানুন কোথায় হবে রুদ্ধশ্বাস লড়াই
এই টুর্নামেন্টে আটটি দলকে মোট ২ গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান। অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। গ্রুপ পর্যায়ে প্রত্যেকটা দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। দুটো গ্রুপ থেকে শীর্ষ স্থানাধিকারী ২ দলকে সুপার ফোর পর্বে খেলার টিকিট দেওয়া হবে। সেখানে তারা ফের একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।
২০২৫ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি:
Asia Cup 2025 Full Fixture: এশিয়া কাপে ৩ বার মুখোমুখি ভারত-পাকিস্তান? বুঝে নিন গোটা সমীকরণ
গ্রুপ পর্ব
৯ সেপ্টেম্বর (মঙ্গলবার): আফগানিস্তান বনাম হংকং, আবুধাবি
১০ সেপ্টেম্বর (বুধবার): ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী, দুবাই
১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): বাংলাদেশ বনাম হংকং, আবুধাবি
১২ সেপ্টেম্বর (শুক্রবার): পাকিস্তান বনাম ওমান, দুবাই
১৩ সেপ্টেম্বর (শনিবার): বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আবুধাবি
১৪ সেপ্টেম্বর (রবিবার): ভারত বনাম পাকিস্তান, দুবাই
১৫ সেপ্টেম্বর (সোমবার): সংযুক্ত আরব আমিরশাহী বনাম ওমান, আবুধাবি
১৫ সেপ্টেম্বর (সোমবার): শ্রীলঙ্কা বনাম হংকং, দুবাই
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার): বাংলাদেশ বনাম আফগানিস্তান, দুবাই
১৭ সেপ্টেম্বর (বুধবার): পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহী, আবুধাবি
১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, দুবাই
১৯ সেপ্টেম্বর (শুক্রবার): ভারত বনাম ওমান, আবুধাবি
Asia Cup 2025 India vs Pakistan: এশিয়া কাপে পাকিস্তান ম্য়াচ কেন বয়কট করতে পারবে না ভারত? জেনে নিন আসল কারণ
সুপার ফোর
২০ সেপ্টেম্বর (শনিবার): গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২, দুবাই
২১ সেপ্টেম্বর (রবিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২, দুবাই
২২ সেপ্টেম্বর (সোমবার): বিশ্রামের দিন
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২, আবুধাবি
২৪ সেপ্টেম্বর (বুধবার): গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২, দুবাই
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ২ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২, দুবাই
২৬ সেপ্টেম্বর (শুক্রবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার, দুবাই
২৭ সেপ্টেম্বর (শনিবার): বিরতির দিন
Jasprit Bumrah in Asia Cup: এশিয়া কাপে খেলবেন না বুমরাহ! কী হল ভারতের এই তারকা পেসারের?
ফাইনাল
২৮ সেপ্টেম্বর (রবিবার): ফাইনাল, দুবাই
ভারত এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০২৩ সালে শ্রীলঙ্কাকে কার্যত একতরফাভাবে হারিয়ে তারা খেতাব জয় করে। ফাইনাল ম্য়াচে একেবারে কম রান উঠেছিল স্কোরবোর্ডে। এবারের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপর রয়েছে। সূত্রের খবর, পহেলগাঁও জঙ্গি হানার প্রতিবাদে ভারত নাকি ইতিপূর্বে এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করার ইচ্ছাপ্রকাশ করেছিল। কিন্তু, পরবর্তীকালে বিসিসিআই-এর সিদ্ধান্ত বদল হয়। সেইসঙ্গে এই টুর্নামেন্টকেও একটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হচ্ছে।