Asia Cup 2025 Updates: আর্থিক লোকসানের ভয়েই এশিয়া কাপ খেলছে ভারত? সত্যিটা জানলে চমকে উঠবেন

Asia Cup 2025: আগামী ৯ সেপ্টেম্বর থেকে বসতে চলেছে ২০২৫ এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যদিও সেটা আপাতত অনেকটাই কেটে গিয়েছে।

Asia Cup 2025: আগামী ৯ সেপ্টেম্বর থেকে বসতে চলেছে ২০২৫ এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যদিও সেটা আপাতত অনেকটাই কেটে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan (6)

আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচের অুপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব

Asia Cup 2025: আসন্ন এশিয়া কাপে অংশগ্রহণ করছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই ব্যাপারে মোটামুটিভাবে সিলমোহর পড়ে গিয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে বসতে চলেছে ২০২৫ এশিয়া কাপের আসর। আগামী ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ইতিপূর্বে শোনা গিয়েছিল, টিম ইন্ডিয়া নাকি এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে পারে। যদিও পরবর্তীকালে সেই সিদ্ধান্ত বদল করা হয়েছে। আর এই সিদ্ধান্ত বদলের কথা উঠতেই অনেকে বলতে শুরু করেছেন, আর্থিক লোকসানের আশঙ্কাতেই নাকি বিসিসিআই টিম ইন্ডিয়াকে এই টুর্নামেন্ট খেলার অনুমতি দিয়েছে। সত্যিই কী তাই? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

Advertisment

একটা টাকাও নেয় না ভারত

সবার আগে বলে রাখা দরকার, সূর্যকুমার যাদবের দল যদি ২০২৫ এশিয়া কাপে না খেলত, তাহলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ব্যাঙ্ক ব্যালান্সে কোনও আঁচই পড়ত না। কারণ, এই টুর্নামেন্ট থেকে একটা কানা-কড়িও ভারত গ্রহণ করে না। এই টুর্নামেন্ট থেকে ভারতের অ্যাকাউন্টে যে টাকা ঢোকার কথা, সেটা বাকি দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ছাড়াও এশিয়া কাপে এমন বেশ কয়েকটা দল অংশগ্রহণ করে যারা এখনও সেইঅর্থে উন্নতির মুখ দেখতে পায়নি। ফলে সেইসব ক্রিকেট বোর্ডকে আর্থিক সাহায্য করতেই ভারতীয় ক্রিকেট বোর্ড এই মানবিক পদক্ষেপ গ্রহণ করেছে। মাঝখান থেকে পাকিস্তান এবং বাংলাদেশের মতো দলগুলোও সেই লভ্যাংশের গুড় খেয়ে যায়।

Advertisment

India vs Pakistan in Asia Cup: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় আপডেট! শুনলে চমকে উঠবেন

২০২৫ এশিয়া কাপের আসর থেকে ভারতীয় ক্রিকেট দল যদি নিজেদের নাম প্রত্যাহার করত, তাহলে সেটা টুর্নামেন্টে স্পনসরশিপের উপর বড়সড় প্রভাব ফেলতে পারত। এই টুর্নামেন্টে অধিকাংশ স্পনসরই ভারত থেকে আসে। সুতরাং, ভারত এই টুর্নামেন্ট বয়কট করলে সেই স্পনসররাও হাতছাড়া হয়ে যেত। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে টুর্নামেন্টের আয়ও কমে যেত।

Jasprit Bumrah in Asia Cup: এশিয়া কাপে খেলবেন না বুমরাহ! কী হল ভারতের এই তারকা পেসারের?

ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে যে উন্মাদনা রয়েছে, সেটা আর নতুন করে বলে দেওয়ার দরকার নেই। গোটা টুর্নামেন্টে এই একটি ম্য়াচ থেকেই আসে সিংহভাগ রেভিনিউ। সেটা টিকিট হোক, সম্প্রচার হোক কিংবা বিজ্ঞাপন।

Asia Cup 2025 India vs Pakistan: এশিয়া কাপে পাকিস্তান ম্য়াচ কেন বয়কট করতে পারবে না ভারত? জেনে নিন আসল কারণ

ক্ষতির মুখে পড়ত পাকিস্তান

সম্প্রতি বিজনেজ টুডে এই মর্মে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর ক্রিকেট টুর্নামেন্ট থেকে পাকিস্তান ১৬৫-২২০ কোটি টাকা উপার্জন করে। কারণ ভারত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ২০২৪ থেকে ২০৩২ সাল পর্যন্ত এশিয়া কাপের সম্প্রচারকারী স্বত্ব ১৭০ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করা হয়েছে। এর পিছনে ভারতের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Asia Cup 2025 Full Fixture: এশিয়া কাপে ৩ বার মুখোমুখি ভারত-পাকিস্তান? বুঝে নিন গোটা সমীকরণ

সুতরাং ভারত যদি এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে, তাহলে এই আর্থিক চুক্তিতেও একটা বড়সড় ভাঁটা লক্ষ্য করা যাবে। সম্প্রচারের ১৫ শতাংশ স্বত্ব ACC (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সদস্যদের দেওয়া হয়ে থাকে। উপার্জন কম হলে সেটাও বন্ধ হয়ে যেত। ফলে পাকিস্তান কিংবা বাংলাদেশে এটা আর্থিক হাহাকার দেখা যেত।

Indian Cricket Team Asia Cup 2025