Asia Cup 2025: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ৯ সেপ্টেম্বর থেকে বসতে চলেছে এশিয়া কাপের আসর। প্রত্যেকটা দল আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট টি-২০ ফরম্য়াটে আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে ভারতীয় টি-২০ ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ফিট হওয়াটা অত্যন্ত আবশ্যক। তবে জানা গিয়েছে, এই মেগা ইভেন্টের আগে তিনি নাকি ১০০ শতাংশ ফিট নন। সেকারণে টিম ইন্ডিয়ার টেনশন অনেকটাই বেড়ে গিয়েছে।
Asia Cup 2025: আইপিএলের ৫ তারকা ব্যাটার, সুযোগ পেতে পারেন এশিয়া কাপে! দেখুন ছবিতে
১০০ শতাংশ ফিট নন সূর্যকুমার যাদব
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি খবর অনুসারে, ১০০ শতাংশ ফিট হতে সূর্যকুমার যাদবের এখনও পর্যন্ত এক সপ্তাহ সময় লাগবে। কয়েকমাস আগেই সূর্যের স্পোর্টস হার্নিয়া অপারেশন হয়েছিল। এরপর থেকে নিয়মিত তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করে যাচ্ছেন। এখন শোনা যাচ্ছে, তাঁর ফিট হতে এখনও নাকি ৭ দিন সময় লাগবে। ভারতের অন্য়তম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব। টিম ইন্ডিয়াকে এই টুর্নামেন্ট জিততে হলে, সূর্য কুমার যাদবের ফিট হওয়া অত্যন্ত আবশ্যক। কয়েকদিন আগে সূর্য তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে দেখা যাচ্ছিল যে তিনি NCA-তে অনুশীলন করছেন। এই ভিডিওয় সূর্যকে দৌড়তেও দেখা যায়। এর পাশাপাশি হার্দিক পান্ডিয়াও আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তিনি আপাতত মুম্বইয়ে অনুশীলন করছেন। এই টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়াও ভারতীয় ক্রিকেট দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন।
Asia Cup 2025: এশিয়া কাপের আগে চূড়ান্ত বিপর্যয়, হাহাকার ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে!
দুর্দান্ত ফর্মে ছিলেন সূর্য
২০২৫ আইপিএল টুর্নামেন্টে শেষবার সূর্যকুমার যাদবকে ২২ গজের লড়াইয়ে দেখতে পাওয়া গিয়েছিল। এই টুর্নামেন্টে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। চলতি বছর তিনি দুর্দান্ত ব্যাটিং করেন এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৭১৭ রান করে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাব জয় করেন। ২০২৪ টি-২০ বিশ্বকাপের পরই কুড়ি ওভারের ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। এরপর থেকে সূর্য কুমার যাদবই ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন। ইতিমধ্যে সূর্য অসাধারণ অধিনায়কত্বের নজির কায়েম করেছেন। সূর্যের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া ২২ ম্য়াচের মধ্যে ১৭-টায় জয়লাভ করেছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ভারতের এশিয়া কাপ অভিযান শুরু হবে। প্রথম ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তাদের খেলতে হবে। এরপর ভারত এবং পাকিস্তানের মধ্যে মহাযুদ্ধ আগামী ১৪ সেপ্টেম্বর আয়োজন করা হবে।