Asia Cup 2025: এশিয়া কাপের আগে চূড়ান্ত বিপর্যয়, হাহাকার ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে!

Asia Cup 2025: গত মাস থেকেই শোনা যাচ্ছিল, ঋষভ পন্থকে নাকি কমপক্ষে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বৃহস্পতিবার (৭ অগাস্ট) টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৭ বছর বয়সি এই কিপার-ব্যাটার ২০২৫ এশিয়া কাপে খেলতে পারবেন না।

Asia Cup 2025: গত মাস থেকেই শোনা যাচ্ছিল, ঋষভ পন্থকে নাকি কমপক্ষে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বৃহস্পতিবার (৭ অগাস্ট) টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৭ বছর বয়সি এই কিপার-ব্যাটার ২০২৫ এশিয়া কাপে খেলতে পারবেন না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant

আসন্ন এশিয়া কাপে অনিশ্চিত ঋষভ পন্থ

Rishabh Pant: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে একটা চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) তিনি খেলতে পারবেন না। পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারবেন কি না, তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।

Advertisment

Jasprit Bumrah in Asia Cup: এশিয়া কাপে খেলবেন না বুমরাহ! কী হল ভারতের এই তারকা পেসারের?

ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্য়াচের প্রথম দিন ঋষভ পন্থের পায়ে চোট লেগেছিল। গত ২৩ থেকে ২৭ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। চোটের কারণে ম্য়ানচেস্টার টেস্টে উইকেটকিপিং করতে পারেননি ঋষভ। পাশাপাশি সিরিজের পঞ্চম টেস্ট ম্য়াচ থেকেও ছিটকে যান তিনি। প্রসঙ্গত, কেনিংটন ওভালে আয়োজিত সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৬ রানে জয়লাভ করেছিল।

Advertisment

India vs Pakistan in Asia Cup: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় আপডেট! শুনলে চমকে উঠবেন

গত মাস থেকেই শোনা যাচ্ছিল, ঋষভ পন্থকে নাকি কমপক্ষে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বৃহস্পতিবার (৭ অগাস্ট) টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৭ বছর বয়সি এই কিপার-ব্যাটার ২০২৫ এশিয়া কাপে খেলতে পারবেন না। পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন কি না, তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। ২০২৪ সালের ২৮ জুলাই পন্থ শেষবার টিম ইন্ডিয়ার জার্সিতে টি-২০ ক্রিকেট ম্য়াচ খেলেছিলেন।

 

Rishabh Pant Injury (1)
চোটের কারণে এশিয়া কাপে নাও খেলতে পারেন ঋষভ পন্থ

 

Asia Cup 2025 Updates: আর্থিক লোকসানের ভয়েই এশিয়া কাপ খেলছে ভারত? সত্যিটা জানলে চমকে উঠবেন

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপ টুর্নামেন্ট আয়োজন করা হবে। এরপর আগামী ২ থেকে ১৪ অক্টোবরের মধ্যে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলা হবে। এই ম্য়াচ দুটো অহমেদাবাদ এবং দিল্লিতে আয়োজন করা হবে।

Asia Cup 2025: একেবারে ফিট টিম ইন্ডিয়ার ম্যাচ উইনার, ঘুম উড়ল বিপক্ষদের! এবার 'খেলা হবে'

এশিয়া কাপে কবে ভারত-পাকিস্তান ম্য়াচ হবে?

২০২৫ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল আগামী ১০ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করবে। প্রথম ম্য়াচে তারা খেলবে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। এরপর ১৪ সেপ্টেম্বর আয়োজিত দ্বিতীয় ম্য়াচে টিম ইন্ডিয়াকে খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ ম্য়াচ ভারত খেলবে আগামী ১৮ সেপ্টেম্বর। আবু ধাবিতে ওমানের বিরুদ্ধে তারা খেলতে নামবে।

Rishabh Pant Indian Cricket Team Asia Cup 2025