Asia Cup 2025: এশিয়া কাপের দল ঘোষণা করল টিম ইন্ডিয়া, বাদ পড়লেন এই ৫ ক্রিকেটার!

Asia Cup 2025 India Squad: আগামী ৯ সেপ্টেম্বর থেকে বসতে চলেছে ২০২৫ এশিয়া কাপের আসর। মঙ্গলবার (১৯ অগাস্ট) এই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করা হল।

Asia Cup 2025 India Squad: আগামী ৯ সেপ্টেম্বর থেকে বসতে চলেছে ২০২৫ এশিয়া কাপের আসর। মঙ্গলবার (১৯ অগাস্ট) এই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করা হল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team (2)

এশিয়া কাপের জন্য় ঘোষিত ভারতীয় ক্রিকেট দল

Asia Cup 2025: আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে ২০২৫ এশিয়া কাপের আয়োজন করা হচ্ছে। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে মঙ্গলবার (১৯ অগাস্ট) টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) স্কোয়াড ঘোষণা করা হল। ১৫ সদস্যের ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অন্যদিকে শুভমান গিলকে (Shubman Gill) ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক করে ফিরিয়ে আনা হচ্ছে। এই স্কোয়াডে ঠাঁই হয়নি শ্রেয়স আইয়ার, ঈশান কিষান সহ মোট ৫ তারকা ক্রিকেটারের। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করেছিলেন, এই ক্রিকেটারদের হয়ত টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হবে। কিন্তু, নির্বাচকদের সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে।

Advertisment

Team India Announcement: আগরকরের সিদ্ধান্তে 'বড় চমক', কেমন হল এশিয়া কাপে ভারতীয় স্কোয়াড?

এই পাঁচ ক্রিকেটারকে দেওয়া হল না সুযোগ:

  • শ্রেয়স আইয়ার
  • ঈশান কিষান
  • মহম্মদ সামি
  • নীতিশ রেড্ডি
  • রবি বিষ্ণোই

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় ক্রিকেট দল: 

শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, জীতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, আকাশদীপ সিং।

Advertisment

Asia Cup 2025: এশিয়া কাপ থেকে ভারতের টি-২০ দল, শ্রেয়স আইয়ার না থাকলে কি বিপাকে পড়বে টিম ইন্ডিয়া?

ভারতীয় ক্রিকেট দল স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল এবং রিয়ান পরাগ। যশস্বীর ব্যাপারে অজিত আগরকর বললেন, 'যশস্বীর কপালটা খারাপ। সেকারণে ও শেষপর্যন্ত সুযোগটা পেল না। তবে অভিষেক শর্মা ইতিপূর্বে কেমন পারফরম্য়ান্স করেছে, সেটা আমরা সকলেই দেখেছি। ব্যাটিংয়ের পাশাপাশি দরকারের সময় ও বলও করতে পারে। আশা করি, এটা ভারতীয় ক্রিকেট অধিনায়ককে কিছুটা হলেও স্বস্তি দেবে।'

Asia Cup 2025: এশিয়া কাপের আগে চরম বিপর্যয়! মাথায় হাত ভারতীয় সমর্থকদের

আদৌ টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাবেন শুভমান গিল?

সাংবাদিক বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকরকে প্রশ্ন করা হয়েছিল, শুভমান গিলকে আদৌ টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে?  জবাবে আগরকর বললেন, 'এই সিদ্ধান্তটা একেবারেই অধিনায়ক এবং কোচের। ওঁরাই এই দলের সঠিক ভারসাম্য বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবেন। গোটা দল দুবাইয়ে গেলে ছবিটা আরও বেশি পরিষ্কার হবে। আমাদের হাতে এখন প্রচুর বিকল্প রয়েছে। গত কয়েকমাস ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমান গিলও। একই কথা সঞ্জুর ক্ষেত্রেও প্রযোজ্য়। এখানেই তো দুটো অপশন হয়ে গেল। এর সঙ্গে তো অভিষেক আছেই।'

Indian Cricket Team Suryakumar Yadav Shubman Gill Asia Cup 2025