/indian-express-bangla/media/media_files/2025/08/14/india-in-asia-cup-2025-2025-08-14-16-28-52.jpg)
India in Asia Cup 2025: ভারতীয় ক্রিকেটের আপডেট।
India in Asia Cup 2025: আইপিএল ২০২৫-এ শ্রেয়স আইয়ার এমন এক ফর্ম দেখিয়েছেন যা শুধুমাত্র রানসংখ্যার দিক থেকেই নয়, মানের দিক থেকেও অসাধারণ। এই ফর্ম প্রমাণ করে দিয়েছে, তিনি এখনও ভারতের টি-২০ দলে বড় ভূমিকা রাখতে পারেন। তবুও, ডিসেম্বর ২০২৩-এর পর থেকে তাকে টি-২০ ম্যাচে দেখা যায়নি। প্রশ্ন হচ্ছে, এশিয়া কাপ ২০২৫ এবং বিশ্বকাপের প্রস্তুতিতে তিনি কি দলে ফিরবেন?
শ্রেয়স এই মরশুমে ৬০৪ রান করেছেন ৫০.৩৩ গড়ে ও ১৭৫ স্ট্রাইক রেটে। ছয়টি অর্ধশতক, ৪৩ চার ও ৩৯ ছক্কা— এককথায় দুর্দান্ত পারফরম্যান্স। সবই ব্যক্তিগত সেরা। শুধু সংখ্যাই নয়, প্রতিটি ইনিংসে তাঁর শট সিলেকশন, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানো এবং বড় ম্যাচে ব্যাটিং করার দক্ষতা নজর কেড়েছে দর্শকদের। ফাস্ট বোলারদের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৮। যা গত বছরের তুলনায় অনেক ভালো। শর্ট বলের বিরুদ্ধে ব্যাপক পারফরম্যান্সই প্রমাণ যে তিনি তাঁর পুরোনো দুর্বলতা কাটিয়ে উঠেছেন।
আরও পড়ুন- জেনে নিন সৌন্দর্যের গোপন রহস্য! ত্বক আর চুল হবে উজ্জ্বল, ঝলমলে
ভারতের বর্তমান টি-২০ স্কোয়াডে প্রতিযোগিতা ভীষণ তীব্র হয়ে উঠেছে। সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে—সবাই নিয়মিত ভালো খেলছেন। এই পরিস্থিতিতে শ্রেয়সের জায়গা পাকা করা সহজ নয়। তবে তাঁর বহুমুখী ব্যাটিং দক্ষতা তাঁকে আলাদা জায়গা দিয়েছে।
আরও পড়ুন- বিপ্লবী থেকে ঋষি, কতটুকু জানেন শ্রীঅরবিন্দকে?
শ্রেয়সের বিশেষত্ব কী?
সব ধরনের পিচে সফলতা – মন্থর পিচে স্পিনারদের বিরুদ্ধে বিধ্বংসী, আবার দ্রুত পিচে পেস বোলারদেরও সমানভাবে সামলাতে পারেন।
অর্ডারের যে কোনও পজিশনে ব্যাটিং – ওপেনিং থেকে ফিনিশার, সব ভূমিকায় খেলতে সক্ষম।
বড় ম্যাচে শান্ত মনোভাব – চাপের মধ্যে খেলতে পছন্দ করেন এবং সেরা পারফরম্যান্স বের করে আনতে পারেন।
লিডারশিপ স্কিল – আইপিএলে তাঁর নেতৃত্বদানের অভিজ্ঞতা আন্তর্জাতিক ম্যাচেও কাজে লাগতে পারে।
আরও পড়ুন- স্বাধীনতা দিবসে আপনার অফিস, ঘর এভাবে সাজান, মুগ্ধ হবে সবাই
কোচ ও ক্রিকেট কিংবদন্তিদের প্রশংসা
পঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং বলেছেন, 'শ্রেয়সের ব্যাটিং স্ট্যান্সে টেকনিক্যাল পরিবর্তন তাঁকে বল আরও ভালোভাবে খেলতে সাহায্য করেছে।' এবি ডি ভিলিয়ার্সও তাঁর একটি শটকে 'মরশুমের সেরা' বলে চিহ্নিত করেছেন।
আরও পড়ুন- জন্মাষ্টমীতে কখন করবেন গোপালের পূজা? দিনক্ষণ, শুভ তিথি, ভাগ্যবান রাশি জেনে নিন
এশিয়া কাপ ২০২৫-এ তাঁর ভূমিকা
এশিয়া কাপ ভারতের জন্য বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ। এখানে শ্রেয়সের অভিজ্ঞতা, ম্যাচ জেতানোর ক্ষমতা ও ব্যাটিং ভ্যারাইটি দলে গভীরতা আনতে পারে। তিলক ভার্মা বা রিঙ্কু সিং-কে জায়গা দিতে হলেও, শ্রেয়সের ফর্ম এবং দক্ষতা উপেক্ষা করা কঠিন।
যখন একজন ব্যাটসম্যান ফর্মে থাকেন, তখন দরজা বন্ধ রাখা যায় না। শ্রেয়স আইয়ার ভারতের টি-২০ দলের এমনই এক ব্যাটসম্যান, যিনি একাই ম্যাচের ছবিটা বদলে দিতে পারেন। এশিয়া কাপ ২০২৫ হতে পারে তাঁর প্রত্যাবর্তনের সেরা জায়গা।