Advertisment

Aussie Cricketers vote for Bumrah Kohli: অস্ট্রেলিয়ার হয়ে খেলুক এই দুই ভারতীয় তারকা! খোলামেলা মুখ খুললেন হেড-মার্শরা

Border Gavaskar Trophy: ভারতীয় ক্রিকেটারদের পক্ষে ভোট দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা। সব জানলে ভারতীয়দের প্রত্যেকের রীতিমতো গর্ববোধ হতে বাধ্য।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Jasprit Bumrah, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা,

Virat Kohli-Jasprit Bumrah: বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা। (ছবি- বিসিসিআই)

Australia vs India: বর্ডার-গাভাসকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচে পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে বিরাট ব্যবধানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। এরপর, জয়ী ভারতীয় দলের কাদেরকে তাঁরা নিজেদের দলে চান, এই প্রশ্ন রাখা হয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সামনে। প্যাট কামিন্স ছাড়া বেশিরভাগ অস্ট্রেলীয় ক্রিকেটারই ভোট দিয়েছেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরার পক্ষে। চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন। গত ১৮ মাস, সেঞ্চুরির খরায় ভোগা বিরাট- সেঞ্চুরি করে পার্থ টেস্ট ম্যাচে অপরাজিত থেকেছেন। টেস্ট ম্যাচ হলেও তাঁর সেঞ্চুরি এসেছে একদিনের ক্রিকেটের মেজাজে। যার ওপর ভিত্তি করে ২৯৫ রানে বিরাট জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

Advertisment

এরপরই সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ভারতের কোন ক্রিকেটারদের তাঁরা নিজেদের দলে চাইবেন? তাতেই বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাকে ভোট দিয়েছেন অজি ক্রিকেটাররা। গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, 'আমি আমার আরসিবি সতীর্থকেই চাই। উত্তরটা হল বিরাট কোহলি। অন্য দেশের বিরুদ্ধে ও কেমন খেলেছে, সেটা আমার দেখার কথা না। কিন্তু, ও  যতবারই অস্ট্রেলিয়ায় আসে, সেরা পারফরম্যান্স করে। ওঁর বুকের ছাতিও কয়েকগুণ বড় হয়ে যায়।' নাথান লিওনে বলেছেন, 'দলে যদি স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন ও বিরাট কোহলির মত ব্যাটার থাকে, তবে ভালোই হয়। বেশ কার্যকরী হবেন ব্যাটাররা।'

মিচেল মার্শও কোহলিকেই বেছে নিয়েছেন। তিনি বলেছেন, 'আমার মনে হয়, বিরাটকে পেলেই ভালো হবে।' অ্যালেক্স ক্যারি আবার বলেছেন, 'আমি বিরাট কোহলির সঙ্গে খেলতে চাই। ও শুধু একজন সুপারস্টারই না। যতবড় মাপের ব্যক্তি, ততবড় খেলোয়াড়।' একই সুরে বলেছেন উসমান খাজাও। তিনি বলেন, 'হ্যাঁ, বিরাটকে পেলেই ভালো লাগবে।' 

তবে স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড অন্য কথা বলেছেন। তাঁরা বলেছেন, জসপ্রীত বুমরাকে পেলেই ভালো। ট্রাভিস হেড বলেছেন, 'জসপ্রীত বুমরাকে পেলেই ভালো। ও খুব দক্ষ।' স্মিথও বলেন, 'বুমরাকেই চাই। তাহলে আর ওঁর মুখোমুখি হতে হবে না।' অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আগামী টেস্টগুলোর কথা মাথায় রেখেই এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।   

আরও পড়ুন- ধাক্কা খেল পাকিস্তান! IPL বাদে কোনও লিগেই অংশ নিতে পারবে না ইংরেজ তারকারা, বড় ফরমান ECB-র

তবে স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড অন্য কথা বলেছেন। তাঁরা বলেছেন, জসপ্রীত বুমরাকে পেলেই ভালো। ট্রাভিস হেড বলেছেন, 'জসপ্রীত বুমরাকে পেলেই ভালো। ও খুব দক্ষ।' স্মিথও বলেন, 'বুমরাকেই চাই। তাহলে আর ওঁর মুখোমুখি হতে হবে না।' অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আগামী টেস্টগুলোর কথা মাথায় রেখেই এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। বুমরা পার্থ টেস্টে অস্থায়ী অধিনায়ক ছিলেন। তিনি প্রথম ইনিংসে ৫টি এবং দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নিয়েছেন। ভারত এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

Cricket News Pat Cummins Virat Kohli Indian Cricket Team Jasprit Bumrah Australia Cricket Team
Advertisment