Jasprit Bumrah injury: মাঠেই বসে পড়লেন বুমরা, ছুটল টিম ইন্ডিয়ার তিন সাপোর্ট স্টাফ! বুক ধড়ফড় করা ঘটনায় হইচই

IND vs AUS, Pink Ball Test: এমনিতেই মহম্মদ শামি চোটের কারণে খেলতে পারছেন না। এর মধ্যেই জসপ্রীত বুমরার ইনজুরি শঙ্কায় কেঁপে গেল টিম ইন্ডিয়া শিবির।

IND vs AUS, Pink Ball Test: এমনিতেই মহম্মদ শামি চোটের কারণে খেলতে পারছেন না। এর মধ্যেই জসপ্রীত বুমরার ইনজুরি শঙ্কায় কেঁপে গেল টিম ইন্ডিয়া শিবির।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jasprit Bumrah injury

Jasprit Bumrah injury: চোটের আশঙ্কা জসপ্রীত বুমরার (স্ক্রিনগ্র্যাব)

AUS vs IND: Jasprit Bumrah injury scare during Pink Ball Test: বড় আশঙ্কা নিয়ে হাজির হল শনিবার। এমনিতেই পিঙ্ক বল টেস্টে ভারতীয় পেসারদের অবস্থা খুব একটা আশাপ্রদ নয়। এমন অবস্থায় বড়সড় চোটের সম্ভবনা জিইয়ে উঠল জসপ্রীত বুমরার সৌজন্যে।

Advertisment

অস্ট্রেলীয় ইনিংসের ২০তম ওভারে বল করার সময়েই বুমরা সটান মাটিতে বসে পড়েন। ট্র্যাভিস হেড সেই সময় ক্রিজে ব্যাট করছিলেন। সেই ওভারের চতুর্থ বল পূর্ণ করার পরেই বুমরাকে দেখা যায় মাটিতে বসে পড়তে। অস্বস্তিতে দেখা যায় তাঁকে।

খেলায় সেই সময় বিরতি নিতে হয়। ফিজিও সহ সাপোর্ট স্টাফরা পরিচর্যার জন্য ছুটে যান মাঠে। তিনজন সাপোর্ট স্টাফকে দেখা যায় বুমরার কুঁচকি এবং কাঁধে শুশ্রূষা করতে। তারপরেই বুমরা নিজের ওভার সমাপ্ত করেন। তবে হেড তাঁকে স্বাগত জানান বাউন্ডারি হাঁকিয়ে।

সিরাজ পরের ওভারেই ট্র্যাভিস হেডকে বোল্ড করে ভারতকে কিছুটা দুশ্চিন্তা থেকে রেহাই দেন। সমর্থক এবং টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়ে বুমরা অবশ্য নিজের বোলিং চালিয়ে যান। বুমরা নিজের বোলিং পুনরায় শুরু করার পর দ্বিতীয় ওভারেই ক্যাপ্টেন কামিন্সকে বোল্ড করে দেন।

Advertisment

আরও পড়ুন: আউট না হয়েও তাড়াহুড়ো করে মাঠ ত্যাগ মার্শের, নাটকের পর নাটক পিঙ্ক টেস্টে, দেখুন ভিডিও

ডিনার ব্রেকে অজিরা ৩৩২/৮ অবস্থায় ১৪২ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে। মহম্মদ শামির দীর্ঘ অনুপস্থিতি টিম ইন্ডিয়ার বোলিংকে নেতৃত্ব দিয়ে চলেছেন জসপ্রীত বুমরা। রোহিতের অনুপস্থিতিতে পারথ টেস্টে নেতৃত্ব দিয়ে তিনি ভারতকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয় এনে দিয়েছেন আগের টেস্টেই। দুই ইনিংস মিলিয়ে তুলে নিয়েছিলেন ৮ উইকেট। সফরকারী কোনও দলের ক্যাপ্টেন হিসাবে যা অস্ট্রেলিয়ার মাটিতে সেরা বোলিং পারফরম্যান্স।

এডিলেড টেস্টে ভারতীয় বাকি বোলারদের হতাশার মধ্যেই আলো ছড়িয়েছেন তিনি। প্ৰথম দিন উসমান খোয়াজাকে আউট করার পর বুমরা শনিবার সকালের সেশনেই নাথান ম্যাকসোয়েনি, স্টিভ স্মিথকে আউট করেন।

চলতি বছরে বুমরা টেস্টে ৫০ উইকেট শিকার সম্পন্ন করে ফেলেছেন। ২০২৪-এ একমাত্র বোলার হিসাবে এই কীর্তি গড়েছেন তিনি। এক ক্যালেন্ডার বর্ষে জাহির খান এবং কপিল দেবের পর তৃতীয় ভারতীয় হিসাবে ৫০ শিকারের নজির গড়েছেন এডিলেড টেস্টে।

Indian Cricket Team Jasprit Bumrah Indian Team India Cricket Team Team-India Team India Team India Border-Gavaskar Trophy