Advertisment

Sanjana Ganesan praises Jasprit Bumrah: বুমরার প্রশংসায় 'অশ্লীল' মন্তব্য বউ সঞ্জনার! শারীরিক বিবরণে কদর্য কেলেঙ্কারি কিংবদন্তির স্ত্রীর

IND vs AUS 1st Test of Border Gavaskar Trophy: দুরন্ত বুমরার সামনে পারথে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। মাত্র ১০৪ রানে অলআউট হয়ে গিয়েছে অজিরা। বুমরা নিয়েছেন ৫ উইকেট।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jasprit Bumrah praised by wife Sanjana Ganesan

Jasprit Bumrah with wife Sanjana Ganesan: বুমরার প্রশংসায় সঞ্জনা গনেশন (বুমরা এবং ওয়াসিম জাফর টুইটার)

Sanjana Ganesan praises Jasprit Bumrah: পার্থ টেস্টের প্রথম ইনিংসটা পুরোপুরি নিয়ন্ত্রণ করল ভারত। প্রথমে ১৫০ তোলার পর অস্ট্রেলিয়ার মাঠেই অস্ট্রেলিয়াকে আটকে দিল ১০৪ রানে। আর, এর প্রধান কৃতিত্ব বোলারদের। যার নেতৃত্বে ছিলেন ভারতের অস্থায়ী অধিনায়ক জসপ্রীত বুমরা। তিনি প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন। বুমরার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে প্রথম ইনিংসের প্রথম দিনে অস্ট্রেলিয়া ৬৭ রানে ৭ উইকেট হারায়।

Advertisment

যোগ্য সঙ্গত করেন মহম্মদ সিরাজ ও হর্ষিত রানা। প্রথম দিনটা মাত্র ৩ বোলারে খেলেছে টিম ইন্ডিয়া। সিরাজ একের পর এক মেডেন ওভার নেওয়ার পাশাপাশি ২ উইকেট নেন। আর হর্ষিত তুলে নেন অস্ট্রেলিয়ার ১ উইকেট। আর, এর সুবাদে অপটাস স্টেডিয়ামের ১ম দিনে অজিরা ৮৩ রানে পিছিয়ে দিনের খেলা শেষ করে। পরের দিন মিচেল স্টার্ক না থাকলে অজিদের রান ১০০- সীমানা পার হত না। শেষ পর্যন্ত ভারতকে ৪৬ রান লিড দিয়েই প্রথম ইনিংসে থেমে যেতে বাধ্য হল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: ব্যাট করতে এলে দেখে নেব, রানার বাউন্সারে প্রচ্ছন্ন হুমকি স্টার্কের! ঝড় দুই KKR তারকার মল্লযুদ্ধে

দ্বিতীয় দিনে দলের হয়ে অস্ট্রেলিয়া বধের নেতৃত্বে ছিলেন সেই বুমরা। তিনি ১ উইকেট নিয়ে দিনের শুরুটা করেন। হর্ষিত রানা এরপর বাকি ২ উইকেট নেন। তার ফলেই থেমে যায় প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পথ। ১১২ বলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ব্যক্তিগত রান ২৬ করেছেন স্টার্ক। তাঁকে ফিরিয়ে দেন রানা।

ঋষভকে ক্যাচ দিয়ে ফিরে যান স্টার্ক। দলকে সামনে থেকে এভাবে নেতৃত্ব দিয়ে এই সাফল্য অর্জনের জন্য স্ত্রী সঞ্জনা গণেশনের থেকেও প্রশংসা পেলেন বুমরা। সোশ্যাল মিডিয়ায় সঞ্জনা লিখেছেন, তাঁর স্বামীর প্রশংসা করেছেন। সঞ্জনা লিখেছেন, 'যত বড়মানের বোলার তার চেয়েও বড় 'বুটি'।' বিউটিফুল সংক্ষেপে 'বুটি' লিখলেও তা শরীরের বিশেষ অংশকেও ইঙ্গিত করে। এখানেই বিতর্ক দানা বেঁধেছে। সঙ্গেইসঙ্গেই স্ত্রীর থেকে বুমরার এই প্রশংসা প্রাপ্তি যথারীতি নেটদুনিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।

Bumrah praised after australia heroics

পার্থ টেস্টের প্রথম ইনিংসের বিশেষত্ব, একদিনে ১৭ উইকেটের পতন। শুক্রবার দিনের শেষে, ২৭ ওভারে অস্ট্রেলিয়া যখন নাজেহাল, তখন নৈশপ্রহরী ছিলেন অ্যালেক্স ক্যারি (১৯ ব্যাটিং) ও মিচেল স্টার্ক (৬ ব্যাটিং)। এই ক্যারিকেই শনিবার ফিরিয়ে দেন বুমরা। ক্যারি যখন ২১ রানে ব্যাটিং করছেন, সেই সময় বুমরার বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

তার আগে দ্বিতীয় সেশনে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে টিম ইন্ডিয়া। তার মধ্যে অভিষেক হওয়া নীতীশকুমার রেড্ডি ৫৯ বলে ৪১ রান করেন। ঋষভ পন্থ ৭৮ বলে করেন ৩৭ রান। ওপেনার কেএল রাহুল ৭৪ বলে ২৬ রান করার পর মধ্যাহ্নভোজের ঠিক আগে বিতর্কিত আউট হন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জোশ হ্যাজেলউড ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন। মিচেল স্টার্ক ১৪ রানে ২ উইকেট নিয়েছেন। মিচেল মার্শ ১২ রানে ২ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৬৭ রানে ২ উইকেট নেন।

Cricket Australia Australia Border-Gavaskar Trophy Jasprit Bumrah Australia Cricket Team
Advertisment