/indian-express-bangla/media/media_files/2025/08/27/michael-clarke-2025-08-27-17-42-54.jpg)
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক
Michael Clarke: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের (Australia Cricket Team) প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক ত্বক ক্যানসারে (Cancer) আক্রান্ত। সম্প্রতি তিনি সার্জারি করিয়েছেন। সার্জারির পর মাইকেল ক্লার্ক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে নিজের ছবি শেয়ার করেছেন। সেইসঙ্গে তিনি সমর্থকদের কাছে একটি বিশেষ আবেদনও করেছেন। প্রসঙ্গত, ২০০৬ সালে ক্লার্ক তাঁর ত্বক ক্যানসারের ব্যাপারে প্রথম জানতে পারেন। এরপর থেকে তিনি ক্রমাগত চিকিৎসা করিয়েই যাচ্ছেন।
Indian Cricketer Retirement: আচমকা নিলেন অবসর, ভারতীয় ক্রিকেটারের সিদ্ধান্তে হতবাক সকলেই
সোশ্যাল মিডিয়ায় বিশেষ আবেদন করলেন মাইকেল ক্লার্ক
ত্বক ক্যানসারের সার্জারি করানোর পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে মাইকেল ক্লার্ক লিখেছেন, 'স্কিন ক্যানসার সত্যিই একটা কঠিন ব্যাধি। বিশেষ করে অস্ট্রেলিয়ায় এই রোগের প্রকোপ যথেষ্ট বেশি পরিমাণেই দেখতে পাওয়া যায়। আজ আমার নাক থেকে আরও একটা ক্যানসারের ব্যাধি নির্মূল হল। আপনাদের কাছে অনুরোধ করছি, স্কিন ক্যানসারের চিকিৎসা অবশ্যই করাবেন। একজন বন্ধু হিসেবে আপনাদের এই কথাটা মনে করিয়ে দিলাম। একমাত্র চিকিৎসার মাধ্যমেই এই রোগ নির্মূল হতে পারে। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ, সময় থাকতেই এই আমার এই রোগ চিহ্নিত করা সম্ভব হয়েছে।' এই পোস্টে মাইকেল ক্লার্ক তাঁর চিকিৎসক উইশ সোলিমনকে ট্যাগ করেছেন। ইতিপূর্বেও এই ত্বক ক্যানসারের জন্য বেশ কয়েকবার ক্লার্ককে সার্জারি করাতে হয়েছে।
২০১৫ সালে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন বিশ্বকাপ
অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন মাইকেল ক্লার্ক। তাঁর নেতৃত্বেই অজিরা ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের খেতাব জয় করে। এরপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন ক্লার্ক। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া ২০০৩ সালে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে ক্লিন সুইপ করেছিল।
England Cricketer Death: ইংল্যান্ড ক্রিকেটে নক্ষত্রপতন, চিরনিদ্রার দেশে তারকা ক্রিকেটার
একনজরে মাইকেল ক্লার্কের ক্রিকেট কেরিয়ার
মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট ম্য়াচ, ২৪৫ ওয়ানডে এবং ৩৪ টি-২০ ম্য়াচ খেলেছে। ১১৫ টেস্ট ম্য়াচে তিনি ব্যাট হাতে মোট ৮,৬৪৩ রান করেছিলেন। ইতিমধ্যে তাঁর ঝুলিতে ২৮ সেঞ্চুরি, ২৭ হাফসেঞ্চুরি এবং ৪ ডবল সেঞ্চুরি এসে জমা পড়েছে। অন্যদিকে, ওয়ানডে ফরম্য়াটে ক্লার্ক ৭,৯৮১ রান করেছেন। এরমধ্যে ৮ সেঞ্চুরি এবং ৫৮ হাফসেঞ্চুরি রয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি মোট ৪৮৮ রান করেন। এরমধ্যে একটি হাফসেঞ্চুরি রয়েছে।