/indian-express-bangla/media/media_files/2025/08/27/cricketer-death-3-2025-08-27-02-15-54.jpg)
ছবিটি প্রতীকী
Cricketer Death: চরম দুঃসংবাদ আছড়ে পড়েছে ইংল্যান্ড ক্রিকেটে। প্রাক্তন ব্রিটিশ ফাস্ট বোলার কেন শাটলবার্থ (Ken Shuttleworth) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কেনের বয়স হয়েছিল ৮০ বছর। ১৯৭০ সালে ইংল্যান্ড ক্রিকেট দলের (England Cricket Team) হয়ে তিনি টেস্ট ডেবিউ করেন। তবে তাঁর ক্রিকেট কেরিয়ারের মেয়াদ এক বছরেরও কম ছিল। ১৯৭০ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে প্রথম টেস্ট ম্য়াচ খেলেন তিনি। এই ম্য়াচে দুর্দান্ত বল করে পাঁচ উইকেট শিকারও করেছিলেন। কিন্তু, পরের বছরই তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যায়।
১৯৭১ সালে শেষ টেস্ট ম্য়াচ খেলেছিলেন কেন শাটলবার্থ। জুন মাসে আয়োজিত ওই টেস্ট ম্য়াচটি পাকিস্তানের বিরুদ্ধে বার্মিংহামে খেলা হয়েছে। ইংল্যাান্ডের হয়ে তিনি মাত্র পাঁচটি টেস্ট ম্য়াচই খেলেছিলেন। ইতিমধ্যে ৩৫.৫৮ বোলিং গড়ে মোট ৩৫ উইকেট শিকার করেন। গোটা ক্রিকেট কেরিয়ারে তিনি একটাই মাত্র ODI ম্য়াচ খেলেছিলেন। ১৯৭১ সালের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত সেই ODI ম্য়াচে তিনি একটি উইকেট শিকার করেছিলেন।
Cricketer Death: মর্মান্তিক! ছক্কা হাঁকিয়েই সব শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ক্রিকেটার
প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬০০+ উইকেট
১৯৪৪ সালের ১৩ নভেম্বর ল্যাঙ্কাশায়ারের সেন্ট হেলেন্সে জন্মগ্রহণ করেছিলেন শাটলবার্থ। প্রথম শ্রেণীর ক্রিকেটে দীর্ঘদিন খেলেন তিনি। ১৯৬৪ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে চুটিয়ে পারফরম্য়ান্স করেছিলেন। ২৩৯ ম্য়াচে তিনি মোট ৬২৩ উইকেট শিকার করেছিলেন। ইতিমধ্যে তিনি ২,৫৮৯ রানও করেন। লিস্ট এ ক্রিকেটে তিনি ১২৯ ম্য়াচ খেলেন। ১৭৪ উইকেট শিকার করার পাশাপাশি ৩৭৪ রানও করেছিলেন।
Australian Cricketer Death: অস্ট্রেলিয়া ক্রিকেটে নক্ষত্র পতন, চিরনিদ্রার দেশে বিশ্বকাপজয়ী ক্রিকেটার
ল্যাঙ্কাশায়ার এবং লেস্টারশায়ারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন শাটলবার্থ। ল্যাঙ্কাশায়ারের হয়ে তিনি ২২.৯২ গড়ে মোট ৪৮৪ উইকেট শিকার করেছিলেন। পরবর্তীকালে লেস্টারশায়ারের হয়ে তিনি ৯৯ উইকেট শিকার করেন। ১৯৬৮ সালে তিনি সর্বশ্রেষ্ঠ পারফরম্য়ান্স করেছিলেন। লেটনে আয়োজিত একটি ম্য়াচে তিনি এসেক্সের বিরুদ্ধে ৪১ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন। আর এভাবেই ওই মরশুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি মোট ৭৩ উইকেট শিকার করেছিলেন। এর ২ বছর পর তিনি ২১-এর বোলিং গড়ে মোট ৭৪ উইকেট শিকার করে নিজের পরিসংখ্যান আরও ভাল করেন।
Cricketer Death: চোখের নিমেষে শেষ সবকিছু, ছটফট করতে করতে মৃত্যু বাঙালি ক্রিকেটারের
আম্পায়ারিংয়েও পাকিয়েছিলেন হাত
সাতের দশকে যখন ওয়ানডে ক্রিকেট ক্রমশ জনপ্রিয় হতে শুরু করেছে, সেইসময় শাটলবার্থের বোলিং ল্যাঙ্কাশায়ারের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। ১৯৭০, ১৯৭১ এবং ১৯৭২ সালে জিলেট কাপে জয়ের হ্যাটট্রিক করে। এছাড়া ১৯৬৯ এবং ১৯৭০ সালে দু'বার সানডে লিগ খেতাবও জয় করেছিল। গ্যারি সোবার্সের উইকেট সহ ১৩ রান করে ৫ উইকেট শিকার তাঁর কেরিয়ারে সর্বশ্রেষ্ঠ পারফরম্য়ান্স ছিল। ১৯৭২ সালে ট্রেন্ট ব্রিজে এই পারফরম্য়ান্স করেছিলেন তিনি। ১৯৭৫ সালে লেস্টারশায়ার যাওয়ার পর শাটলবার্থ স্টেফোর্ডশায়ারে আয়োজিত লিগ ক্রিকেট খেলে অবসর ঘোষণা করেছিলেন। এরপর কয়েকবছর তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে আম্পায়ারিংও করেন। ২০২১ সালে ল্যাঙ্কাশায়ার তাঁকে 'হল অফ ফেম' সম্মানে ভূষিত করে।