/indian-express-bangla/media/media_files/2025/08/27/ravichandran-ashwin-csk-2025-08-27-13-09-40.jpg)
আইপিএল টুর্নামেন্ট থেকে অবসর গ্রহণ করলেন রবিচন্দ্রন অশ্বিন
Cricketer Retirement: টিম ইন্ডিয়ার তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। এবার আইপিএল (IPL) টুর্নামেন্ট থেকেও তিনি সরে আসার সিদ্ধান্ত নিলেন। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলের সদস্য ছিলেন অশ্বিন। কিন্তু, তিনি একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেননি। পাশাপাশি গত কয়েকদিন ধরে তিনি একাধিক বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন।
Ravichandran Ashwin: সত্যিই চেন্নাই সুপার কিংস ছাড়তে চলেছেন? অবশেষে মুখ খুললেন অশ্বিন
সোশ্যাল মিডিয়ায় করেছেন পোস্ট
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন, 'এটা একটা বিশেষ দিন। সেকারণে বিশেষভাবে শুরু করতে চাই। বলা হয়, প্রত্যেকটা সমাপ্তির নাকি একটি করে নতুন সূচনা রয়েছে। একজন আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় আজ এখানেই শেষ হল। কিন্তু, বিভিন্ন লিগে একজন অন্বেষক হিসেবে আমার যাত্রা আজ থেকে শুরু হল।'
Special day and hence a special beginning.
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) August 27, 2025
They say every ending will have a new start, my time as an IPL cricketer comes to a close today, but my time as an explorer of the game around various leagues begins today🤓.
Would like to thank all the franchisees for all the…
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এত বছর ধরে দুর্দান্ত সব স্মৃতি সংগ্রহ করেছিল। ভাল সম্পর্ক বজায় রাখার জন্য প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে আমি ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আইপিএল এবং বিসিসিআই আমাকে এতদিন ধরে যা দিয়েছে, তা কোনওদিনও ভুলতে পারব না। আজও সেই আনন্দ উপভোগ করার জন্য আমি মুখিয়ে রয়েছি।'
একনজরে আইপিএল কেরিয়ার
আইপিএল টুর্নামেন্টে রবিচন্দ্রন অশ্বিন একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট ২২০ ম্যাচ খেলেছেন। ইতিমধ্যে তিনি মোট ১৮৭ উইকেট শিকার করেছেন। তাঁর সেরা বোলিং পারফরম্যান্স হল ৩৪ রান দিয়ে ৪ উইকেট শিকার। এর পাশাপাশি তিনি ব্যাট হাতে মোট ৮৩৩ রান করেছেন। এরমধ্যে একটি হাফসেঞ্চুরি রয়েছে।
Ravichandran Ashwin Fined: মহিলা আম্পায়ারকে গালাগাল করে বিতর্কে, ম্যাচ রেফারি 'সবক' শেখালেন অশ্বিনকে
নজর কাড়তে পারেননি ২০২৫ আইপিএল টুর্নামেন্টে
২০২৫ আইপিএল টুর্নামেন্টে রবিচন্দ্রন অশ্বিন একেবারেই নজর কাড়তে পারেননি। এই মরশুমে তিনি মোট ৯ ম্য়াচ খেলেছেন। এরমধ্য়ে তিনি বল হাতে মাত্র ৭ উইকেট শিকার করেছিলেন। এছাড়া ব্যাট করতে নেমে মাত্র ৩৩ রান সংগ্রহ করেন তিনি।