Advertisment

বুন্দেশলিগার মিডফিল্ডার এবার কলকাতায়, স্প্যানিশ কোচের প্রধান অস্ত্র তিনি

২০০৯ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে জাপানের বিপক্ষে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে। তারপর থেকে মোট ২৩বার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। তার আগে যুব পর্যায়ে অস্ট্রেলিয়ান দলের হয়ে খেলেছেন ২২টি ম্যাচ।

author-image
IE Bangla Web Desk
New Update
dario vidosic

অস্ট্রেলিয়ান তারকা ফুটবলার এবার খেলবেন এটিকের জার্সিতে (টুইটার)

বুন্দেশলিগায় খেলেছেন টানা চার বছর। টপ ডিভিশনের এফসি নুনবার্গের হয়ে। অস্ট্রেলিয়ার লিগে আট বছর। ক্রোয়েশিয়ান বংশোদ্ভূত অজি ফুটবলার দারিও ভিদোসিচ সামনের আইএসএলে খেলবেন ভারতে। অ্যাটলেটিকো দি কলকাতার জার্সিতে। স্প্যানিশ কিংবা ইংলিশ ফুটবল নয়। আসন্ন মরশুমে সাফল্যের জন্য অস্ট্রেলিয়ান স্টাইলে আস্থা রাখছেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। তাই দলে একাধিক অজি ফুটবলারকে আগেই সই করিয়েছেন কর্তারা। ভারতীয় ফুটবলে অভিজ্ঞ জন জনসন থাকছেন। পাশাপাশি অস্ট্রেলিয়ান ফুটবলের সুপারস্টার ফিজির রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসকে সই করানোর কথা আগেই জানিয়েছিল এটিকে।

Advertisment

এবার এটিকের স্কোয়াডে নতুন সংযোজন দারিও ভিদোসিচ। এটিকের মিডফিল্ডকে নেতৃত্ব দিতে চলেছেন তিনিই। ঝকঝকে বায়োডেটার ভিদোসিচ নুনবার্গের হয়ে চার মরশুম খেলার পাশাপাশি অস্ট্রেলিয়ান লিগে খেলেছেন ব্রিসবেন রোর, অ্যাডিলেড ইউনাইটেড, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স, ওয়েলিংটন ফিনিক্স কিংবা মেলবোর্ন সিটি হয়ে। চিনের ক্লাবে খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে ভারতে আসার আগে খেলেছেন মেলবোর্ন সিটিতে।

আরও পড়ুন শতবর্ষেই চমক ইস্টবেঙ্গলের! পরিকল্পনা স্পোর্টস মিউজিয়ামের

ইস্টবেঙ্গলে নতুন স্পনসর, ভারতীয় ব্র্যান্ডের সঙ্গেই হাত মেলাতে চলেছে লাল-হলুদ

জাতীয় দলেরও নিয়মিত সদস্য তিনি। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে জাপানের বিপক্ষে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে। তারপর থেকে মোট ২৩বার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। তার আগে যুব পর্যায়ে অস্ট্রেলিয়ান দলের হয়ে খেলেছেন ২২টি ম্যাচ। ২০০৬ সালে জুনিয়র দলের হয়ে এএফসি ইয়ুথ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতেও এসেছেন। ২০০৭ সাল দারিওর কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে রয়েছে। সেই বছরেই অলিম্পিকের যোগ্যতা নির্ণায়ক পর্বে চাইনিজ তাইপেই-কে ১১-০ গোলের ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। ১১তম গোল করেন দারিও।

এমন তারকাকে দলে সই করাতে পেরে বেশ উচ্ছ্বসিত এটিকে কর্তারা। কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস তারকা ফুটবলারের অন্তর্ভূক্তিতে জানিয়েছেন, "দারিও-র অভিজ্ঞতা আমাদের কাজে আসবে। দলের গুরুত্বপূর্ণ সম্পদ হতে চলেছে ও। মাঝমাঠে শক্তিশালী ফুটবলার খুঁজছিলাম যে স্ট্রাইকারদের ভাল সুযোগ তৈরি করতে পারবে। সেই অভাব পূরণ করতে চলেছে দারিও।"

ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া কানেকশনে এটিকের মাঝমাঠে ফুল ফোটাতে পারবেন তিনি, সেটাই দেখার।

Kolkata Football ATK
Advertisment