ফের একবার বাংলার ক্রিকেটে ডালমিয়া যুগ। জগমোহন ডালমিয়া সিএবি ক্রিকেটের সর্বেসর্বা ছিলেন বেশিদিন হয়নি। তিনি প্রয়াত হওয়ার পরে বাংলার ক্রিকেট ছিল সৌরভ-ময়। তবে অলক্ষ্যে উঠে আসছিলেন ডালমিয়া-পুত্র অভিষেক। সৌরভের সিএবি-তেই সচিব ছিলেন তিনি। তবে সৌরভ বোর্ড সভাপতি হয়ে দেশের ক্রিকেটের মসনদ প্রাপ্তির পরেই অভিষেকের হাতে বাংলার ক্রিকেটের লাগাম।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, অভিষেক ডালমিয়াই সৌরভের ছেড়ে যাওয়া সিএবি সভাপতির আসনে বসতে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী, কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সিএবি সভাপতি হচ্ছেন অভিষেক। গত ২৮ সেপ্টেম্বর এজিএম-এর পরে সৌরভ সিএবি-তে সভাপতি পদে পুনর্নির্বাচিত হচ্ছেন। তবে বর্তমানে সৌরভ দেশের ক্রিকেটের প্রধান হওয়ায় সিএবি সভাপতি পদ এই মুহূর্তে খালিই রয়েছে। সেই শূন্য পদেরই সবথেকে বড় দাবিদার অভিষেক ডালমিয়া।
জানা গিয়েছে, সৌরভের বিরোধী লবির কয়েকজনও সিএবি সভাপতি পদে অভিষেককে সমর্থন করতে পারেন। একজন সিএবি আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, "অভিষেক বাংলার মহিলা ক্রিকেটকে তুলে আনতে অনেক সাহায্য করেছেন। গত মরশুমে বাংলার মহিলা দল যে ত্রিমুকুট জিতল, তার নেপথ্যে অভিষেক।" বাংলার সিনিয়র, অনুর্ধ্ব-২৩ এবং অনুর্ধ্ব-১৯ দল গত মরশুমে জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিল।
ঘটনাচক্রে, অভিষেক ডালমিয়া যদি সিএবি-তে সভাপতি নির্বাচিত হন, তাহলে মোট দুটো পদের পুনরায় নির্বাচন সম্পন্ন করতে হবে। ডালমিয়ার ছেড়ে যাওয়া সচিব পদেও নতুন ব্যক্তি আসবেন। জানা গিয়েছে, নভেম্বরে ইডেন গার্ডেন্সে বাংলাদেশ টেস্টের আগেই সিএবি-র ভোটাভুটি মিটে যাবে।
Read the full article in ENGLISH