তালিবানি জমানায় ছত্রভঙ্গ দেশ। আন্তর্জাতিক মহলে এখন কেবল নজর আফগানিস্তানের পরিস্থিতির ওপর। প্রতিদিন ভয়ঙ্কর অত্যাচারের খবর প্রকাশ্যে আসছে। দুশ্চিন্তায় ভুগছেন ক্রিকেটাররাও। এমন অবস্থাতেই এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার আভিষ্কা গুনবর্ধনে। সরকারি টুইটার হ্যান্ডলেই এই কথা জানিয়ে দিয়েছে আফগান বোর্ড।
"প্রাক্তন শ্রীলঙ্কা ব্যাটসম্যান আভিষ্কা গুনবর্ধনেকে আফগানিস্তানের জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হল।" বলা হয়েছে টুইটারের বয়ানে। প্রায় একদশকের বেশি সময় ক্রিকেট কেরিয়ার স্থায়ী হয়েছে তাঁর। আভিষ্কা গুনবর্ধনে চুটিয়ে খেলেছেন শ্রীলঙ্কার হয়েও। জাতীয় দলের জার্সিতে ৬টি টেস্ট সহ খেলেছেন ৬১টি ওয়ানডে। টেস্টে তাঁর রানসংখ্যা ১৮১ রান। ওয়ানডেতে একটা সেঞ্চুরি সহ করেছেন ১৭০৮ রান।
আরও পড়ুন: ঐতিহাসিক পাক সফর বাতিলের পথে নিউজিল্যান্ড! প্রাণভয়ে শঙ্কিত কিউয়ি তারকারা
এর আগে ক্রিকেট দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছিলেন শ্রীলঙ্কার এই প্রাক্তন তারকা। তবে চলতি বছরে মে মাসে আইসিসির স্বশাসিত ট্রাইব্যুনাল গুনবর্ধনেকে যাবতীয় অভিযোগ থেকে মুক্তি দেয়। এতেই ক্রিকেট সংক্রান্ত কাজে জড়িয়ে পড়ার ছাড়পত্র পান তিনি।সেপ্টেম্বরে আফগানিস্তান পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে।
আরও পড়ুন: তালিবানে ধ্বংসস্তুপ আফগানিস্তান, রশিদ-নবিদের আইপিএল খেলা নিয়ে জোরালো সংশয়
যাইহোক, আফগানিস্তানও বর্তমান শাসকগোষ্ঠী তালিবান আগেই নিশ্চিত করেছে ক্রিকেট খেলা নিয়ে তাদের আপত্তি নেই। আগের মতই চলতে পারে ক্রিকেট। তবে অনেকেই আশ্বস্ত হতে পারছেন না।
আরও পড়ুন: ধ্বংস হয়ে গেল প্রিয় দেশ! বুক ফাটা ‘আর্তনাদ’ এবার রশিদ খানের
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বোলিং কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে প্রাক্তন অজি স্পিডস্টার শ্যেন টেটকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন