Advertisment

Virat Kohli and Babar Azam comparison: কোহলির ছায়ার সঙ্গেও তুলনা হয় না বাবরের! বোমা ফাটিয়ে মুখ খুললেন পাকিস্তানেরই তারকা

Danish Kaneria on Virat Kohli vs Babar Azam comparison: বিরাট কোহলির নখের যোগ্যও নয় বাবর আজম এমনটাই বলে দিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন তারকা। মিডিয়া স্রেফ নিজেদের ব্যবসায়িক ধান্দায় দুজনের মধ্যে তুলনা করে চলেছে। এমনটাই বলছেন দানিশ কানেরিয়া।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Babar Azam vs Virat Kohli comparison

ভারত-পাকিস্তান ম্যাচে বিরাট কোহলি এবং বাবর আজম (টুইটার)

Virat Kohli vs Babar Azam: আধুনিক ক্রিকেটে বিরাট কোহলির সঙ্গে বারবারই পাকিস্তানি সমর্থকরা তুলনা করে এসেছেন বাবর আজমের। তবে পাকিস্তানেরই প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া বলে দিচ্ছেন, কোহলির সঙ্গে বাবরের তুলনা করা এবার বন্ধ হোক।

Advertisment

এমনিতে কোহলি সমস্ত ফরম্যাটে সমস্ত আঙ্গিকে পাকিস্তানি প্রতিপক্ষের তুলনায় অনেক এগিয়ে। বাবর আজম আবার বেশ কয়েকক্ষেত্রে কোহলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। গত সাম্প্রতিক অতীতে বাবর একদমই ফর্মে নেই। টি২০ বিশ্বকাপ হোক বা ওয়ানডে বিশ্বকাপ বারবার বাবর হতাশ করেছেন সমর্থককে।

আরও পড়ুন: ৪ ওভারে ৪টেই মেডেন! ভারতে জন্মানো বোলারের ঐতিহাসিক রেকর্ডে তছনছ আন্তর্জাতিক টি২০, দেখুন ভিডিও

এমনই প্রেক্ষিতে দানিশ কানেরিয়া স্পোর্টস টক-এ সাক্ষাৎকার দিতে গিয়ে বলে দিয়েছেন, "আরে কে তুলনা করছে ওঁদের মধ্যে? সমর্থকরা ওঁদের দুজনের তুলনা করছে, এমনটা শুনতে শুনতে আমি ক্লান্ত। কোহলির পরিসংখ্যানের দিকেই শুধু তাকাও। বিশ্বের সমস্ত মাঠে ও রান করে এসেছে। ও বিরাট প্লেয়ার।"

কানেরিয়া এরপরে সাফ বলে দিয়েছেন, কোহলির পর্যায়ে বাবর কোনওদিন পৌঁছতে পারবে না। তিনি দুই তারকার পরিসংখ্যানে চোখ বোলানোর পরামর্শ দিয়েছেন তুলনাকারীদের। দুজনের মধ্যে তুলনার কোনও যৌক্তিকতাই খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের প্রাক্তন স্পিনার। বলে দিয়েছেন, কোহলি মাঠে নামার পর যে প্ৰভাব বিস্তার করেন, সেটার-ই ধারেকাছে যেতে পারবে না বাবর। তুলনা তো দূর অস্ত। বরং কানেরিয়া মনে করছেন দুজনের মধ্যে তুলনা করার জন্য মিডিয়া দায়ী। যাতে তাঁদের ব্যবসায়িক কার্যসিদ্ধি হয়।

আরও পড়ুন: একের পর এক তারকা ছাঁটাই নিলামের আগেই! KKR রিটেন করতে চলেছে হাফডজন তারকাকে

কোনও রাখঢাক না করে দানিশ বলেছেন, "কোহলির লেভেলটাই খালি দেখো। ও যখন মাঠে নামে, ওঁর দ্যুতিই সকলের থেকে আলাদা। বাবর তো ওঁর ধারেকাছেও যেতে পারবে না। তুলনা করা তো বাদ-ই দিলাম। ওঁদের তুলনা করা আসলে চ্যানেলে বিক্রি বাড়ানোর জন্য। ওঁদের মধ্যে তুলনা করা নিয়ে আমার অনেক প্রশ্ন রয়েছে। আমি কখনই সেটা করিনি। ওঁদের পরিসংখ্যান দেখো খালি। যখন ওঁরা রিটায়ার করবে, তখন সেই পরিসংখ্যান দেখো।"

গত দু-বছর ধরেই বাবরের ব্যাটে রান নেই। টেস্টে শেষবার হাফসেঞ্চুরি এসেছিল ৬২৭ দিন আগে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে করাচিতে। চলতি বাংলাদেশ সিরিজে বাবর শোচনীয়ভাবে ব্যর্থ। প্রথম টেস্টে বাবরের দুই ইনিংসে অবদান ছিল ০ এবং ২২। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাবর ক্রিজে টিকে গিয়েও সাকিবের শিকার হয়ে ফিরেছেন ৩১ রানে।

Virat Kohli Pakistan Cricket india pakistan India Vs Pakistan match Pakistan Cricket Team Babar Azam
Advertisment