/indian-express-bangla/media/media_files/2025/10/13/babar-azam-2025-10-13-10-44-38.jpg)
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজম
Babar Azam: পাকিস্তান (Pakistan Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি গত ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে খেলা হচ্ছে এই ম্য়াচটি। তবে এই ম্য়াচের প্রথম দিন যে পাকিস্তানের দাপট দেখতে পাওয়া গিয়েছে, তা বলা যেতেই পারে। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত তারা ৩১৩ রান করে ফেলেছে।
যদিও লাইভ ম্য়াচ চলাকালীন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা (Ramiz Raja) তাঁরই দেশের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে চরম বেইজ্জত করলেন। পাকিস্তানের এই তারকা ক্রিকেটারকে তিনি 'নাটুকে' বলেও অপমান করেন।
Pahalgam Attack Babar Azam: পহেলগাঁও হামলায় এবার জড়াল বাবর আজমের নাম! ঘটনাটা কী জানেন?
বাবর আজমের চরম বেইজ্জতি
এই ম্য়াচের ৪৯ ওভারে ব্যাট করছিলেন বাবর আজম। আর উল্টোদিক থেকে বল করছিলেন বাঁ-হাতি স্পিনার প্রেনেলন সুব্রায়েন। তাঁর একটি ডেলিভারিতে বাবর আজম পরাস্ত হন। বলটা বাবরের ব্যাটের একেবারে কানা ঘেঁসে উইকেটকিপারের দস্তানায় জমা পড়ে। এরপর প্রোটিয়া ক্রিকেটাররা আউটের আবেদন করেন। আর আম্পায়ার সেই আবেদনে সাড়াও দিয়ে দেন। এরপর বাবর DRS নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। ইতিমধ্যে কমেন্ট্রি বক্স থেকে রামিজ রাজা বলে উঠলেন, 'ও আউট হয়ে গিয়েছে। এবার নাটক করবে।' সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Ramiz Raza commenting on babar azam during DRS call and saying “ ye out hoga drama karega ye”
— MAHESH (@_MAHESHICT) October 12, 2025
Ghante ka king have no respect pic.twitter.com/c22vxixlKh
তবে তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টা পৌঁছতেই গোটা ছবিটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। তৃতীয় আম্পায়ার বাবরকে নট আউট ঘোষণা করেন। যদিও ৬০ ওভারে সেই প্রেনেলন সুব্রায়েনের হাতেই শিকার হলেন বাবর আজম এবং তিনি প্যাভিলিয়নে ফিরে যান। এই ইনিংসে বাবর ৪৮ বল খেলে মাত্র ২৩ রান করেছেন।
Mohammad Hafeez on Babar Azam: বাবর নয়, কোহলিই আসল কিং, বলছেন পাকিস্তানেরই মহম্মদ হাফিজ
৩১৩ রান করেছে পাকিস্তান
প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দল ৫ উইকেট হারিয়ে ৩১৩ রান করেছে। প্রথম দিন ইমাম উল হক ১৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক শান মাসুদ ১৪৭ বলে করেছেন ৭৬ রান। অন্যদিকে, মহম্মদ রিজওয়ান ৬২ এবং সলমান আলি আগা ৫২ রানে ব্যাট করছেন। দ্বিতীয় দিন রিজওয়ান এবং সলমান শতরান হাঁকিয়ে পাকিস্তানের ভিত মজবুত করতে চাইবেন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা যত দ্রুত সম্ভব পাকিস্তানের বাকি ৫ উইকেট শিকার করার চেষ্টা করবে।