Bangladesh Plane Crash: বাংলাদেশের বিমান দুর্ঘটনায় 'নিভে গেছে অগণিত স্বপ্ন', চোখে জল তারকা ক্রিকেটারের

Bangladesh Plane Crash: বাংলাদেশ বায়ু সেনার একটি F7 প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুরবেলা ভেঙে পড়েছে। বাংলাদেশের উত্তরায় ঘটেছে এই দুর্ঘটনাটি। এই দুর্ঘটনায় ১৯ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

Bangladesh Plane Crash: বাংলাদেশ বায়ু সেনার একটি F7 প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুরবেলা ভেঙে পড়েছে। বাংলাদেশের উত্তরায় ঘটেছে এই দুর্ঘটনাটি। এই দুর্ঘটনায় ১৯ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh plane Crash

বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ সাকিব আল হাসানের

Bangladesh Plane Crash: বাংলাদেশ বায়ু সেনার একটি F7 প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুরবেলা ভেঙে পড়েছে। বাংলাদেশের উত্তরায় ঘটেছে এই দুর্ঘটনাটি। এই দুর্ঘটনায় ১৯ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। অধিকাংশই শিশু। বিমানটি ভেঙে পড়ার কারণে তাতে আগুন ধরে যায়। অনেক চেষ্টার পর অবশেষে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। এই বিমানটি একটি স্কুলের মধ্যে ঢুকে গিয়েছিল। দুর্ঘটনার পর আগুন লেগে যাওয়ার কারণে প্রচুর মানুষ আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Advertisment

গভীরভাবে শোকাহত সাকিব আল হাসান

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al-Hasan)। একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'আজ মাইলস্টোন স্কুলে (Milestone School and Collage) ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।'

Advertisment

Plane Crash in Bangladesh: বিমান দুর্ঘটনায় মৃত্যুমিছিল! বেরোচ্ছে একের পর এক এম্বুলেন্স, বাংলাদেশে আতঙ্কে তারকারা..

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।'

সাকিবের কথায়, 'আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।'

Bangladesh Pitch Controversy: এ কেমন উইকেট! 'বাংলাদেশ চুর' বলতে চাইলেন পাক হেড কোচ?

শোকজ্ঞপন করলেন নরেন্দ্র মোদীও

অন্যদিকে এই দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (narendra modi)। সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডল এক্স-য়ে একটি পোস্ট করে দুঃখের কথা শেয়ারও করেছেন। নরেন্দ্র মোদী লিখেছেন, 'ঢাকায় যে বিমান দুর্ঘটনা হয়েছে, তা শুনে আমি হতবাক এবং যথেষ্ট মর্মাহত। এই ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে অনেকেই আবার ছাত্র-ছাত্রী। প্রত্যেকটা শোকার্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বরের কাছে কামনা করি, আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। বাংলাদেশের সঙ্গে ভারতের সংহতির সম্পর্ক রয়েছে। এই কঠিন সময়ে যে কোনও সাহায্য করতে প্রস্তুত ভারত।'

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ F7 বিজিআই ট্রেনিং বিমানটি চিনে প্রস্তুত করা হয়েছিল। বাংলাদেশের বায়ু সেনা বিমানটি ব্যবহার করত। এই বিমানটি ঢাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল বিল্ডিংয়ে ধাক্কা খায়। স্কুল ক্যাম্পাস থেকে এখনও পর্যন্ত ১৯ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানের ধ্বংসাবশেষ থেকে আরও মৃতদেহ উদ্ধারের আশঙ্কা করা হচ্ছে। তল্লাশি অভিযান চলছে। কমপক্ষে ৭২ জন আহতকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আটজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। বিমানচালককে সেনা হাসপাতালের ICU ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

narendra modi Shakib Al-Hasan Bangladesh Plane Crash Milestone School and Collage