/indian-express-bangla/media/media_files/2025/05/20/Ljumu36s5dYOL2s46Mhn.png)
কান্নায় ভেঙে পড়েছেন বাংলাদেশের ফুটবলাররা
India vs Bangladesh: অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) দুর্দান্ত পারফরম্য়ান্স করল ভারতীয় ফুটবল দল। গত রবিবার (১৮ মে) তারা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া (indian football team) যথেষ্ট ধৈর্য্য এবং সাহসের পরিচয় দেয়। শেষপর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে বাংলাদেশকে ৪-৩ গোলে পরাস্ত করেছে। যদিও নির্ধারিত সময়ে দুই দলই ১-১ গোলে ড্র করে।
এই ম্য়াচ শেষ হতে না হতেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়ে। ভিডিওয় দেখতে পাওয়া যায়, অন্তিম ফলাফল ঘোষণা হতেই মুরশিদ নামে বাংলাদেশের এক তরুণ ফুটবলার কান্না ভেঙে পড়েন। কাছেই দাঁড়িয়েছিলেন ভারতের এক ফুটবলার। তিনি মুরশিদকে বুকে টেনে স্বান্ত্বনা দেন। সম্প্রতি ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তাপ সামান্য হলেও বাড়তে শুরু করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ভাইরাল হওয়া এই ভিডিওটি হৃদয় জয় করে নিয়েছে। বইতে শুরু করেছে কমেন্টের বন্যাও।
Footballer Death: মাত্র ৩৬ বছরেই ক্যানসার কাড়ল প্রাণ, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ফুটবলার
দেখে নিন ভিডিও:
এবার ম্য়াচের কথায় আসা যাক। এই ম্য়াচের শুরু থেকেই ভারতীয় ফুটবল দল চাপ বাড়াতে শুরু করেছিল। ম্য়াচের দ্বিতীয় মিনিটে গোল করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সগময়ুম শামি। কিন্তু, ৬১ মিনিটে বাংলাদেশি ফুটবলার মহম্মদ জয় গোল করেন। সঙ্গে এই ম্য়াচেও সমতা ফিরে আসে। পেনাল্টি শ্যুটআউটে ভারতের শুরুটা একেবারেই ভাল হয়নি। রোহন সিংয়ের একটি দুর্বল শট বাংলাদেশের গোলকিপার আটকে দিয়েছিলেন।
SAFF Championship-এর খেতাব জয় করল ভারতের অনূর্ধ্ব-১৯ ফুটবল দল
যদিও ভিভিয়ানো ফার্নান্ডেজের দল শেষপর্যন্ত হার স্বীকার করেনি। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক নাজমূল হুদা ফয়জলের একটি শট ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়। এরপর বদলে যায় গোটা ম্য়াচের রং। বাকি পেনাল্টি শটগুলো টিম ইন্ডিয়া যথাযথভাবে গোলবন্দি করে। আর ভারতীয় গোলকিপার সূরজ সিং একেবারে অন্তিম মুহূর্তে জ্বলে ওঠেন। অধিনায়ক সগময়ুম শামির পেনাল্টি শট বাংলাদেশের জালে জড়াতেই কান্নায় ভেঙে পড়েন টাইগার ফুটবলাররা।