/indian-express-bangla/media/media_files/2025/05/16/1ZVdKBM3Ww4YKfuaeoey.jpg)
ইটালির সেই 'কলঙ্কিত' ফুটবলার
FIFA World Cup: ফুটবল মাঠে কত না ঘটনার সাক্ষী আমাদের থাকতে হয়। তারমধ্যে অধিকাংশ ঘটনাই আমাদের স্মৃতির মণিকোঠা থেকে মুছে যায়। তবে যেগুলো থেকে যায়, তা হয় বিখ্যাত, নতুবা বিতর্কিত। ফুটবল (Football) ইতিহাসের তেমনই এক বিতর্কিত অধ্যায় নিয়ে আলোচনা করা যাক, যা একজন ব্যালন ডি'অর জয়ী ফুটবলারকে রাতারাতি খলনায়ক করে তুলেছিল।
Footballer Death News: মাত্র ২১ বছর বয়সেই সব শেষ! সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ফুটবলার
সালটা ছিল ১৯৯৪। ফিফা বিশ্বকাপ ফাইনালে খেলতে নেমেছে ইটালি। এই টুর্নামেন্টে ইটালির দলগত পারফরম্যান্স নজর কাড়তে না পারলেও, একজন ফুটবলার কার্যত একক দক্ষতায় দলটাকে ফাইনালে তুলেছিলেন। তিনি রবার্তো বাজ্জিও (Roberto Baggio)।
Brazil Football Coach: ব্রাজিল কোচ হতেই কোটি-কোটি টাকা! আনসেলোত্তির ১ মাসের মাইনে কত জানেন?
বাজ্জিওর সেই অভিশপ্ত পেনাল্টি মিস
সেদিন ফাইনাল ম্যাচটা ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামে ইটালি। গোটা ম্যাচে দুই দলই যথেষ্ট রক্ষণাত্মক ফুটবল খেলে। সেকারণে কোনও দল গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এই সেই অভিশপ্ত টাইব্রেকার। লক্ষ্যভ্রষ্ট হলেন বাজ্জিও। এই একটা আক্ষেপ সারাজীবন তাড়া করবে। মজার ব্যাপার, বাজ্জিও গোল করার পরও যদি ব্রাজিল গোল করতে পারত, তাহলেও তারাই জিতত। কিন্ত, কপাল! আজও সেই অভিশাপ তাড়া করে বেড়ায় ইটালির এই ফুটবলারকে।
এই বিশ্বকাপে ইটালি মোট ৮ গোল করেছিল। এরমধ্যে ৫ গোল বাজ্জিও একাই করেছিলেন। কিন্তু, মুহূর্তের একটা ছোট্ট ভুল যাবতীয় সাফল্য ঢেকে দিয়েছিল। আজ তাঁর পরিচয় 'দ্য ম্যান হু ডায়েড স্ট্যান্ডিং'। খেতাব জিততে না পারলেও এই ফুটবল বিশ্বকাপে বাজ্জিও রুপোর বল এবং বুট অর্জন করেছিলেন।
Footballer Death: কাঁদিয়ে চলে গেলেন ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার, ময়দানে নামল শোকের ছায়া
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইটালির হয়ে রবার্তো বাজ্জিও মোট ৫৬ ফুটবল ম্য়াচ খেলেছেন। জাতীয় দলের হয়ে তিনি যুগ্মভাবে চতুর্থ সর্বাধিক গোলদাতার তালিকা অর্জন করেছেন। ক্লাব ফুটবলে বাজ্জিওর কেরিয়ার গ্রাফও নেহাতই মন্দ নয়। জুভেন্তাস, এসি মিলান, ইন্টার মিলানের মতো ক্লাবের হয়ে খেলেছেন তিনি।