শুক্রবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দু টেস্ট সিরিজের ১৬ জনের দল ঘোষণা করে দিল বোর্ড। বিরাট কোহলি পুরো টি২০ সিরিজ এবং প্ৰথম টেস্টে বিশ্রামে থাকছেন। রোহিত শর্মা টি২০ সিরিজে নেতা হলেও টেস্ট সিরিজে বিশ্রাম নেবেন। এমন অবস্থায় প্ৰথম টেস্টে নেতৃত্বের দায়িত্ব সামলাবেন অজিঙ্কা রাহানে।
টেস্ট সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গেই বিশ্রামে পাঠানো হয়েছে ঋষভ পন্থ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং শার্দূল ঠাকুরকে। দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তন করবেন কোহলি। এমন অবস্থায় প্ৰথম টেস্টে নতুন ভাইস ক্যাপ্টেন ঘোষণা করল বোর্ড। রাহানের ডেপুটি হচ্ছেন চেতেশ্বর পূজারা। জাতীয় দলের হয়ে ৯০ টেস্ট খেলা পূজারা টেস্ট দলের নিয়মিত সদস্য। এর আগে জাতীয়-এ দলের নেতৃত্বের দায়িত্বেও দেখা গিয়েছে তাঁকে। এর আগে টিম ইন্ডিয়ার একবার ভাইস ক্যাপ্টেন হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: টেস্ট দলে থেকে সরাসরি বাদ বিহারি! দল ঘোষণার দিনেই প্রকাশ্যে জানা গেল কারণ
বিরাট-রোহিতের অনুপস্থিতিতে রাহানের নেতৃত্ব এবং পূজারার সহ অধিনায়কত্ব প্রাপ্তি মোটেই অপ্রত্যাশিত ছিল না। দ্বিতীয় টেস্টে কোহলি ফিরলে যথারীতি নেতা হবেন তিনি। সহ অধিনায়কের দায়িত্বে ফিরে যাবেন রাহানে।
পূজারার সহ অধিনায়কত্ব ছাড়াও ভারতের টেস্ট দলের স্কোয়াডে বলার মত বিষয়, টেস্ট দলে শুভমান গিল এবং জয়ন্ত যাদবের প্রত্যাবর্তন। ইংল্যান্ড সফরে শুভমানকে স্কোয়াডে রেখে দল গড়া হয়েছিল। তবে ইনজুরির কারণে টেস্ট সিরিজ শুরুর আগেই দেশে ফিরে আসতে হয় তাঁকে। জয়ন্ত যাদব আবার জাতীয় দলে শেষবার খেলেছেন সেই চার বছর আগে- ২০১৭-য়। এমন তারকাকে দলে ফিরিয়ে নির্বাচকরা কার্যত চমকই দিয়েছেন।
দ্বিতীয়বার টেস্ট স্কোয়াডে ডাক পেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। এছাড়াও আল্ট্রা ডিফেন্সিভ খেলার কারণে বাদ পড়েছেন হনুমা বিহারি। তাঁকে সম্ভবত এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে।
আরও পড়ুন: দুটো বাউন্স খাওয়া বলেও ছক্কা! ওয়ার্নারের কাণ্ড দেখে মেজাজ হারালেন গম্ভীর
নভেম্বরের ২৫-এ কানপুরে প্রথম টেস্ট শুরু হবে। ৩ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট হবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ খেলার পরে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, জয়ন্ত যাদব
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন