শুধু অনিল কুম্বলেই নন। ভারতের পরবর্তী কোচ হিসাবে সৌরভদের ভাবনায় ভালমত রয়েছেন ভিভিএস লক্ষ্মণও। এমনটাই খবর। টি২০ বিশ্বকাপের পরেই ভারতের কোচিং স্টাফে বড়সড় পরিবর্তন আসবে। বর্তমানে কোচিং স্টাফের সকলেরই মেয়াদ শেষ হচ্ছে টি২০ ওয়ার্ল্ড কাপের পরে। হেড কোচ রবি শাস্ত্রী পূর্ণ সময়ের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ২০১৭-য়। তারপরে যোগ দেন বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরও। ২০১৪ সালে রবি শাস্ত্রী ডিরেক্টর থাকাকালীনও ব্যাকরুম স্টাফ হিসাবে দলে যুক্ত ছিলেন ভরত অরুণরা।
২০১৬ সালের পরে বোর্ডের সংশোধিত নিয়ম অনুযায়ী, বোর্ডের তরফে হেড কোচ পদের জন্য আবেদন করা হবে। তারপরে ক্রিকেট উপদেষ্টা কমিটি বেছে নেবেন সংশ্লিস্ট পদের যোগ্য ব্যক্তিকে। সরকারিভাবে পুরো বিষয় এখনও কয়েকমাস বাকি থাকলেও বোর্ড তলে তলে কোচ বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে।
আরও পড়ুন: কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পদত্যাগ করেন! সেই মহাতারকাকেই কোচ করে আনছেন সৌরভরা
সংবাদসংস্থা পিটিআই-য়ের খবর অনুযায়ী, বোর্ডের এপেক্স কাউন্সিল ভিভিএস লক্ষ্মণ এবং অনিল কুম্বলেকে হেড কোচ পদের জন্য আবেদন পত্র জমা দেওয়ার অনুরোধ জানাতে পারে। শনিবার সকাল থেকেই অনিল কুম্বলের নাম ট্রেন্ডিং। তবে লক্ষ্মণের নাম-ও একইভাবে আলোচনায় উঠে এসেছে।
সৌরভের জমানায় ফ্যাভ ফাইভের অন্যতম সদস্য লক্ষ্মণ। ১৩৪ টেস্টে জাতীয় দলের হয়ে খেলে ৮৭৮১ রান করেছেন। ৮৬ ওয়ানডেতে সংগৃহীত রান ২৩৩৮। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বারেবারেই ব্যাট হাতে জ্বলে উঠেছেন হায়দরাবাদি সুপারস্টার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯ টেস্টে লক্ষ্মণের রান ২৪৩৪।
আরও পড়ুন: আরসিবি নেতৃত্বও ছাড়ছেন কোহলি! সামনে এল বোর্ড কর্তার বিস্ফোরক বক্তব্য
এর আগে জাতীয় দলে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও আইপিএলে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন ২০১২ থেকে। তাছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে সিএবি-র ব্যাটিং পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন।
আরও পড়ুন: রোহিতকে সরাতে বলেন কোহলি! কুৎসিত আবদারে ক্ষিপ্ত বোর্ডও, প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট
কোচের পদে আবেদন করলে লক্ষ্মণের দিকে নজর থাকবে ক্রিকেট বিশ্বের। তবে জাতীয় দলের হেড কোচের পদে বসলে স্বার্থ সংঘাত এড়াতে নিয়ম মাফিক সানরাইজার্স হায়দরাবাদের মেন্টরের পদ ছাড়তে হবে। তাছাড়া ধারাভাষ্যকারের কাজেও ইতি টানতে হবে। একইভাবে কুম্বলে যদি জাতীয় দলের কোচিংয়ের প্রস্তাবে সাড়া দেন, তাহলে পাঞ্জাব কিংসের দায়িত্ব ছাড়তে হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন