scorecardresearch

বিজেপির সভায় কি দ্রাবিড়ের যোগদান! মুখ খুলে অবস্থান স্পষ্ট করল সৌরভের BCCI

বিজেপির সভায় দ্রাবিড়ের যোগদান ঘিরে উত্তাল হিমাচলের রাজনীতি। সরাসরি অস্বীকার করল বোর্ড।

বিজেপির সভায় কি দ্রাবিড়ের যোগদান! মুখ খুলে অবস্থান স্পষ্ট করল সৌরভের BCCI

ধর্মশালায় বিজেপি যুব মোর্চার জাতীয় কার্যকরী কমিটির বৈঠকে নাকি যোগদান করবেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। এমনটাই দাবি করেছিলেন ধর্মশালার বিজেপি বিধায়ক বিশাল নেহরিয়া। বিধায়ক সংবাদসংস্থার কাছে দাবি করেছিলেন, শুধু রাজনীতি নয়, খেলাধুলা সহ অন্যান্য ক্ষেত্রেও যাতে দেশের যুব সম্প্রদায় এগিয়ে যেতে পারে, সেই বার্তাই নাকি দেবেন কিংবদন্তি ক্রিকেটার। তবে বোর্ডের তরফে সেই দাবি উড়িয়ে দেওয়া হল।

এমন খবর ভাইরাল হওয়ার পরই হিন্দুস্থান টাইমসের কাছে বোর্ডের মিডিয়া ম্যানেজার মৌলিন পারেখ জানিয়ে দেন, রাহুল দ্রাবিড় তাঁকে স্বয়ং ফোন করে জানান, পুরো খবরই ভুয়ো।

আরও পড়ুন: CSK, KKR-এর সঙ্গেই লড়াইয়ে এই তিন দল! কোন অঙ্কে প্লে অফ সহজ চেন্নাই, কলকাতার

বিজেপির জাতীয় এবং রাজ্যস্তরের নেতৃবৃন্দ ধর্মশালায় তিনদিনের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত হবেন। সংবাদসংস্থার খবর অনুযায়ী, সেই ওয়ার্কিং কমিটির বৈঠকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী তো বটেই বিজেপির প্রেসিডেন্ট জেপি নাড্ডা হাজির থাকবেন।

সংবাদসংস্থাকে ধর্মশালার বিধায়ক নেহরিয়া জানিয়েছিলেন, “ধর্মশালায় বিজেপি যুব মোর্চার জাতীয় কার্যকরী কমিটির বৈঠক হবে মে মাসের ১২ থেকে ১৫ পর্যন্ত। বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং হিমাচলের রাজ্য বিজেপির কর্তারা সেই বৈঠকে অংশ নেবেন। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, জাতীয় সংগাঠনিক এবং কেন্দ্রীয় মন্ত্রীরাও থাকবেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় অংশ নেবেন। নিজের দৃষ্টান্তের কথা তুলে ধরে যিনি দেশের যুব সম্প্রদায়কে বার্তা দেবেন, স্রেফ রাজনীতিতেই নয় খেলাধুলা সহ অন্যান্য ক্ষেত্রেও তারা এগিয়ে যেতে পারে।”

আরও পড়ুন: দল গঠনে নাক গলাচ্ছেন KKR সিইও! মুম্বই জয়ের পরেই বোমা ফাটালেন ক্যাপ্টেন শ্রেয়স

২০১৭-য় হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ৬৮টি আসনের মধ্যে বিজেপি ৪৪টি আসনে জয়লাভ করে। কংগ্রেসের দখলে ২১টি এবং বাকিরা ৩টি আসনে জয়লাভ করেছিল। রবিবার পার্টির জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র জানান, ২০১৭ বিধানসভা নির্বাচনের ফলাফলেরই পুনরাবৃত্তি হবে। হিমাচলের জনগণ বিজেপিকেই চাইছে।

তিনি বলেছিলেন, “উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ডে আমরা জয়লাভ করেছি। উত্তরপ্রদেশ, গোয়া এবং উত্তরাখণ্ডে আমরা পুনরায় সরকার গঠন করেছি।”

হিমাচলে মূল লড়াই বিজেপি এবং কংগ্রেসের। তবে পাঞ্জাব বিধানসভা ভোটের ফলাফলে উজ্জীবিত হয়ে আপ এবার জোরকদমে ঝাঁপাচ্ছে হিমাচলেও।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Bcci denies team india head coach rahul dravids involvement in himachal pradesh bjp yuva morcha meet