IPL 2025 Player Retention rules: আইপিএলের মেগা নিলামে ভারতীয় এবং বিদেশি খেলোয়াড়দের আয়ের সামঞ্জস্য তৈরি করতে বড় সিদ্ধান্ত নিল আইপিএল গভর্নিং কাউন্সিল। প্রতি নিলামে দেখা যাচ্ছে যে বিদেশি খেলোয়াড়রা মাত্রাছাড়া অর্থ পাচ্ছেন। অথচ, ভালো পারফম্যান্স করেও নামমাত্র অর্থ পাচ্ছেন ভারতীয় খেলোয়াড়রা।
যা নিয়ে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে তীব্র হতাশা, হীনমন্যতা এবং ক্ষোভ তৈরি হচ্ছে। এই ক্ষোভ, হতাশা এবং হীনমন্যতা দূর করতে আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ যে দামে ভারতীয় খেলোয়াড়দের নেওয়া হবে, বিদেশি খেলোয়াড়দেরও সেই দামেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামে নিতে পারবে।
যেমন, যদি সবচেয়ে দামি ভারতীয় খেলোয়াড়কে ১৮ কোটি টাকায় নেওয়া হয়, তবে বিদেশি খেলোয়াড়কেও সর্বোচ্চ ১৮ কোটি টাকায় নেওয়া যাবে। তার বেশি নয়। যদি, সেটা ভারতীয় খেলোয়াড়ের ক্ষেত্রে ১৬ কোটি টাকা হয়। তবে, বিদেশি খেলোয়াড়েরও সর্বোচ্চ মূল্য তাই হবে।
আরও পড়ুন: IPL না খেললেই এবার নামবে নিষেধাজ্ঞা! বিদেশি ক্রিকেটারদের চড়া শাস্তির হুঙ্কার জয় শাহদের
আর, এর অন্যথা হলে কী হবে, সেটাও স্পষ্ট করেছে আইপিএল গর্ভনিং কাউন্সিল। এই ব্যাপারে কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ মূল্যের ভারতীয় খেলোয়াড়ের চেয়ে বেশি মূল্যে বিদেশি খেলোয়াড়কে নিলে, সেই যে অতিরিক্ত মূল্য সেটা বিসিসিআইকে ফিরিয়ে দিতে ফ্র্যাঞ্চাইজিগুলো বাধ্য থাকবে।
যেমন ধরা যাক, ভারতীয় খেলোয়াড়ের সর্বোচ্চ মূল্য ১৮ কোটি টাকা হল। কিন্তু, কোনও ফ্র্যাঞ্চাইজি কোনও বিদেশি খেলোয়াড়কে ২১ কোটি টাকায় কিনল, তাহলে ওই অতিরিক্ত তিন কোটি টাকা সংশ্লিষ্ট বিদেশি খেলোয়াড়ের থেকে কেটে নেবে বিসিসিআই। সেই অর্থ খেলোয়াড়দের উন্নয়ন এবং কল্যাণে ব্যয় করা হবে।
এই বিধি আইপিএলের মেগা নিলামেই শুধু না। পরের বছরের নিলামগুলোতেও, অর্থাৎ মিনি নিলামেও কার্যকর থাকবে বলেই আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে। একইসঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা করেছে, ভারতীয় এবং বিদেশি খেলোয়াড়, উভয়েরই ম্যাচ ফি একই থাকবে। সেটা হবে ৭.৫ লক্ষ টাকা।
আরও পড়ুন: ধোনিকে ধরে রাখতে IPL-এর নিয়মই বদলাল BCCI! সেরার সেরা সিদ্ধান্ত নিয়ে চমকে দিল জয় শাহের বোর্ড
বিদেশি খেলোয়াড়রা যাতে মিনি নিলামের সময় নিজেদের অর্থ ইচ্ছামত বাড়িয়ে নিতে না পারে, এবারের মেগা নিলামে তারও ব্যবস্থা করছে আইপিএল গভর্নিং কাউন্সিল (জিসি)। এই ব্যাপারে গভর্নিং কাউন্সিলের তরফে জানানো হয়েছে, কোনও খেলোয়াড় যদি এবারের মেগা নিলামে অংশ না নেন, তবে তিনি আগামী বছরের আইপিএল মিনি নিলামেও যোগ দিতে পারবেন না। এইসব সিদ্ধান্ত ভারতীয় খেলোয়াড়দের দীর্ঘদিনের বঞ্চনা দূর করবে বলেই মনে করছে আইপিএল গভর্নিং কাউন্সিল।