/indian-express-bangla/media/media_files/2025/05/19/qFcmQTnhQmskyPvC3Mup.jpg)
রোহিত শর্মা এবং বাবর আজম
Indian Cricket Team: ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার (India Pakistan Tension) কথা মাথায় রেখে, আসন্ন অল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) ইভেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।
ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত, আগামী মাসেই শ্রীলঙ্কায় মহিলাদের এশিয়া কাপ (Asia Cup) শুরু হতেচলেছে। এরপর আগামী সেপ্টেম্বর মাসে পুরুষ ক্রিকেটারদের এশিয়া কাপের আসর বসবে। এই দুটো টুর্নামেন্ট থেকেই ভারতীয় ক্রিকেট দল নিজেদের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
Indian Cricket Team: ইংল্য়ান্ড সফরের জন্য বেছে নেওয়া হল ভারতীয় ক্রিকেট দল, অধিনায়ক হলেন কে?
বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শীর্ষপদে রয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীন মন্ত্রী মহসিন নকভি। তিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান।
সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেটের সঙ্গে দুরত্ব বজায় রাখার জন্যই এহেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, 'ভারতীয় দল এমন কোনও টুর্নামেন্ট খেলবে না যেটা এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজন করবে। কারণ এই কাউন্সিলের শীর্ষপদে একজন পাকিস্তানের মন্ত্রী রয়েছেন। এই ঘটনার সঙ্গে দেশের আবেগ জড়িয়ে রয়েছে। আমরা মৌখিকভাবে এসিসি-কে এই ব্যাপারে জানিয়ে দিয়েছি। বলে দিয়েছি যে আসন্ন মহিলা এশিয়া কাপে টিম ইন্ডিয়া অংশগ্রহণ করতে পারবে না। এমনকী, ভবিষ্যতেও অন্য টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে। ভারত সরকারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছি।'
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে আগামী সেপ্টেম্বর মাসে যে পুরুষদের এশিয়া কাপ আয়োজন করা হবে, সেখানে কি ভারতীয় ক্রিকেট দল অংশগ্রহণ করবে? কারণ এই টুর্নামেন্টে ভারতের পাশাপাশি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা খেলতে নামবে। গোটা বিষয়টা নিয়ে আপাতত চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে।
Indian cricket team's full schedule for ICC Cricket World Cup 2019: কবে-কখন আর কোথায় খেলা?
সূত্রের খবর, বিসিসিআই খুব ভাল করেই জানে যে ভারত ছাড়া এশিয়া কাপ আয়োজন কার্যত দুষ্কর ব্যাপার। কারণ আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে অধিকাংশ স্পনসরই ভারত থেকে আসে। তার উপরে এশিয়া কাপে যদি ভারত-পাকিস্তান ম্য়াচেরই আয়োজন করা না হয়, তাহলে সম্প্রচারকারী সংস্থাকেও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
পড়তে হবে আর্থিক ক্ষতির মুখে
২০২৪ সালে এশিয়া কাপের স্বত্ত্ব আগামী ৮ বছরের জন্য সোনি পিকচারস নেটওয়ার্কস ইন্ডিয়াকে দেওয়া হয়েছে। এই চুক্তির জন্য সোনি পিকচারসকে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয়েছে। যদি এই বছর এশিয়া কাপে ভারত না খেলে, তাহলে এই চুক্তি নিয়েও নতুন করে ভাবনাচিন্তা করতে হবে।