Bengal Chess Player: আন্তর্জাতিক দাবায় অভাবনীয় সাফল্য, ঐশিক-সর্বার্থকে সংবর্ধনা রাজ্য সরকারের

Bengal Chess Players: সম্প্রতি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলার দুই খুদে প্রতিযোগী। সর্বার্থ মণি এবং ঐশিক মণ্ডল। জর্জিয়ার বাটুমিতে আয়োজিত অনূর্ধ্ব ১০ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় তারা যথাক্রমে সোনা এবং রুপোর পদক জয় করেছে।

Bengal Chess Players: সম্প্রতি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলার দুই খুদে প্রতিযোগী। সর্বার্থ মণি এবং ঐশিক মণ্ডল। জর্জিয়ার বাটুমিতে আয়োজিত অনূর্ধ্ব ১০ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় তারা যথাক্রমে সোনা এবং রুপোর পদক জয় করেছে।

author-image
Koushik Biswas
New Update
Bengal Chess Player

রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার ২ খুদে দাবাড়ুকে সংবর্ধনা দেওয়া হল

Chess: সম্প্রতি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলার দুই খুদে প্রতিযোগী। সর্বার্থ মণি এবং ঐশিক মণ্ডল। জর্জিয়ার বাটুমিতে আয়োজিত অনূর্ধ্ব ১০ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় তারা যথাক্রমে সোনা এবং রুপোর পদক জয় করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই টুইট করে এই দুই খুদে তারকাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সোমবার (১৪ জুলাই) রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হল।

Advertisment

প্রসঙ্গত, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে সোমবার হাজির হয়েছিলেন সোনা জয়ী সর্বার্থ মানি ও রুপো জয়ী ঐশিক মন্ডল। আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় পদক জয় করে তারা যে বাংলার মুখ উজ্জ্বল করেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। আর সেকারণেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) বাংলার এই ২ খুদে দাবাড়ুকে সংবর্ধনা দেন। উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাও।

Is Gukesh Tamil or Telugu? Chess Prodigy's Cultural Roots Spark Debate: দাবায় বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ তামিল নাকি তেলুগু! জন্মের শিকড় নিয়ে ঝড় প্রকাশ্যে

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, 'ফাইড ওয়ার্ল্ড ক্যাডেট চেস কাপ' প্রতিযোগিতায় পদক জয় করেছে সর্বার্থ এবং ঐশিক। মোট ৩৫ দেশের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। অনূর্ধ্ব ১০ বিভাগে অংশগ্রহণ করে সর্বার্থ মণি এবং ঐশিক মণ্ডল। মজার ব্যাপার হল, ফাইনালে বাংলার এই দুই দাবাড়ু একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। ২ দিন ধরে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলে। অবশেষে বাংলার ঘরে জোড়া পদক আসে।

D Gukesh Chess World Championship Prize Money, Earnings: দাবায় ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ! কোটি কোটি টাকার প্রাইজ মানি ভারতীয় তারকার জন্য

ইতিপূর্বে বাংলার এই দুজন খুদে দাবাড়ুকে শুভেচ্ছা জানাতে টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি লেখেন, 'বাংলার ২ ছেলে সর্বার্থ মণি এবং ঐশিক মণ্ডল জর্জিয়ার বাটুমিতে আয়োজিত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সেকারণে দুজনকেই আমি শুভেচ্ছা জানাতে চাই।' সঙ্গে তিনি আরও যোগ করেছিলেন, 'সর্বার্থ মণি সোনার পদক জয় করেছে, আর ঐশিক মণ্ডল রুপো। দাবার বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে এই ২ খুদে দাবাড়ুর (অনূর্ধ্ব-১০ বিভাগ) জন্য আমরা সকলেই গর্বিত। এই টুর্নামেন্টটি ফাইড অর্থাৎ বিশ্ব দাবা ফেডারেশন আয়োজন করেছিল। আন্তর্জাতিক পর্যায়ে ওদের এই সাফল্য আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করবে।' সঙ্গে তিনি আগামী ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১০ বিভাগে ছেলেদের পাশাপাশি মেয়েদের বিভাগেও সোনা আসে ভারতের ঝুলিতে। চিনের এক প্রতিযোগীকে পরাস্ত করে ভারতের হয়ে সোনার পদক জয় করে দিভি বিজেশ। এই একই বিভাগে আবার ভারতীয় দাবাড়ু শ্রবণিকা এএস ব্রোঞ্জ পদক জয় করেছে। এর পাশাপাশি  অনূর্ধ্ব-১২ মেয়েদের বিভাগে প্রতীতি বরদলুই সোনার পদক ও আদ্য গৌড়া রুপো জিতেছে।

Mamata Banerjee chess Arup Biswas Chess World Championship