Cricketer Death: জিমে শরীরচর্চা করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তরুণ বাঙালি ক্রিকেটার। চোখের নিমেষে শেষ হয়ে গেল সবকিছু। ছটফট করতে করতে ঢলে পড়ল মৃত্যুর কোলে। ঘটনাটি বোলপুর শহরের মিশন কম্পাউন্ড এলাকার। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন। পাশাপাশি, গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Cricketer Death News: মারা গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস বোলার, শোকের ছায়া বিশ্বজুড়ে
জানা গিয়েছে, মৃত ক্রিকেটারের নাম প্রিয়জিৎ ঘোষ। বয়স মাত্র ২৩ বছর। বোলপুরের জামবুনি এলাকায় থাকতেন তিনি। বৃহস্পতিবার (১ অগাস্ট) সকালবেলাা স্থানীয় একটি জিমে শরীরচর্চা করতে গিয়েছিলেন তিনি। স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, ব্যায়াম করতে করতেই আচমকা অসুস্থ বোধ করতে থাকেন। ক্রমশ লুটিয়ে পড়েন মাটিতে। মেঝেতে শুয়ে ছটফট করতে থাকেন। আশপাশ থেকে সকলে তাঁর দিকে দৌড়ে আসেন। বিন্দুমাত্র সময় অপচয় না করে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা জানিয়ে দেন ওই তরুণ ক্রিকেটারের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, অতিরিক্ত অনুশীলনের কারণে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।
Indian Cricketer Death: আচমকা হার্ট অ্যাটাক, চোখের নিমেষে শেষ সবকিছু! মারা গেলেন ভারতের তারকা ক্রিকেটার!
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার জন্য কার্যত পাগল ছিলেন প্রিয়জিৎ। বোলপুর ইউথ টাউন ক্লাবের হাত ধরে তাঁর ক্রিকেট যাত্রা শুরু হয়। এরপর ২০১৮-১৯ মরশুমে আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৬ বিভাগে তিনি অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় সর্বাধিক রান সংগ্রহ করে প্রিয়জিৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। দেখতে না দেখতেই বীরভূম জেলা সিনিয়র দলের দরজা তাঁর সামনে খুলে যায়।
Cricketer Death: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মধ্যেই দুঃসংবাদ! সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ক্রিকেটার
পরিবার সূত্রে জানা গিয়েছে, ক্রিকেটের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করতেও ভালবাসতেন প্রিয়জিৎ। সেই শরীরচর্চাই যে জীবনের চরম দুঃসংবাদ ডেকে আনবে, সেটা কেউ কল্পনা করতে পারেননি। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেও তিনি মিশন কম্পাউন্ড এলাকায় অবস্থিত একটি জিমে শরীরচর্চা করতে এসেছিলেন তিনি। বেশ খানিকক্ষণ ব্যায়াম করার পর আচমকা শ্বাসকষ্ট শুরু হয়। প্রচন্ড ঘামতে শুরু করেন। অসুস্থ বোধ করতে থাকেন তিনি। চোখের নিমেষেই শেষ হয়ে যায় সবকিছু।
Cricketer Death: হেল্পলাইনে ফোন করেও মেলেনি সাহায্য, বিনা চিকিৎসায় ট্রেনেই অকালমৃত্যু ক্রিকেটারের
গত কয়েকমাসে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার এই হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। সম্প্রতি পঞ্জাবের ফিরোজপুরে তো এক তরুণ ক্রিকেটার তো ম্য়াচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ছক্কা হাঁকানোর পরই তিনি আচমকা মাটিতে লুটিয়ে পড়েছিলেন। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিল।