সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের কাছে অবশেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। শনিবার (১২ এপ্রিল) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২৪-২৫ আইএসএল (ISL 2024-25) টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। ফাইনালে মোহনবাগান (Mohun Bagan Super Giants) জয়লাভ করার পর মেরিনার্সরা গ্য়ালারিতে আতসবাজি পুড়িয়ে আনন্দ উদযাপন করতে থাকে। আর সেই আতসবাজির আগুনেই বেঙ্গালুরু সমর্থকদের একাংশ আহত হন। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে।
অভিযোগ, এই আতসবাজির আগুন বেঙ্গালুরু সমর্থকদের গায়ে এসে পড়ে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন সমর্থকের তো আবার চোখের মধ্যে আগুনের ফুলকি এসে পড়েছে। যদিও সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা করা হয়। এই আহতদের তালিকায় রয়েছেন বেঙ্গালুরু এফসি'র মালিক পার্থ জিন্দলও। এই ঘটনায় তাঁর জার্সির বেশ খানিকটা অংশ পুড়ে যায়। পরে গোটা ঘটনাটি তিনি সবিস্তারে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামে অপর্যাপ্ত নিরাপত্তার অভিযোগও করেন।
দায়ের করা হয়েছে অভিযোগ
ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে কড়া নিন্দা করা হয়েছে এবং দেওয়া হয়েছে সতর্কবার্তাও। বলা হয়েছে, 'এটা শুধুমাত্র বিশৃঙ্খলা নয়, আমাদের সমর্থক এবং আধিকারিকদের কাছে এটা খুল্লমখুল্লা থ্রেট।'
এবার AIFF এবং FSDL-এর কাছে অভিযোগ দায়ের করল বেঙ্গালুরু এফসি। আশা করা হচ্ছে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ক্লাবের পক্ষ থেকে কড়া শাস্তির আবেদন করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থার জন্য় অনুরোধ করা হয়েছে।
Mehtab Hossain on Mohun Bagan Win: শুভাশিসের হ্যান্ডবল ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেলেন রেফারি? এবার মুখ খুললেন মেহতাব
ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, 'এই ধরনের ঘটনায় জীবনহানির সংশয় থাকে। পাশাপাশি ফুটবলের মতো একটা সুন্দর খেলার স্পিরিটও নষ্ট করে দেয়। দেশের প্রত্যেকটা স্টেডিয়াম আরও সুরক্ষিত করা উচিত। ফুটবলে এমন ঘটনার পুনরাবৃত্তি একেবারে কাম্য নয়।'
Mohun Bagan Super Giant: শুভেচ্ছা জানাতে গিয়ে বানান ভুল, হাসির খোরাক মোহনবাগান সুপার জায়ান্ট
প্রসঙ্গত, প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচে জামশেদপুর স্টেডিয়ামেও মোহনবাগান সুপার জায়ান্টের বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছিলেন। অভিযোগ, জামশেদপুরের সমর্থকরা তাঁদের আক্রমণ করেন। একজনের তো আবার পুলিশের লাঠির ঘায়ে মাথাও ফেটে গিয়েছিল।