Mohun Bagan Super Giants Poila Boishakh Wish: মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giants) সময়টা আপাতত বেশ ভাল কাটছে। ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024-25) মরশুমে লিগ শিল্ড জয়ের পাশাপাশি তারা খেতাবও জয় করেছে। বাংলা নববর্ষের (১৪৩২) আগে এই সাফল্য মেরিনার্সদের আনন্দ দ্বিগুণ করেছে, তা আলাদা করে বলার দরকার নেই। এই নিয়ে দ্বিতীয়বার আইএসএল ট্রফি জিতল মোহনবাগান সুপার জায়ান্ট।
Advertisment
কিন্তু, এই আনন্দের মাঝখানে তাল কাটল ফ্র্যাঞ্চাইজির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। আসলে, মঙ্গলবার (১৫ এপ্রিল) নববর্ষ উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি পোস্ট করা হয়েছে। আর সেই পোস্টে শুভেচ্ছা-র বদলে লেখা হয়েছে শুবেচ্ছা। এই ভুল যে নেহাতই অনিচ্ছাকৃত, সেটা আলাদা করে বলার দরকার নেই।
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 15, 2025
কিন্তু, এই ভুলটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অগ্নিজিত আশ নামে একজন মোহনবাগান সমর্থক লিখেছেন, 'শুভেচ্ছা বানান ঠিক করে লিখুন।' নাইট রাইডার্স এক্সট্রা নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, 'বাংলাটা ঠিক আসেনা?' সব মিলিয়ে গোটা বিষয়টা নিয়ে যথেষ্ট জলঘোলা হতে শুরু করেছে। অনেকে আবার এই বিষয়টাকে বাংলা ভাষার অপমান হিসেবেও দেখতে শুরু করেছেন।
তবে এদিন সকাল থেকেই মোহনবাগান ক্লাবে উৎসবের আমেজ দেখতে পাওয়া গেল। বারপুজো উপলক্ষ্যে ক্লাবে এসেছিলেন দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু। সদ্য ইন্ডিয়ান সুপার লিগের ট্রফি জয়ের কারণে গোটা বাগান তাঁবুতে ছিল একটি ফিল গুড পরিবেশ। দীপেন্দু বিশ্বাসকে সঙ্গে নিয়ে মোহনবাগানের পতাকা উত্তোলন করলেন দেবাশিস দত্ত। পাশাপাশি আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। আর সেই অনুষ্ঠান দেখতেই সবুজ-মেরুন সমর্থকদের ভিড় কার্যত উপচে পড়েছিল।
মঙ্গলবার ক্লাব প্রাঙ্গনে লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি দুটোই সাজানো ছিল। সমর্থকরা এসে এই খেতাবের সঙ্গে সেলফি তুলে যাচ্ছিলেন। তবে মেরিনার্সদের এখনই বিশ্রাম নিলে চলবে না। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ। যদিও শোনা যাচ্ছে, এই টুর্নামেন্টে বাগানের কোনও বিদেশি ফুটবলারকে পাঠানো হবে না। পাশাপাশি, হোসে মলিনাও হয়ত কোচিং করাবেন না দলকে। যদিও সুপার কাপ জয়ের স্বপ্ন দেখা ছাড়ছেন না বাগান সমর্থকরা।