/indian-express-bangla/media/media_files/2025/06/04/LL6FrTmPwvnDjO5CeCeG.jpg)
RCB Victory Celebration: বাইরে মানুষ মরছে, স্টেডিয়ামে বিজয়োৎসব জারি রেখেছিলেন কোহলিরা
BCCI on Bengaluru Stampede: বেঙ্গালুরুবাসীর জন্য কালো দিন হয়ে থাকল বুধবার, ৪ জুন। আইপিএল ট্রফি জয়ের আনন্দ মুহূর্তেই শোকের পরিবেশে রূপ নেয়। আরসিবি-র (RCB) বিজয়োৎসব মর্মান্তিক দুর্ঘটনায় পরিণত হল এদিন। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন। চারদিকেই শুধুই ভিড় আর ভিড়। সকলেই কোনওভাবে চিন্নাস্বামী স্টেডিয়ামে ঢুকে আরসিবি টিম এবং ডান্স ফ্লোরে বিরাট কোহলিকে (Virat Kohli) দেখতে চাইছিলেন। কিন্তু তখনও কেউ কল্পনাও করতে পারেননি যে এই হুড়োহুড়ির মধ্যে ১১ জন মানুষ প্রাণ হারাবেন।
রাজীব শুক্লার দুঃখপ্রকাশ
BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajiv Shukla) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেন, “এটি উদ্বেগের বিষয় এবং আমাদের জন্য একটি বড় শিক্ষা। এটি বিসিসিআই-এর নয়, বরং আরসিবি ফ্র্যাঞ্চাইজির আয়োজিত অনুষ্ঠান ছিল। তবে তারা নিশ্চয়ই ভাবেনি যে এত বিশাল ভিড় হবে। সম্ভবত ভেবেছিল ওয়াংখেড়ের মতো স্টেডিয়ামের ভিতরে সীমাবদ্ধ থাকবে অনুষ্ঠান। কিন্তু বাস্তব আলাদা ছিল। আমরা মৃতদের পরিবারকে যথাসম্ভব সাহায্য করব। আমরা অত্যন্ত শোকাহত এবং আহতদের প্রতি সমবেদনা জানাই।”
BCCI দেবে ক্ষতিপূরণ
রাজীব শুক্লা আরও বলেন, “আমরা কর্ণাটক সরকার এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করছি পুরো ঘটনার খোঁজ নিতে। ভবিষ্যতে এমন উদ্যাপনের ক্ষেত্রে বিসিসিআই কঠোর সতর্কতা অবলম্বন করবে। এই ঘটনায় বিজেপির রাজনৈতিক দোষারোপ অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটিকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। এটি শুধুমাত্র একটি ক্রিকেট অনুষ্ঠান ছিল। যদি কাল অন্য কোনও রাজ্যে এমন কিছু ঘটে, তবে কি সেই রাজ্যকে দোষ দেওয়া হবে? আমরা মৃতদের পরিবারকে সবরকম সাহায্য করব।”
আরও পড়ুন চিন্নাস্বামীতে কোথা থেকে এল লাখ লাখ মানুষ? কীভাবে RCB-র বিজয়োৎসব বদলে গেল বিপর্যয়ে?
BCCI সচিব দেবজিৎ সাইকিয়ার বক্তব্য
BCCI সচিব দেবজিৎ সাইকিয়া পিটিআই-কে জানান, “এই উদ্যাপনের জন্য আরও ভাল পরিকল্পনা করা উচিত ছিল। এটি জনপ্রিয়তার একটি নেতিবাচক দিক। মানুষ তাঁদের প্রিয় ক্রিকেটারদের জন্য উন্মাদ। আয়োজকদের উচিত ছিল বিষয়টি আরও পরিকল্পিতভাবে সামলানো। মৃতদের পরিবারদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এটাই কামনা করি।”
চোখের সামনে হুড়োহুড়ি
স্টেডিয়ামের এক মহিলা দর্শক জানান, “ভিতরের সব সিট ভর্তি, তাই তারা আমাদের ঢুকতে দিচ্ছে না। আমরা ফিরে যেতে চাই, কিন্তু আমাদের যেতে দেওয়া হচ্ছে না। গেটের সামনে বিশাল ভিড়। যদি তারা গেট খুলে দেয়, তবে লোকজন ঝাঁপিয়ে পড়বে, অনেকে ইতিমধ্যেই আহত হয়ে পড়েছে।”
আরও পড়ুন কোহলিদের বিজয়োৎসব বদলে গেল বিষাদে, ভয়াবহ ঘটনায় বেঙ্গালুরুতে মৃত্যুমিছিল
#WATCH | Bengaluru, Karnataka | A large number of #RoyalChallengersBengaluru fans have arrived at the M Chinnaswamy Stadium to catch a glimpse of their champion team.
— ANI (@ANI) June 4, 2025
An RCB fan says, "Inside, also the seats are all full and that's why they are not letting us go in. We want to… pic.twitter.com/OJNQeLQFoB
ধাক্কাধাক্কি আর চরম উত্তেজনা
চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ছিল বিশাল পুলিশ বাহিনী, তবুও ভিড় সামলানো সম্ভব ছিল না। মানুষ জোর করে ভিতরে ঢুকতে চাইছিল। হাজার হাজার ভক্ত আরসিবি খেলোয়াড়দের দেখতে বিধান সৌধের সামনেও অপেক্ষা করছিলেন। গোটা শহরজুড়ে আরসিবির জয়ের উন্মাদনা এতটাই ছিল যে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতভর হিমশিম খেতে হয়েছে।