/indian-express-bangla/media/media_files/2025/06/04/ylwOwpNW63Ap8FlPHhxe.jpg)
RCB Victory Parade Stampede: পদপিষ্টে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর, বহু আরসিবি ফ্যান আহত হয়েছেন
RCB IPL 2025 Victory Parade Stampede: ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএল ট্রফি (IPL 2025) চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি (RCB)। সেই আনন্দে বিরাট কোহলিদের (Virat Kohli) নিয়ে উল্লাসের মধ্যেই বেঙ্গালুরুতে ভয়াবহ দুর্ঘটনা। আনন্দ উৎসব মুহূর্তে বদলে গেল বিষাদে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। ধাক্কাধাক্কি শুরু হয়, হুড়োহুড়িতে অনেকেই রাস্তায় পড়ে যান। পদপিষ্টে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বহু আরসিবি ফ্যান আহত হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
#WATCH | Karnataka police use mild force to manage the crowd outside M Chinnaswamy Stadium in Bengaluru
— ANI (@ANI) June 4, 2025
A large number of #RoyalChallengersBengaluru fans have arrived here to catch a glimpse of their champion team
A special felicitation ceremony has been organised by the… pic.twitter.com/lQvGEE2LNj
জয়ের উৎসবে মেতে উঠেছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে জড়ো হওয়া ভক্তরা। তবে বৃষ্টির শুরু হওয়ার পরও তাঁরা স্টেডিয়াম ছাড়তে রাজি ছিলেন না। স্টেডিয়াম কর্তৃপক্ষ ভক্তদের অনুরোধ করে, যে তাঁরা যেন এলাকা ছেড়ে চলে যান। পিএ সিস্টেমে ঘোষণা করা হয় যে স্টেডিয়াম পুরোপুরি ভরে গেছে।
আরও পড়ুন বেঁকে বসল পুলিশ, আরসিবি ট্রফি জিতলেও মিলল না এই বিশেষ অনুমতি!
চিন্নাস্বামী স্টেডিয়ামের একটি গেটের সামনে ভিড় এতটাই বেশি হয়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই হুড়োহুড়িতে অন্তত ৫০ জনকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এদের মধ্যে ৭ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।
আইপিএল চ্যাম্পিয়ন হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়দের এক ঝলক দেখতে ফ্যানরা স্টেডিয়ামের পাঁচিল ও গাছ পর্যন্ত বেয়ে উঠে পড়েন। ভিড় এতটাই বেশি ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। বৃষ্টির কারণে যখন টিমকে দ্রুত হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
আরও পড়ুন RCB চ্যাম্পিয়ন হতেই আত্মহারা মালিয়া, কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য প্রাক্তন মালিকের
#WATCH | Bengaluru: Fans climb over the M Chinnaswamy Stadium walls and fences; police appeal to people to leave and not indulge in such activities
— ANI (@ANI) June 4, 2025
A large number of #RoyalChallengersBengaluru fans have turned up to catch a glimpse of their champion team.
A special… pic.twitter.com/CBn37w9xxp
আরসিবি আইপিএল ট্রফি জেতার পর ভক্তদের আবেগ যেন বাঁধ মানছিল না। যখন দল ট্রফি নিয়ে স্টেডিয়ামে পৌঁছায়, তখন গোটা শহর যেন রাস্তায় নেমে আসে। স্টেডিয়ামে ঢোকার জন্য বহু সমর্থক জোর করে ভিতরে প্রবেশের চেষ্টা করেন, ফলে প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলপ্রয়োগ করতে হয়।
THE CROWD OUTSIDE VIDHANA SOUDHA FOR RCB 🤯 pic.twitter.com/13YK0AzpYz
— Johns. (@CricCrazyJohns) June 4, 2025
কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার বিজয়োৎসবে আহত আরসিবি ভক্তদের দেখতে হাসপাতালে যান। তিনি জানান, দলের জয় উদযাপন করতে প্রায় ৬ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। এত বিপুল সংখ্যক মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন ছিল এবং সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে।