Cricketer Death: লক্ষ্মীপুজোয় নামল শোকের ছায়া, চিরনিদ্রার দেশে পাড়ি বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

Bernard Julien Death: লক্ষ্মীপুজোর দিন সকালেই নামল শোকের ছায়া। সকলকে কাঁদিয়ে পার্থিব দুনিয়াকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার। নাম বার্নার্ড জুলিয়ান। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Bernard Julien Death: লক্ষ্মীপুজোর দিন সকালেই নামল শোকের ছায়া। সকলকে কাঁদিয়ে পার্থিব দুনিয়াকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার। নাম বার্নার্ড জুলিয়ান। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Cricketer Death

ছবিটি প্রতীকী

Bernard Julien Death: লক্ষ্মীপুজোর দিন সকালেই নামল শোকের ছায়া। সকলকে কাঁদিয়ে পার্থিব দুনিয়াকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies Cricket Team) তারকা ক্রিকেটার। ১৯৭৫ সালে ক্যারিবিয়ান ক্রিকেট দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই ক্রিকেটারের নাম বার্নার্ড জুলিয়ান। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস (Cricketer Death) ত্যাগ করেন। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হয়ে অলরাউন্ডারের ভূমিকা পালন করতেন বার্নার্ড। ব্যাট এবং বল, দুটো ডিপার্টমেন্টেই তিনি নজরকাড়া পারফরম্য়ান্স করেছিলেন। সেকারণে প্রথম ওয়ানডে বিশ্বকাপে তিনি সহজেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন। তাঁর রেকর্ডও যথেষ্ট ভাল ছিল।

Advertisment

Cricketer Death: মর্মান্তিক! ছক্কা হাঁকিয়েই সব শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ক্রিকেটার

প্রয়াত বার্নার্ড জুলিয়ান

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হয়ে বার্নার্ড জুলিয়ান ২৪ টেস্ট এবং ১২ ওয়ানডে ম্য়াচ খেলেছিলেন। টেস্ট ক্রিকেটে তিনি ৩০.৯২ ব্যাটিং গড়ে মোট ৮৬৬ রান করেছিলেন। পাশাপাশি ৩৭.৩৬ বোলিং গড়ে তিনি ৫০ উইকেটও শিকার করেন। ওয়ানডে ক্রিকেটে জুলিয়ান মোট ১৮ উইকেট শিকার করেছিলেন। বোলিং গড় ছিল ২৫.৭২। বাঁ-হাতি সুইং বোলার হওয়ার কারণে জাতীয় ক্রিকেট দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বল এবং ব্যাট, দুটো ডিপার্টমেন্টেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। ১৯৭৫ সালের ওয়ানডে বিশ্বকাপে জুলিয়ান শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছিলেন। লর্ডসে আয়োজিত ফাইনাল ম্য়াচে তিনি ৩৮ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন। পাশাপাশি ২৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংসও উপহার দিয়েছিলেন। সেকারণে রাতারাতি দলের সুপারস্টার হয়ে ওঠেন।

Advertisment

Australian Cricketer Death: অস্ট্রেলিয়া ক্রিকেটে নক্ষত্র পতন, চিরনিদ্রার দেশে বিশ্বকাপজয়ী ক্রিকেটার

সংক্ষিপ্ত হলেও নজরকাড়া ছিল কেরিয়ার

আন্তর্জাতিক ক্রিকেটে বার্নার্ড জুলিয়ান ১৯৭৩ সালে ডেবিউ করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে। আর শেষ ম্য়াচ খেলেছিলেন ১৯৭৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে। যদিও ঘরোয়া ক্রিকেটে তিনি ১৯৮৩ সাল পর্যন্ত খেলা চালিয়ে যান। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও তাঁর যথেষ্ট নামডাক ছিল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জুলিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দেওয়া হয়েছে শোকবার্তা। পাশাপাশি তাঁর কেরিয়ার এবং সাফল্যকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে।

Cricketer Death West Indies Cricket Team Bernard Julien