/indian-express-bangla/media/media_files/2025/08/26/cricketer-death-2025-08-26-16-25-02.jpg)
ছক্কা হাঁকিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ক্রিকেটার
Cricketer Death: কোনও ম্য়াচ চলাকালীন ক্রিকেটারদের মৃত্যু নতুন কোনও ঘটনা নয়। গত এক বছরে এমন দুঃসংবাদ আমরা বেশ কয়েকবার পেয়েছি। সেই তালিকায় এবার আরও খানিকটা দীর্ঘায়িত হল। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটের তারকা আম্পায়ার রিচার্ড কেটলবরো একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওয় এমনই এক মর্মান্তিক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গোটা ক্রিকেট বিশ্ব শোকস্তব্ধ হয়ে পড়েছে।
Australian Cricketer Death: অস্ট্রেলিয়া ক্রিকেটে নক্ষত্র পতন, চিরনিদ্রার দেশে বিশ্বকাপজয়ী ক্রিকেটার
কী হয়েছিল ঘটনাটি?
ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, একটি স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতা চলছিল। তবে কোথায় এই ম্য়াচটি আয়োজন করা হয়েছিল, সেই ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানতে পারা যায়নি। যাইহোক, ২১ নম্বর জার্সি পরে একজন ব্যাটার বিশাল একটি ছক্কা হাঁকান। তারপর তিনি নন স্ট্রাইকার এন্ডে ব্যাটারের দিকে এগিয়ে আসেন। দুজনের মধ্যে কিছু একটা কথা হচ্ছিল। দেখতে না দেখতেই ওই ব্যাটার পিছন দিকে সপাটে উল্টে পড়ে যান। তাঁর শরীর একবার ডিগবাজিও খায়। ঘটনার আকস্মিকতায় সকলেই প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তাঁর সতীর্থরা দৌড়ে আসেন।
Cricketer Death: চোখের নিমেষে শেষ সবকিছু, ছটফট করতে করতে মৃত্যু বাঙালি ক্রিকেটারের
জানা গিয়েছে, এরপর ওই ক্রিকেটারকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষপর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রিচার্ড কেটলবরোর এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে শেয়ার হতে শুরু করেছে।
Cricketer Death News: মারা গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস বোলার, শোকের ছায়া বিশ্বজুড়ে
প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই ওই ক্রিকেটার মারা গিয়েছেন। তাঁর দেহ ইতিমধ্যে পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে।
দেখে নিন সেই ভিডিও:
A batter died of cardiac arrest after hitting a six 😨 pic.twitter.com/kJaFIrIVCw
— Richard Kettleborough (@RichKettle07) August 24, 2025
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ৩ জুলাই উত্তর প্রদেশের ফিরোজাবাদেও এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিল গোটা দেশ। ক্রিকেট ম্যাচ খেলার সময় ১২ বছরের এক কিশোর মারা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, আচমকা একটি ক্রিকেট বল তার বুকে এসে লাগে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রের খবর, ক্রিকেট ম্য়াচ চলাকালীন ওই কিশোর ব্যাট করছিল। এমন সময় একটি বাউন্সার ডেলিভারি তাঁর বুকে এসে লাগে। খেলাটা ডিউস বলে হচ্ছিল। বলটা বুকে এসে লাগতেই কিশোর অজ্ঞান হয়ে যায়। এরপর দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।