/indian-express-bangla/media/media_files/2025/04/19/cQSNBQul5IzIFgLWBzA8.jpg)
স্ত্রী নুপুর নাগরের সঙ্গে ভুবনেশ্বর কুমার
Bhuvneshwar Kumar and Nupur Nagar: পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে ভুবনেশ্বর কুমার যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। একটা সময় তিনি টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) ওয়ানডে এবং টি-২০ ফরম্য়াটে পার্মানেন্ট ক্রিকেটার ছিলেন। ইয়র্কার ডেলিভারিতে ভুবির দক্ষতা যথেষ্ট ঈর্ষনীয় ছিল। পাশাপাশি স্লোয়ার এবং নাকল বলেও তিনি যথেষ্ট পারদর্শীতা অর্জন করেছিলেন।
সাধারণত দেখা যায়, পেস বোলাররা একটু আক্রমণাত্মর মেজাজের হয়ে থাকেন। কিন্তু, ভুবনেশ্বরের ইমেজটা একেবারে আলাদা। তাঁর বোলিংয়ে হয়ত খুব বেশি একটা গতি থাকে না। কিন্তু, সুইংয়ের জাদুতে তিনি ক্রিকেট বিশ্বের বাঘা-বাঘা ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন। তবে শুধুমাত্র ২২ গজের লড়াই না, ভুবনেশ্বর কুমার তাঁর ব্যক্তিগত জীবনের জন্যও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ভাড়াটের একমাত্র মেয়ে নুপুর নাগরের সঙ্গেই যে কখন তিনি হৃদয় দেওয়া-নেওয়া করেছিলেন, সেটা কাকপক্ষীতেও টের পায়নি। দেখতে না দেখতেই গোটা বিষয়টা বিয়ের পিঁড়িতে পৌঁছে যায়। আপাতত দুজনেই সুখের সংসার পালন করছেন।
আরও পড়ুন:
Bhuvneshwar Kumar: দাম ১০.৭৫ কোটি, আরসিবি-কে ভরসা দিতে পারবেন 'বুড়ো ঘোড়া' ভুবনেশ্বর?
উত্তরপ্রদেশের মেরঠ শহরের বাসিন্দা ভুবনেশ্বর কুমার। তাঁর স্ত্রী'র নাম নুপুর নাগর। ভুবি তাঁর নিজের বাড়িতেই প্রথমবার আলাপ করেন নুপুরের সঙ্গে। আসলে, নুপুরের বাবা ট্রান্সফার জব করতেন। আগে তাঁরা সপরিবারে থাকতেন দেরাদুনে। কিন্তু, মেরঠে ট্রান্সফার হওয়ার পরই তাঁরা একটা ভাড়া বাড়ি খুঁজছিলেন। সেইসময় ভুবনেশ্বর কুমারের বাড়িতে এসে হাজির হন তাঁরা। ভুবির বাড়িতে নুপুর এবং তাঁর পরিবার ভাড়াটে হিসেবে থাকতে শুরু করেন। সেইসময় ভুবনেশ্বরের বয়স ছিল ১৩ বছর। আর নুপুর মাত্র ১১ বছরের।
২০১৭ সালে বিয়ে করেন ভুবনেশ্বর এবং নুপুর
রণবীর অহলাবাদিয়াকে দেওয়া একটি ইন্টারভিউয়ে নুপুর নাগর জানিয়েছিলেন যে ভুবনেশ্বর কুমারের দিকে যখনই তিনি তাকাতেন, তখনই দেখতেন যে বল করার জন্য হাত ঘোরাচ্ছেন। সেটা বাড়ির মধ্যে হোক কিংবা বাইরে। অর্থাৎ, ভুবনেশ্বর সারাক্ষণ বোলিং অনুশীলন করে যেতেন। ছোটবেলাতেই তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। ইতিমধ্যে ভুবনেশ্বর বলেন, বেশ কয়েক বছর নুপুর এবং ওঁর পরিবার ভাড়াটে হিসেবে বসবাস করত।
আরও পড়ুন:
যদিও কয়েকবছর পর নুপুরের বাবা কাছাকাছি নিজের বাড়ি তৈরি করে নেন। এরপর নুপুর নিজের বাড়িতে চলে যায়। কিন্তু, এরপর থেকে তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। শেষপর্যন্ত বিয়ের পাকা কথা পর্যন্ত ব্যাপারটা চলে যায়। প্রতিবেশী হওয়ার কারণে ভুবনেশ্বর এবং নুপুর দুজনেই একে অপরকে খুব ভালভাবে চিনতেন।
আরও পড়ুন:
দুজনের বাবাই পুলিশে চাকরি করতেন। ছোটবেলার বন্ধুত্ব যে কখন ভালবাসায় পরিণত হয়েছে, তা কেউই বুঝতে পারেননি। বেশ কয়েকবছর ডেট করার পর ২০১৭ সালের ২৩ নভেম্বর তাঁরা বিয়ে করেন। ভুবনেশ্বর ক্রিকেট খেলায় নিজের কেরিয়ার গড়ে তুলেছেন। অন্যদিকে, নুপুর পেশায় একজন ইঞ্জিনিয়ার। নয়ডা থেকে তিনি বি.টেক ডিগ্রি অর্জন করেছেন।
একটি ইন্টারভিউয়ে নুপুর নাগর বলেছিলেন, ছোটবেলার বন্ধু হওয়ার জন্য তাঁরা একে অপরের সঙ্গে খেলা করতেন। কিন্তু, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একে অপরের প্রতি আকর্ষিত হতে শুরু করেন। নুপুরের কথায়, ১৩ বছর বয়সে আমরা যখন প্রথমবার দেখা করেছিলাম, সেইসময় আমরা ভাই-বোনের মতোই ব্যবহার করতাম।
আরও পড়ুন:
ভারতীয় সংস্কৃতিই এখন আপন! IPL-এর মঞ্চে ভুবনেশ্বরকে পা ছুঁয়ে প্রণাম ওয়ার্নারের, দেখুন ভিডিও
ভুবনেশ্বর কুমার বলেন, ওই সময় জানতামও না যে কী থেকে কী হয়। ভারতের এই ক্রিকেটার বলেন, 'আমাদের ডেটিংয়ের প্রথম ৩-৪ বছর তো মা-বাবাও কিছু জানত না। ও (নুপুর) কাউকে কিছু বলেনি। তারপর ধীরে ধীরে গোটা বিষয়টা খোলসা হয়।' বর্তমানে ভুবনেশ্বর এবং নুপুরের এক কন্যা সন্তান রয়েছে।