/indian-express-bangla/media/media_files/2025/08/19/bhuvneshwar-kumar-2025-08-19-13-36-40.jpg)
বল হাতে বিধ্বংসী পারফরম্য়ান্স করলেন ভুবনেশ্বর কুমার
Bhuvneshwar Kumar: ২০২৫ উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় ম্য়াচে নয়ডা কিংস এবং লখনউ ফ্য়ালকনস মুখোমুখি খেলতে নেমেছিল। ভুবনেশ্বর কুমারের অধিনায়কত্বে লখনউ ফ্যালকনস অবশ্য এই ম্য়াচে পরাস্ত হয়। দুটো দলের মধ্যেই দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই। ১ বল বাকি থাকতেই নয়ডা ২ উইকেটে এই ম্য়াচে জয়লাভ করে। এই ম্য়াচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিল লখনউ। নির্ধারিত ২০ ওভারে তারা ১৬৫ রান করে। দলের হয়ে ব্যাটার প্রিয়ম গর্গ ৪২ বলে ৭৩ রান করেন। নয়ডার বোলারদের মধ্যে নমন তিওয়ারি দুরন্ত ৪ উইকেট শিকার করেন।
এরপর রান তাড়া করতে নামে নয়ডা কিংস। শুরুটা তারা বেশ ভালই করেছিল। প্রথম উইকেটে ৫৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এরপর দলের ব্যাটিং বিপর্যয় দেখা যায়। প্রশান্ত বীর এবং করণ শর্মা আরও একবার ব্যাট হাতে হাল ধরেন। টার্গেটের একেবারে কাছাকাছি তাঁরা নিয়ে যান। শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল। প্রশান্ত বীর অপরাজিত থেকে দলকে জিতিয়ে দেন।
Bhuvneshwar Kumar: দাম ১০.৭৫ কোটি, আরসিবি-কে ভরসা দিতে পারবেন 'বুড়ো ঘোড়া' ভুবনেশ্বর?
তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ম্য়াচে ভুবনেশ্বর কুমারের দল ২ উইকেটে হেরে গেলেও, বল হাতে কিন্তু তিনি যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন। এই ম্য়াচে ভুবি ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ইকোনমি রেট ৯.২৫ হলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমনটা হতেই পারে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২২ সালে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার ভুবনেশ্বর কুমারকে দেখতে পাওয়া গিয়েছিল। ওই বছর এশিয়া কাপে তিনি সর্বাধিক উইকেট শিকারিও হয়েছিলেন। একটা সময় ডেথ ওভারের বোলার হিসেবে ভুবনেশ্বর যথেষ্ট নামডাক করেছিলেন। ভারতীয় ক্রিকেট দলের দরজা তাঁর সামনে আর কোনওদিন খুলবে কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।
Bhuvneshwar Kumar in UP T20 League 🔥#bhuvneshwarkumar#UPT20Leaguepic.twitter.com/ljhduq6FeJ
— cricket duniya (@cricketduniya18) August 19, 2025
একনজরে ভুবির আন্তর্জাতিক পরিসংখ্যান
আন্তর্জাতিক ক্রিকেটে ভুবনেশ্বর কুমারের পরিসংখ্যানের উপর একবার চোখ বুলিয়ে নিন। ২১ টেস্ট ম্য়াচে শিকার করেছেন ৬৩ উইকেট। এক ইনিংসে চার বার তিনি ৫ উইকেট শিকার করেছেন। ১২১ ওয়ানডে ম্য়াচে ১৪১ উইকেট। এর পাশাপাশি ৮৭ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে তিনি ৯০ ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়েছেন। জাতীয় দলে সুযোগ না মিললেও বর্তমানে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে খেলছেন।