Bipin Singh Joins East Bengal FC: রবিবার জোড়া সুখবর ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে। প্রথমে লালরিনডিকা, তার পর বিপিন সিং (Bipin Singh) যোগ দিলেন শতাব্দী প্রাচীন ক্লাবে। একই দিনে দুই তারকা ফুটবলারকে সই করাল লাল-হলুদ ব্রিগেড। জোড়া সুখবরে আনন্দে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা। লালরিনডিকা ইস্টবেঙ্গলে (East Bengal FC) যোগ দিলেন ৩ বছরের চু্ক্তিতে। এবং মুম্বাই সিটি এফসি থেকে বিপিন সিং ইস্টবেঙ্গলে যোগ দিলেন ২ বছরের চুক্তিতে।
কয়েক মাস ধরেই বিপিন সিংকে নিয়ে চর্চা চলছিল। ৩০ বছর বয়সী উইঙ্গার লাল-হলুদ জার্সি পরতে চলেছেন এই আলোচনা চলছিল ময়দানে। রবিবার সব জল্পনার অবসান। মুম্বাই সিটিতে সাত মরশুম খেলার পর আনুষ্ঠানিক ভাবে বিপিন যোগ দিলেন ইস্টবেঙ্গলে। মুম্বাইয়ের হয়ে ১৫৮টি ম্যাচ খেলে বিপিন করেছেন ২৮টি গোল। তবে গত মরশুমে আইএসএলে সেভাবে ফর্মে ছিলেন না বিপিন। ২১টি ম্যাচ খেলে করেছেন মাত্র ১টি গোল। কোনও গোলও করাতে পারেননি। তবে বিপিনের অভিজ্ঞতার জন্যই তাঁকে দলে নিয়েছেন হেড কোচ অস্কার ব্রুজো। বিপিনকে নিয়ে যথেষ্ট আশাবাদী হেড অফ ফুটবল থাংবোই সিংটো।
আরও পড়ুন ঘরের ছেলে ফিরল ঘরে, আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা
সিংটো জানিয়েছেন, 'বিপিন যথেষ্ট অভিজ্ঞ উইঙ্গার। তাঁর স্কিলফুল ফুটবল এবং গোল করার দক্ষতা দলের জন্য অমূল্য সম্পদ হতে পারে। দলে জয়ের মানসিকতা নিয়ে আসতে পারবেন।' লাল-হলুদের কোচ অস্কার ব্রুজো জানিয়েছেন, 'বিপিন যথেষ্ট অভিজ্ঞ ফুটবলার। আন্তর্জাতিক মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে। আমাদের ফরোয়ার্ড লাইনে আরও শক্তি বাড়ল। গত মরশুমে গোল করতে আমাদের যে সমস্যা হয়েছিল, আশা করছি বিপিনের আসায় সেগুলো ঠিক হবে।'
আরও পড়ুন ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে', মাঠে বাঘের বাচ্চা! গোষ্ঠ পালের শত অনুরোধেও যোগ দেননি মোহনবাগানে
বিপিন ইস্টবেঙ্গলে যোগ দিয়ে খুবই উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, 'এই ঐতিহাসিক ক্লাবে যোগ দিয়েআমি গর্বিত। ইস্টবেঙ্গলের সাফল্যের জন্য গোল এবং অ্যাসিস্ট করার জন্য সবটা দিয়ে দিতে প্রস্তুত। দলের জন্য ডার্বি জিততে এবং ট্রফি জিততে চাই। আর ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য সুন্দর স্মৃতি তৈরি করে যেতে চাই।' প্রসঙ্গত, ভারতের জার্সিতেও ৭টি ম্যাচ খেলেছেন বিপিন।