East Bengal FC: ১০ নম্বর লাল-হলুদ জার্সিটা কার হাতে তুলে দেবে ইস্টবেঙ্গল এফসি, তা নিয়ে শনিবার রাত থেকেই বিস্তর জল্পনা শুরু হয়েছিল। রবিবার বেলা গড়াতে না গড়াতেই গোটা ছবিটা একেবারে স্পষ্ট হয়ে গেল। ভারতীয় ফরোয়ার্ড এডমান্ড লালরিন্ডিকার (Edmund Lalrindika) হাতে এই জার্সি তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Transfer Update) সঙ্গে তাঁর ৩ বছরের চুক্তি হয়েছে। কিন্তু, কত টাকায় চুক্তি সম্পন্ন হয়েছে, সেই ব্যাপারে কিছু জানা যায়নি।
এই নিয়ে দ্বিতীয়বার লাল-হলুদ ব্রিগেডে যোগ দিলেন এডমান্ড। ২৬ বছর বয়সি এই ফুটবলার ২০১৯-২০ সালে বেঙ্গালুরু এফসি থেকে লোনে এই ক্লাবে খেলতে এসেছিলেন।
২০২০ সালের ১৯ জানুয়ারি কলকাতা ডার্বি ম্য়াচেই লাল-হলুদ জার্সিতে ডেবিউ হয়েছিল এডমান্ডের। মোহনবাগানের বিরুদ্ধে ওই হাইভোল্টেজ ম্য়াচে একটি গোলের ক্ষেত্রে তিনি অ্যাসিস্টও করেছিলেন। কিন্তু, চোটের কারণে খুব বেশিদিন তিনি ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলতে পারেননি।
এডমান্ড বললেন, 'ইস্টবেঙ্গল ক্লাবে প্রত্যাবর্তনের স্বপ্ন আমি বহুদিন ধরেই দেখছিলাম। আগে যখন যোগ দিয়েছিলাম, তখন চোটের কারণে খুব বেশি ম্য়াচ খেলতে পারিনি। আর বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত কলকাতা ডার্বি ম্য়াচেই আমি চোট পেয়েছিলাম। এরথেকে দূর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হওয়ার ছিল না।'
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/13/edmund-lalrindika-insert-3-2025-07-13-15-18-41.jpg)
'তবে আমি আবারও ফিরে এসেছি। আমার বিশ্বাস, গতবার যে কাজটা অধরা রয়ে গিয়েছিল, এবার সেটাই সম্পূর্ণ করতে পারব।'
East Bengal FC: লেটার মার্কস 'দুর কী বাত', কোনওমতে টেনেটুনে ড্র! ইস্টবেঙ্গলে বিনোর ভূমিকা নিয়ে প্রশ্ন
অধিনায়ক ক্লেইটন সিলভার থেকে এই ভারতীয় ফরোয়ার্ড ১০ নম্বর জার্সিটা কার্যত ছিনিয়ে নিলেন। গত বছর সুপার কাপে ক্লেইটনই ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু, লাল-হলুদের হেড কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে ঝামেলা হওয়ার পর গত মরশুমের শেষেই তাঁর সঙ্গে চুক্তি বাতিল করা হয়।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/13/edmund-lalrindika-insert-2-2025-07-13-15-19-08.jpg)
অস্কার ব্রুজোঁ বললেন, 'গত মরশুমে ইন্টার কাশির হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে এডমান্ড। জাতীয় দলেও সুযোগ পেয়েছে। অনেকদিন ধরেই ওর পারফরম্য়ান্সে আমরা নজর রাখছিলাম।'
East Bengal FC: ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে', মাঠে বাঘের বাচ্চা! গোষ্ঠ পালের শত অনুরোধেও যোগ দেননি মোহনবাগানে
সঙ্গে অস্কার আরও যোগ করলেন, 'আমরা এমন একজন ফুটবলারকে সই করাতে পেরেছি, যে ক্রমাগত নিজের পারফরম্য়ান্স উন্নত করেই চলেছে। সেকারণে আমি যারপরনাই খুশি। আশা করা যায়, ইস্টবেঙ্গলের আক্রমণভাগে ও সত্যিই একটা পার্থক্য গড়ে তুলতে পারবে।'
মিজোরাম থেকে উঠে এসেছেন এডমান্ড লালরিন্ডিকা। একথা অনস্বীকার্য যে তাঁর আক্রমণে যথেষ্ট বৈচিত্র্য রয়েছে। সেন্টার ফরোয়ার্ড, উইঙ্গার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/13/edmund-lalrindika-insert-1-2025-07-13-15-19-29.jpg)
প্রসঙ্গত, ২০২৪-২৫ মরশুমে এডমান্ড ইন্টার কাশি দলের হয়ে ২৪ ম্য়াচে মোট ১,৮৪৬ মিনিট সময় মাঠে কাটিয়েছেন। চারটে গোল করার পাশাপাশি তিনি হাফ ডজন গোলে অ্যাসিস্টও করেছেন। গত ২ আই-লিগ মরশুমে ২৬ বছর বয়সি এই ফুটবলার যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন। আটটি গোল করার পাশাপাশি এক ডজনের বেশি গোলে অ্যাসিস্ট করেছেন।
East Bengal FC: রামসঙ্গার এক কথাতেই ঝড় ইস্টবেঙ্গলে! কী বার্তা দিলেন লাল-হলুদের নয়া 'মিডফিল্ড জেনারেল'?
এআইএফএফ এলিট অ্যাকাডেমি থেকে ফুটবল যাত্রা শুরু করেন এডমান্ড। ২০১৯ সালে তিনি বেঙ্গালুরু এফসি'তে যোগ দিয়েছিলেন। ২০২৪ সাল পর্যন্ত খাতায়-কলমে এই ক্লাবের সঙ্গে সময় কাটিয়েছেন। ২০২৩ সালে ইন্টার কাশিতে লোন মারফৎ এসেছিলেন তিনি।
East Bengal New Footballer: আবার 'ভারতসেরা' হবে ইস্টবেঙ্গল! মাঝমাঠের রাজা যোগ দিলেন লাল-হলুদে
ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলেও এখন বেশ পরিচিত মুখ এডমান্ড লালরিন্ডিকা। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ এবং সিনিয়র দলের হয়েও খেলেছেন তিনি। গত বছর ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্য়াচে ভারতীয় ফুটবল দলের হয়ে ডেবিউ করেন তিনি।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/13/edmund-lalrindika-insert-2025-07-13-15-19-55.jpg)
ইস্টবেঙ্গল ক্লাবের হেড অফ ফুটবল থাংবোই সিংটো বললেন, 'এডমান্ডের প্রত্যাবর্তন আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। ওর ট্র্যাক রেকর্ড, ফুটবল বৈচিত্র্যই যাবতীয় প্রতিভার পরিচয় দেয়। আশা করি, ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয় জয় করতে পারবে। আমার আশা, ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব যে লক্ষ্য তাড়া করছে, সেখানে ও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারবে। বড় বড় খেতাব জেতাতে সাহায্য করবে।'