/indian-express-bangla/media/media_files/2025/06/30/sanath-jayasuriya-divorce-2025-06-30-14-30-25.jpg)
Sanath Jayasuriya Divorce: তাঁর ক্রিকেটজীবন যতটা গৌরবময়, ব্যক্তিগত জীবন ততটাই বিতর্কিত
Sanath Jayasuriya Controversial Marriages: বিশ্বের সেরা বিধ্বংসী ওপেনারদের তালিকায় তাঁর নাম আজও তালিকায় অনেকের উপরে রয়েছে। কথা হচ্ছে, সনথ জয়সূর্যের (Sanath Jayasuriya)। বিশ্বের ভয়ঙ্কর ব্যাটারদের মধ্যে তাঁর নাম নাম সগৌরবে উচ্চারিত হয়। বাঁহাতি এই কিংবদন্তি ব্যাটসম্যান আজ (৩০ জুন) ৫৬ বছরে পা দিলেন। জয়সূর্য সীমিত ওভারের ক্রিকেটের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন। ১৯৯৬ বিশ্বকাপে রমেশ কালুভিথারানার সঙ্গে ওপেন করতে নেমে তিনি ব্যাট হাতে যে তাণ্ডব দেখিয়েছিলেন, তা আজও ভক্তদের মনে গেঁথে আছে। তাঁর ক্রিকেট জীবন ছিল অত্যন্ত উজ্জ্বল। বিধ্বংসী ব্যাটিং আর দুর্ধর্ষ স্পিন বোলিং, দুই দিয়েই বহু ম্যাচে শ্রীলঙ্কাকে স্মরণীয় জয় এনে দিয়েছেন জয়সূর্য। তবে তাঁর ক্রিকেটজীবন যতটা গৌরবময়, ব্যক্তিগত জীবন ততটাই বিতর্কিত। তিনবার বিয়ে করেছিলেন তিনি, কিন্তু তিনটে বিয়েই ভেঙে যায়।
প্রথম বিয়ে এক বছরেরও টিকল না
বিশ্বের বোলারদের আতঙ্ক সৃষ্টিকারী জয়সূর্য ১৯৯৮ সালে এয়ার শ্রীলঙ্কার গ্রাউন্ড হোস্টেস সুমুদু করুণানায়েকের সঙ্গে বিয়ে করেন। এই বিয়ে এক বছরও স্থায়ী হয়নি। মাত্র ছয় মাসের মধ্যেই জয়সূর্য তাঁকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, জয়সূর্য দাবি করেছিলেন এই বিয়ে তাঁর ক্রিকেট কেরিয়ারের মারাত্মক ক্ষতি করেছে। তিনি অভিযোগ করেছিলেন, তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন এবং এই সম্পর্ক তাঁর খেলায় প্রভাব ফেলছিল।
দ্বিতীয় স্ত্রী স্যান্ড্রা, তিন সন্তানের জননী
প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর ২০০০ সালে জয়সূর্য বিয়ে করেন স্যান্ড্রা ডি সিলভাকে, যিনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের প্রাক্তন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন। এই দম্পতির তিনটি সন্তান হয়, সাবিন্দি জয়সূর্য, ইয়ালিন্দি জয়সূর্য এবং রাউনিক জয়সূর্য। কিন্তু কয়েক বছর পর স্যান্ড্রার সঙ্গেও জয়সূর্যের সম্পর্ক ভেঙে যায়। ২০১২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। শোনা যায়, জয়সূর্য বিবাহবহির্ভূত সম্পর্কই এই বিচ্ছেদের কারণ।
আরও পড়ুন ৪৯ নট আউট, ছক্কা হাঁকিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার! ভাইরাল Video
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/30/sanath-jayasuriya-1st-wife-2025-06-30-14-32-19.jpg)
তৃতীয় স্ত্রী এবং বিতর্কিত ভিডিওকাণ্ড
দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর অভিনেত্রী মল্লিকা সিরিসেনার সঙ্গে জয়সূর্যের প্রেমের গুঞ্জন ছড়ায়। ২০১২ সালের ফেব্রুয়ারিতে মাউন্ট লাভিনিয়ার এক বৌদ্ধ মন্দিরে গোপনে বিয়ে করেছিলেন তাঁরা। মল্লিকা ছিলেন শ্রীলঙ্কার মডেল ও অভিনেত্রী। কিন্তু কিছুদিনের মধ্যেই মল্লিকা জয়সূর্যকে ছেড়ে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করে নেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ক্ষুব্ধ জয়সূর্য ২০১৭ সালে প্রতিশোধ নিতে মল্লিকার একটি গোপন ভিডিও ফাঁস করে দেন। সেই ভিডিওতে জয়সূর্য ও তাঁর প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। হোয়াটসঅ্যাপ-সহ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন গোপনে বান্ধবীকে নিয়ে যেতেন হোটেল রুমে! টিম ইন্ডিয়ার সুপারস্টারের পর্দাফাঁস
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/30/maleeka-sirisena-2025-06-30-14-38-02.jpg)
সোনালি ক্রিকেট কেরিয়ার
সনথ জয়সূর্য ১১০টি টেস্ট এবং ৪৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে তাঁর রানসংখ্যা ৬৯৭৩, যেখানে রয়েছে ১৪টি সেঞ্চুরি। আর ওয়ানডেতে ২৮টি সেঞ্চুরির সাহায্যে ১৩,৪৩০ রান করেছেন তিনি। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের নামের পাশে আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে ৪৪০টি উইকেটও। ২০১১ সালে অবসর নেওয়া জয়সূর্য শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন।