Jasprit Bumrah Love Story: ব্যালকনিতে টেনে নিয়ে যান বুমরাহ, তারপর...! সেই রাতে কী হয়েছিল জানালেন সঞ্জনা

Jasprit Bumrah and Sanjana Ganesan love story: বুমরাহ শেয়ার করেন, কীভাবে তিনি আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাবল-টু-বাবল ট্রান্সফারের ব্যবস্থা করেছিলেন। নিজের রুমটি নিজে সাজিয়েছিলেন, ব্যালকনিতে জ্বালিয়েছিলেন মোমবাতি।

Jasprit Bumrah and Sanjana Ganesan love story: বুমরাহ শেয়ার করেন, কীভাবে তিনি আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাবল-টু-বাবল ট্রান্সফারের ব্যবস্থা করেছিলেন। নিজের রুমটি নিজে সাজিয়েছিলেন, ব্যালকনিতে জ্বালিয়েছিলেন মোমবাতি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jasprit Bumrah-Sanjana Ganesan Love Story: সঞ্জনা জানিয়েছেন কীভাবে বুমরাহ তাঁকে প্রপোজ করেছিলেন

Jasprit Bumrah-Sanjana Ganesan Love Story: সঞ্জনা জানিয়েছেন কীভাবে বুমরাহ তাঁকে প্রপোজ করেছিলেন

How bumrah proposed Sanjan during covid time?: টিম ইন্ডিয়ার তারকা জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) যেমন অসাধারণ বোলার, তেমনই তাঁর প্রেমকাহিনিও বেশ সিনেমাটিক। ভারতের তারকা ক্রিকেটার বুমরাহ আর তাঁর স্ত্রী, স্পোর্টস প্রেজেন্টার সঞ্জনা গণেশন (Sanjana Ganesan), দু’জনে ২০২০ সালের আইপিএলের সময় UAE-তে এনগেজমেন্ট করেছিলেন। এরপর ২০২১ সালে বিয়ে করেন এই জুটি। তাঁদের এক পুত্রসন্তান আছে, নাম অঙ্গদ, জন্ম ২০২৩ সালে। সঞ্জনা জানিয়েছেন কীভাবে বুমরাহ তাঁকে প্রপোজ করেছিলেন (Jasprit Bumrah Sanjana Ganesan Love Story)।

Advertisment

এক সাক্ষাৎকারে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ও তাঁর স্ত্রী গীতা বসরার সঙ্গে কথা বলতে গিয়ে বুমরাহ শেয়ার করেন, কীভাবে তিনি আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাবল-টু-বাবল ট্রান্সফারের ব্যবস্থা করেছিলেন। নিজের রুমটি নিজে সাজিয়েছিলেন, ব্যালকনিতে জ্বালিয়েছিলেন মোমবাতি। পুরো সিনেমার মতোই তিনি সঞ্জনাকে প্রপোজ করেছিলেন।

বুমরাহ বলেন, ‘‘কোভিডের সময় ছিল। প্রত্যেক দলের জন্য আলাদা বায়ো-বাবল ছিল। সঞ্জনা তখন KKR-এর সঙ্গে ছিলেন আর আমি মুম্বই ইন্ডিয়ান্সে। দু’টো দলই তখন আবুধাবিতে ছিল। আমি আগেই একটি আংটি কিনে রেখেছিলাম, ভেবেছিলাম টুর্নামেন্ট শেষ হলে হয়তো সুযোগ হবে। মাঠের বাইরে দেখা করা অসম্ভব ছিল বায়ো-বাবলের কারণে।’’

আরও পড়ুন ৩টে বিয়ে করেন এই ক্রিকেটার, ধোঁকা দেন তৃতীয় স্ত্রী, বদলা নিতে ভাইরাল করেন আপত্তিকর ভিডিও

Advertisment

এরপর তিনি বলেন, ‘‘ও বাইরে ছিল। তারপর আমাকে অনেককে বলতে হয়েছিল, দেখো, আমি আংটি এনেছি, দয়া করে বাবল-টু-বাবল ট্রান্সফারের ব্যবস্থা করো। শেষে ট্রান্সফার হয়েছিল। যখন সঞ্জনা এল, তখন আমি সব কিছু একা করেছি। কেক থেকে ঘর সাজানো, আংটি সব রেডি রেখেছিলাম।’’

সঞ্জনা গণেশন সেই দিনের কথা মনে করে বলেন, ‘‘আমি ঘরে ঢুকলাম আর ও বলছে, ‘ব্যালকনিতে চল।’ আমি ভাবলাম, এখনই এলাম, অন্তত একটু জল তো দাও! কিন্তু ও বলছে, না না, আগে ব্যালকনিতে চল।’’

আরও পড়ুন গোপনে বান্ধবীকে নিয়ে যেতেন হোটেল রুমে! টিম ইন্ডিয়ার সুপারস্টারের পর্দাফাঁস

কিন্তু বুমরাহ এত তাড়াহুড়োয় কেন ছিলেন? তার পিছনেও এক গল্প আছে। বুমরাহ বলেন, ‘আমি ব্যালকনিতে মোমবাতি জ্বালিয়েছিলাম আর সমুদ্রের ধারে হওয়ায় বাতাসে সেগুলো বারবার নিভে যাচ্ছিল। তাই খুব কষ্ট করে সব কিছু ঠিক রাখতে হয়েছিল।’’

Jasprit Bumrah Sanjana Ganesan