Advertisment

নিয়ম ভেঙে 'প্রতারণা'! ম্যাচের সেরা হয়েই ICC-র বিরাট শাস্তির মুখে জাদেজা

ম্যাচের সেরা হয়েও শাস্তির মুখে জাদেজা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

পাঁচ মাস পর জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন করেই নজরকাড়া পারফরম্যান্স। ব্যাটে-বলে একাই কার্যত অজিদের লজ্জার হার উপহার দিয়েছেন। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট। ব্যাট হাতে ম্যাচের মোড় ঘোরানো ৭০ রান। তারপরেও শাস্তির কোপ এড়াতে পারলেন না নাগপুর টেস্টের ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা। শনিবার ভারতের জয়ের পরেই আইসিসির তরফে জানিয়ে দেওয়া হল, শৃঙ্খলাভঙ্গ নিয়মবিধির ১ নম্বর ধারা লঙ্ঘন করেছেন তারকা অলরাউন্ডার। প্রথম ইনিংসে আম্পায়ারের অনুমতি না নিয়েই আঙুলে ক্রিম লাগিয়ে বোলিং করছিলেন জাদেজা। সেই জন্যই তাঁকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা দিতে হবে।

Advertisment

নাগপুর টেস্টের প্ৰথম দিনেই দেখা গিয়েছিল জাদেজা কিছু একটা জিনিস মহম্মদ সিরাজের কাছ থেকে নিয়ে বাঁ হাতের আঙুলে ঘষছেন। পরে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় ধরা পরে জাদেজা রোহিতের সঙ্গে আলোচনা করার সময়েই তর্জনিতে লাগাচ্ছেন। রোহিতকেও দেখা যায় সিরাজের কাছ থেকে ক্রিম লাগাচ্ছেন।

আরও পড়ুন: মেয়ের জন্য জামাই কি পেয়েই গেলেন শচীন! শুভমানের সঙ্গে ব্রেক আপের পর চুপিচুপি কার সঙ্গে সারা

পরে বিতর্ক চালু হতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে বলা হয়, তর্জনির ফোলাভাব কমাতে আঙুলে ক্রিম লাগানো হয়েছে। তবে আইসিসির বক্তব্য, আম্পায়ারকে না জানিয়েই এই ক্রিম লাগানোর বিষয়টি ঘটেছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, "আইসিসির এলিট প্যানেলভুক্ত ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের প্রস্তাব মেনে জাদেজা নিজের দোষ স্বীকার করেছেন এবং শাস্তিও মেনে নিয়েছেন। তাই প্রথামাফিক কোনও শুনানি হবে না।"

আইসিসির তরফে আরও বলা হয়েছে, "স্রেফ শারীরিক কারণেই ক্রিম ব্যবহার করা হয়েছিল। বলের অবস্থার পরিবর্তন ঘটানোর কোনও উদ্দেশ্যই ছিল না। এই বিষয়ে বুঝতে পেরেছেন ম্যাচ রেফারি। কোনও কৃত্রিম বিষয় হিসেবে বলের ওপর এই ক্রিম প্রযুক্ত হয়নি। বলের কন্ডিশনও পরিবর্তিত হয়নি। যে ঘটনা ঘটলে আইসিসির প্লেয়িং কন্ডিশনের নিয়মবিধি লঙ্ঘন করা হত।

Read the full article in ENGLISH

Ravindra Jadeja Cricket Australia Indian Cricket Team ICC
Advertisment