Match Fixing in Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেটে ভয়ঙ্কর কাণ্ড, ম্যাচ গড়াপেটায় কলঙ্কিত টাইগাররা

BPL 2025 match fixing: বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। এই ঘটনা আরও একবার ক্রিকেটকে কলঙ্কিত করেছে। ইতিমধ্যে মাথায় হাত তদন্তকারীদের।

BPL 2025 match fixing: বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। এই ঘটনা আরও একবার ক্রিকেটকে কলঙ্কিত করেছে। ইতিমধ্যে মাথায় হাত তদন্তকারীদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh Cricket Team

বাংলাদেশ ক্রিকেট দলে ম্য়াচ গড়াপেটার ছায়া

Bangladesh Cricket Team: বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। এই ঘটনা আরও একবার ক্রিকেটকে কলঙ্কিত করেছে। এই লিগে ম্যাচ গড়াপেটার ঘটনায় শুধুমাত্র ক্রিকেটারই নয়, গোটা দলকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে। এই ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয়েছিল। আর সেখানেই যাবতীয় পর্দাফাঁস হয়ে গিয়েছে। এই ম্য়াচ গড়াপেটার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন প্রখ্যাত ক্রিকেটারের নামও জড়িয়ে পড়েছে। অনেকে তো আবার আন্তর্জাতিক স্তরেও ক্রিকেট খেলেছেন।

Advertisment

Bangladesh Cricket: বাংলাদেশকে 'নাগিন ডান্স' করাল শ্রীলঙ্কা, প্রথম টি-২০'তে শিকার করল টাইগারদের

তদন্তে উঠে এল নতুন তথ্য

বাংলাদেশের দৈনিক সংবাদপত্র প্রথম আলোর একটি প্রতিবেদন অনুসারে, Bangladesh Premier League (BPL)  তদন্ত কমিটি গত মরশুমে ম্য়াচ গড়াপেটার ৩৬ সন্দেহজনক ঘটনা সামনে এসেছিল। এরমধ্যে আজব ব্যাটিং এবং বোলিং প্যাটার্ন নিয়ে উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। তদন্তে ১০-১২ ক্রিকেটারের নাম প্রকাশ্যে এসেছে। এরমধ্যে ২ ক্রিকেটার আবার বাংলাদেশ জাতীয় দলের হয়েও খেলেছেন। একজন পেস বোলার এবং অপরজন অফ স্পিনার।

Advertisment

Bangladesh Cricket Controversy: ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে, 'কঠিন সিদ্ধান্ত' নিয়েই ফেলল বিসিবি!

এর পাশাপাশি কয়েকজন স্থানীয় ক্রিকেটার তো আবার ইচ্ছাকৃতভাবে ওয়াইড এবং নো-বলের পাশাপাশি এমন আজব অ্যাকশনে বল করেছেন, যা ম্য়াচের ফলাফল একেবারে বদলে দিয়েছে। ম্যাচ গড়াপেটা সংক্রান্ত তদন্তে এই ক্রিকেটারদের প্রমাণাদি আলাদা আলাদা ক্যাটেগরিতে ভাগ করে রাখা হয়েছে। ৩-৪ ক্রিকেটার তো 'হাইলি সাসপেক্টেড' ক্যাটেগরিতে রয়েছেন। অর্থাৎ, তাঁদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। বাকি ক্রিকেটারদের 'মাঝামাঝি' কিংবা 'কম সন্দেহজনক' ক্যাটেগরিতে রাখা হয়েছে।

Bangladesh Cricket Team: চরম বেইজ্জতি বাংলাদেশ ক্রিকেটের, তড়িঘড়ি নেওয়া হল বড় সিদ্ধান্ত!

শ্রীলঙ্কার সিরিজের অংশ ছিলেন এই ক্রিকেটার

সবথেকে আশ্চর্য্যের বিষয় হল, এই গড়াপেটায় অভিযুক্ত ক্রিকেটারদের মধ্যে একজন তো আবার শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের সদস্য ছিলেন। সেকারণে বাংলাদেশ ক্রিকেট দলের উপরেও আপাতত গড়াপেটার কালো ছায়া ঘুরপাক খেতে শুরু করেছে। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ক্রিকেটারদের মধ্যে অধিকাংশেরই বয়স ৩৫-এর উপরে। সেকারণে শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটই নয়, ঘরোয়া ক্রিকেট কেরিয়ারও তাঁদের প্রায় শেষ হয়ে গিয়েছে।

Bangladesh Cricket: মিইয়ে গেল বাঘের গর্জন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ল্যাজেগোবরে বাংলাদেশ

ম্যাচ গড়াপেটায় যুক্ত দলও

এই ঘোটালায় নাম জড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন সাব-কমিটি সদস্যরও। গড়াপেটার সঙ্গে যুক্ত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে। এখানেই শেষ নয়। এই লিগে বেশ কয়েকটি দলও ম্য়াচ গড়াপেটার সঙ্গে সরাসরি যুক্ত। এরমধ্যে নাম রয়েছে দরবার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালসের।

Bangladesh Cricket Team Bangladesh Premier League (BPL)