চতুর্থবারের জন্য যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ব্রাজিল। আয়োজক দেশ হিসেবে ব্রাজিল সোমবারেই আরও একবার বিশ্বকাপ তুলল নিজেদের ঘরে। ফাইনালে মেক্সিকোকে তারা হারাল ২-১ গোলের ব্যবধানে। সেমিফাইনালে ফ্রান্সের কাছে ০-২ গোলে পিছিয়ে থেকে দুরন্ত জয় ছিনিয়ে এনেছিল হলুদ জার্সির ফুটবলাররা। শেষ ১০ মিনিটে দু-গোল করেছিল তারা। ফাইনালে মেক্সিকোর বিরুদ্ধেও কামব্য়াক করে জয়ের সাক্ষী থাকল তারা।
দ্বিতীয়ার্ধে ০-১ গোলে ব্রাজিল পিছিয়ে থাকলেও খেলায় শেষ বাঁশি বাজার আগে দু-গোল করে দেন ব্রাজিল ফুটবলাররা। প্রথমার্ধে ব্রাজিল অনেক গোলের সুযোগ পেলেও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ব্রায়ান গঞ্জালেজ দুরন্ত হেডে গোল করে মেক্সিকোকে এগিয়ে দিয়েছিলেন। নির্ধারিত সময়ে খেলা শেষ হওয়ার আগেই ব্রাজিল পেনাল্টি থেকে সমতা ফিরিয়ে দেন।
????????????????
They’ve done it! @CBF_Futebol are #U17WC champions for the 4th time ????✖️4️⃣ pic.twitter.com/1PqACO2Osa
— #U17WC ????????⚽️ (@FIFAcom) November 18, 2019
আরও পড়ুন ভিডিও দেখুন: ‘একদম মুখ বন্ধ করে থাকুন’, ব্রাজিল কোচ তিতেকে হুঙ্কার মেসির
ভেরনকে বক্সের মধ্যে ফাউল করা হয়েছিল। ভার প্রযুক্তির মাধ্যেমে পেনাল্টি পায় ব্রাজিল। সেখান থেকে কাইয়ো জর্জে গোল করে দেন ব্রাজিলের জার্সিতে। ১-১ হয়ে যাওয়ার পর জয়সূচক গোল আসে দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে। তিন মিনিটের অতিরিক্ত সময়ের খেলা চলছিল। পরিবর্ত হিসেবে নামা লাজারো ক্রস বল রিসিভ করে ঠাণ্ডা মাথায় জালে বল জড়ান।
আরও পড়ুন ভিডিও: রোনাল্ডোর হ্য়াটট্রিকে পর্তুগাল ৬-০ গোলে হারাল লিথুয়ানিয়াকে
ঘটনাচক্রে, ফ্লামেঙ্গোতে খেলা এই ফরোয়ার্ড সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেও অতিরিক্ত সময়ে গোল করে দলকে জিতিয়েছিলেন। মেক্সিকো কোচ মার্কো রুইজ অবশ্য ভারের সিদ্ধান্তে খুশি নন। তিনি সাফ জানাচ্ছেন, "নিজেদের সুবিধামতো ব্রাজিল ভার প্রযুক্তির সুবিধা নিয়েছে। ভার সিদ্ধান্তের আগে পর্যন্ত আমরাই ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। তারপরে ব্রাজিল ম্যাচের দখল নিয়েছিল।"
২০০৫ সালে মেক্সিকোর কাছে ০-৩ গোলে হেরেই অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে পরাজিত হয়েছিল ব্রাজিল। ২০১২ সালের অলিম্পিক্সের ফাইনালেও ব্রাজিলের অনুর্ধ্ব-২৩ দল একই ফলাফলে হেরেছিল মেক্সিকোর কাছে। এদিনের ম্যাচকেই অনেকেই দুই টুর্নামেন্টের ফাইনালের হারের মধুর প্রতিশোধ বলছেন।
এদিকে তৃতীয় স্থানের লড়াইয়ে ফ্রান্স ৩-১ গোলে পরাজিত করল নেদারল্য়ান্ডকে। হ্যাটট্রিক করলেন আরনাউদ কলিমুয়েন্দো। টুর্নামেন্টে ৬টা গোল করে সোনার বুট জিতলেন নেদারল্যান্ডের সন্টজে হানসেন।
Read the full article in ENGLISH