/indian-express-bangla/media/media_files/2025/05/15/sfItVMBT3oxAx7PrnbSB.jpg)
ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ব্রাইট এনোবাখারে
East Bengal: বাংলার ফুটবল মানেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এই দুটো ক্লাবে এত বিদেশি ফুটবলার খেলতে এসেছেন, তা হয়ত হাতে গুণে শেষ করা যাবে না। অনেকেই হয়ত সাময়িক জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু, কালের গর্ভে আবার হারিয়েও গিয়েছেন। অনেকে আবার খুব অল্প সময়ের জন্য খেললেও, সমর্থকদের হৃদয়ে 'চিরকালীন বন্দোবস্ত' করে নিয়েছেন। তেমনই একজন ফুটবলার হলেন ব্রাইট এনোবাখারে। ইস্টবেঙ্গল সমর্থকরা তাঁকে ভালবেসে 'উজ্জ্বলদা' বলে ডাকতেন। খুব বেশিদিন হয়ত খেলেননি, কিন্তু ইস্টবেঙ্গল Indian Super League (ISL) টুর্নামেন্টে নাম লেখানোর পর যে দলের অন্যতম সেরা বিদেশি ফুটবলার ছিলেন, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে।
প্রথমে ব্রাইটের জন্ম-ঠিকুজি নিয়ে একটু আলোচনা করা যাক। ১৯৯৮ সালের ৮ ফেব্রুয়ারি। নাইজেরিয়ার বেনিন সিটিতে জন্মগ্রহণ করেছিলেন ব্রাইট এনোবাখারে। ছোটবেলা থেকেই ফুটবল (Football) খেলার প্রতি তাঁর ঝোঁক ছিল। আর সেকারণেই মাত্র ১৪ বছর বয়সে তিনি ইংল্যান্ডের বার্মিংহামের উদ্দেশ্যে পাড়ি দেন। এরপর বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেন তিনি। নর্থফিল্ড টাউন জুনিয়র, বার্মিংহাম ইউথ কাউন্টি এবং উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।
ইস্টবেঙ্গলের হয়ে অভিষেকেই উজ্জ্বল ব্রাইট, নতুন বছরের প্ৰথম ম্যাচেই প্রথম জয় ফাউলারের
২০২১ সালের ১ জানুয়ারি নাইজেরিয়ার এই তরুণ ফুটবলার ISL ক্লাব ইস্টবেঙ্গল এফসি-তে যোগ দিয়েছিলেন। সেইসময় ইস্টবেঙ্গলের সময়টা সত্যিই খারাপ যাচ্ছিল। কারণ সবেমাত্র ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে তারা পা রেখেছে। কোনওকিছুই পরিকল্পনামাফিক হচ্ছে না। এমন সময় ব্রাইটের আগমন লাল-হলুদ ব্রিগেডে অনেকটাই অক্সিজেন নিয়ে এসেছিল। খুব অল্প সময়ের মধ্যেই তিনি লাল-হলুদ সমর্থকদের প্রাণভ্রমরা হয়ে উঠেছিলেন।
ফের ঝকঝকে ব্রাইট! ১০ জনে খেলেও জয় মাঠে রেখে এল ইস্টবেঙ্গল
ডেবিউ ম্য়াচেই হ্যাটট্রিক ব্রাইটের
ডেবিউ ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে তিন গোল করে ইস্টবেঙ্গলকে জিতিয়ে ছিলেন ব্রাইট। এরপর থেকে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। পরের ম্যাচে মশালবাহিনী খেলতে নেমেছিল এফসি গোয়ার বিরুদ্ধে। সেই ম্য়াচে ব্রাইট কার্যত একক প্রচেষ্টায় একটি নজরকাড়া গোল করেছিলেন। আইএসএল টুর্নামেন্ট ইতিহাসে ব্রাইটের সেই গোল আজও ধ্রুবতারার মতো 'উজ্জ্বল' হয়ে রয়েছে।
ডার্বির গুরুত্বই জানেন না ব্রাইটরা! প্রিয় দলের হারে বিস্ফোরণ ডগলাসের
এফসি গোয়ার বিরুদ্ধে সেই 'ঐতিহাসিক' গোলের ভিডিও:
Is Bright Enobakhare's goal for East Bengal against Goa the 𝗕𝗘𝗦𝗧 you've seen in the ISL? 🤔#ISL#SCEBFCGpic.twitter.com/N4rnN3mbFz
— GOAL India (@Goal_India) January 6, 2021
এরপর? পরের গল্পে ধোঁয়াশা অনেকটাই বেশি। শোনা যায়, ইস্টবেঙ্গলে সেইসময় যথেষ্ট দোলাচল চলছিল। সেকারণে টিম ম্য়ানেজমেন্টই নাকি তাঁকে আর ধরে রাখতে চায়নি। যদিও এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এরপর কোভেন্ট্রি সিটিতে ২ বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন ব্রাইট। কিন্তু, মাস চারেক কাটতে না কাটতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরের বছর ফেব্রুয়ারিতে তিনি হাপোয়েল জেরুজালেম বলে একটি ক্লাবে যোগ দিয়েছিলে। ৫ মাসের মধ্যে সেই ক্লাবও তাঁর কাছে অতীত হয়ে যায়। এরপর ২০২২-এর অক্টোবর মাসে তিনি প্রিমিয়ার লিগার ক্লাব রুখ এলভিভে যোগ দিয়েছিলেন।
চূড়ান্ত বিরক্ত ইস্টবেঙ্গলের ব্রাইট! ফাউলারের সঙ্গেই ভবিষ্যৎ প্রায় চূড়ান্ত তারকার
২০২৩ সালে তিনি কাতার দ্বিতীয় ডিভিশনের ক্লাব আল-বিদ্দা এসসি-তে যোগ দেন। এই ক্লাবের হয়ে বছর দুয়েক চুটিয়ে ফুটবল খেলেন তিনি। অবশেষে চলতি বছর জানুয়ারি মাসে তাঁর চুক্তি শেষ হয়ে যায়। ট্রান্সফার মার্কেটের খবর অনুসারে ব্রাইট এখনও পর্যন্ত কোনও দল পাননি। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল কর্মকর্তারা আরও একবার যে তাঁর সঙ্গে যোগাযোগ করতেই পারেন, সেটা বলার অপেক্ষা রাখে না। আর ব্রাইট ইস্টবেঙ্গল দলে যোগ দিলে, লাল-হলুদ সমর্থকদের মুখেও নিশ্চিতভাবে হাসি ফুটবে।