East Bengal FC News: প্রবল বৃষ্টিতে ভেস্তেই গেল ইস্টবেঙ্গলের (East Bengal) ম্যাচ। মঙ্গলবার কলকাতা লিগে (CFL) ইস্টবেঙ্গলের (East Bengal FC) খেলার কথা ছিল বেহালা এসএস-এর সঙ্গে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে হতে চলা এই ম্যাচ বাতিল করা হয়েছে। খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে ম্যাচ বাতিলের কথা আইএফএ-র (IFA) তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।
আইএফএ বিবৃতি দিয়ে জানিয়েছে, মঙ্গলবার খারাপ আবহাওয়ার কারণে এই ম্যাচ অনুষ্ঠিত করা সম্ভব হচ্ছে না। পরে অন্য একদিন এই ম্যাচ আয়োজন করা হবে। এই ম্যাচ পরে কবে তা কিছু জানায়নি আইএফএ। ইস্টবেঙ্গলের ম্যাচ বাতিল হওয়ায় স্বভাবতই মন খারাপ লাল-হলুদ সমর্থকদের। এই ম্যাচ জিতলে গ্রুপে মোহনবাগানকে সরিয়ে উপরে চলে যাওয়ার সম্ভাবনা ছিল ইস্টবেঙ্গলের।
আরও পড়ুন 'ইস্টবেঙ্গলকে নিয়ে ডুগডুগি বাজাতাম...', বিতর্কিত মন্তব্য সুরুচি কোচের
এর আগেও ইস্টবেঙ্গলের ম্যাচ পিছিয়েছে আইএফএ। পরিকাঠামোগত কারণ দেখিয়ে নৈহাটি স্টেডিয়ামে গত বৃহস্পতিবার মোহনবাগানের ম্যাচের জন্য ইস্টবেঙ্গল ম্যাচ পিছিয়ে দেয় আইএফএ। সেই ম্যাচ হয় একদিন পর শুক্রবার। সুরুচি সংঘের বিপক্ষে সেই ম্যাচে আটকে যায় ইস্টবেঙ্গল। লিগে জয়ের সরণিতে ফেরার জন্য বেহালা এসএস-এর সঙ্গে ম্যাচকে টার্গেট করেছিল লাল-হলুদ। কিন্তু বরুণদেবের কৃপায় সেই ম্যাচ বাতিল হয়েছে।
এই ম্যাচ লিগে ভাল জায়গায় থাকার জন্য ইস্টবেঙ্গলের জন্য খুব জরুরি ছিল। আগের ম্যাচের ভুলত্রুটি শুধরে জেতার জন্য মরিয়া ছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়, মনোতোষ মাঝিরা। চাপ রয়েছে কোচ বিনো জর্জের উপরেও। আগের ম্যাচে দ্বিতীয়ার্ধের অনেকটা সময় ১০ জনের সুরুচিকে পেয়েও জিততে পারেনি লাল-হলুদ।
আরও পড়ুন দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন ইস্টবেঙ্গলের, ১০ জনের সুরুচি সংঘের বিরুদ্ধে আটকে গেল লাল-হলুদ
এদিকে, ম্যাচ শেষে সুরুচির কোচ রঞ্জন ভট্টাচার্য চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, ম্যাচ বিকেল পাঁচটার বদলে তিনটে থেকে হলে ইস্টবেঙ্গলকে মজা দেখাতেন তিনি। জয় হাতছাড়া হওয়ায় তিনি আফশোস করেছিলেন।
অন্যদিকে, এবার কলকাতা লিগ নিয়ে বার বার সমালোচনার মুখে পড়েছে আইএফএ। লিগের শুরু থেকেই খারাপ আবহাওয়া, মাঠে অব্যবস্থা ছবি চোখে পড়ছে। তার মধ্যে আইএফএ-র ব্যবস্থাপনা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। ফুটবলারদের চোট, ম্যাচ বাতিলের ঘটনা লেগেই রয়েছে। একাধিক বিতর্কের মধ্যে আইএফএ বলেছে, শীঘ্র ইস্টবেঙ্গলের ম্যাচ আয়োজন করা হবে।