East Bengal FC: 'ইস্টবেঙ্গলকে নিয়ে ডুগডুগি বাজাতাম...', বিতর্কিত মন্তব্য সুরুচি কোচের

East Bengal FC: কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ম্য়াচেই কার্যত মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল এফসি। নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ইস্টবেঙ্গল ১-১ গোলে সুরুচি সংঘের বিরুদ্ধে ড্র করে।

East Bengal FC: কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ম্য়াচেই কার্যত মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল এফসি। নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ইস্টবেঙ্গল ১-১ গোলে সুরুচি সংঘের বিরুদ্ধে ড্র করে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC (2)

ইস্টবেঙ্গল এফসি'কে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সুরুচি কোচ

East Bengal FC: চলতি কলকাতা ফুটবল লিগ (CFL 2025-26) ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। শুক্রবার (৪ জুলাই) সুরুচি সংঘের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। এই ম্য়াচে সুরুচি ১০ জনে খেললেও, লাল-হলুদ ব্রিগেড শেষপর্যন্ত জয়লাভ করতে পারেনি। এমন ফলাফল দেখার পর ইস্টবেঙ্গল সমর্থকরাই কার্যত হতাশ হয়ে পড়েছেন। ইতিমধ্যে সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য একটি বিতর্কিত মন্তব্য করেছেন। ম্য়াচের পর তিনি জানিয়েছেন, বেলা তিনটে থেকে খেলা হলে ইস্টবেঙ্গলের নাকি ডুগডুগি বাজিয়ে দিতেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisment

এই বিতর্কিত বিষয়টি নিয়ে আলোচনা করার আগে এই ম্য়াচে ইস্টবেঙ্গল কেমন পারফরম্য়ান্স করল, তা নিয়ে আলোচনা করা যাক। যে ক্লাবটা কলকাতা ফুটবল লিগ অভিযানের প্রথম ম্য়াচে মেসারার্সকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল, সুরুচি সংঘের সামনে তাদেরই কার্যত দিশেহারা লাগল। প্রথমার্ধের একেবারে শেষবেলায় ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন গুইতে।

East Bengal Football Coach: বদলে যাচ্ছে ইস্টবেঙ্গল দলের ফুটবল কোচ? দায়িত্ব নিচ্ছেন স্প্যানিশ তারকা

বিরতির পর মাত্র ২ মিনিটের মধ্যেই সেই গোল পরিশোধ করে সুরুচি। যোগ্য জবাব দিলেন বনসল। সবচেয়ে বড় বিষয়, দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে সুরুচির বাবলু ওঁরাও লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। কিন্তু, তা সত্ত্বেও ব্যবধান বাড়াতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। এরথেকে বড় লজ্জা আর কীই বা হতে পারে!

Advertisment

East Bengal News: 'চিরশত্রু' মোহনবাগানের জন্য সমস্যায় ইস্টবেঙ্গল! ক্ষোভে ফেটে পড়লেন লাল-হলুদ সমর্থকরা

পার্থক্য শুধুমাত্র জার্সির রংয়ে : রঞ্জন ভট্টাচার্য

যাইহোক ম্য়াচের পর সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য বললেন, 'ইস্টবেঙ্গল এফসি এবং সুরুচি সংঘের মধ্যে কোনও পার্থক্যই নেই। তফাৎ শুধুমাত্র জার্সির রংয়ে।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত কলকাতা ফুটবল লিগ মরশুমে এই সুরুচি সংঘকেই ইস্টবেঙ্গল কিন্তু ৫-০ গোলে পরাস্ত করেছিল। কিন্তু, এবার শেষ ২২ মিনিট দশজনে লড়াই করলেও ইস্টবেঙ্গলকে আটকে দিল রঞ্জন ভট্টাচার্যের দল।

East Bengal Transfer Update: ঘুম উড়ে যাবে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষের! লাল-হলুদের পথে ৩ বারের ISL জয়ী ফুটবলার

সাংবাদিক বৈঠকে এসে তিনি বললেন, 'ইস্টবেঙ্গলের প্রথম ম্য়াচটা আমি দেখেছিলাম। তারপরই আমি দলের ছেলেদের বলেছিলাম কোনও চাপ নেই। তোরা নিশ্চিন্তে খেল। আমিই একমাত্র কোচ যে ম্য়াচের আগে ফলাফল সম্পর্কে আঁচ করেছিলাম। আর শেষপর্যন্ত সেটাই হয়েছে। এই অভিজ্ঞতা আমার শিক্ষা থেকে এসেছে। কোচিং নিয়ে পড়াশোনা করতে হয়েছে।'

East Bengal FC News: দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন ইস্টবেঙ্গলের, ১০ জনের সুরুচি সংঘের বিরুদ্ধে আটকে গেল লাল-হলুদ

সঙ্গে সুরুচি কোচ আরও যোগ করেন, শুক্রবারের ম্য়াচে ইস্টবেঙ্গল এফসি নাকি কার্যত হার বাঁচিয়েছে। তিনি স্পষ্ট জানালেন, 'খেলাটা ছিল ৩ তারিখ বেলা তিনটের সময়। কিন্তু, সেটা বদলে হয়ে গেল ৪ তারিখ সন্ধ্যা সাতটার সময়। রোদের মধ্যে খেলতে হলে, তখন আসল মজাটা টের পাওয়া যেত। ডুগডুগি বাজিয়ে ওদের ঘোরাতাম। ১০ জন নিয়েও আমরা কেমন ফাইট করেছি, সেটা তো আপনারা সকলেই দেখেছেন।'

East Bengal FC CFL 2025-26