East Bengal vs Suruchi Sangha CFL 2025: বিশাল জয় দিয়ে কলকাতা লিগ (CFL) অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। সাম্প্রতিক সময়ে কোনও দলের বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছিল লাল-হলুদ শিবির। কিন্তু দ্বিতীয় ম্যাচেই থামল ইস্টবেঙ্গলের (East Bengal FC) বিজয়রথ। সুরুচি সংঘের (Suruchi Sangha) কাছে আটকে গেল ইস্টবেঙ্গলের চাকা। ম্যাচ ড্র করে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম ছাড়ল দুই দল। রাজ্যের মন্ত্রীর ক্লাবের বিরুদ্ধে জেতা হল না ইস্টবেঙ্গলের।
গত মরশুমে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে এই সুরুচি সংঘকেই ৫-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। সুরুচির বিরুদ্ধে ধারে-ভারে অনেকটাই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। তার উপর গত ম্যাচে মেসারার্স ক্লাবকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে কার্যত তুমুল আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিল বিনো জর্জের টিম। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই উদ্যম, সেই আত্মবিশ্বাস উধাও। সুরুচির কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরের হয়ে বিরতির ঠিক মুখে গোল করেন গুইতে।
আরও পড়ুন ঘুম উড়ে যাবে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষের! লাল-হলুদের পথে ৩ বারের ISL জয়ী ফুটবলার
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ২ মিনিটের মধ্যে সুরুচি সমতায় ফেরে। গোল শোধ করেন বনসল। তার পর অনেকবার ব্যবধান বাড়ানোর চেষ্টা করে ইস্টবেঙ্গল। সুযোগও আসে, কিন্তু তা কাজে লাগাতে পারেননি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। এই ম্যাচ ১-১ স্কোরেই শেষ হয়। সুরুচির কাছে দ্বিতীয় ম্যাচে আটকে যাওয়া রীতিমতো ধাক্কা লাল-হলুদের কাছে। বিশেষ করে প্রথম ম্যাচে বিধ্বংসী শুরু করার পর। সুপার সিক্সে উঠতে গেলে বাকি ম্যাচগুলো জেতার জন্য ঝাঁপাতে হবে বিনো জর্জের টিমকে।
আরও পড়ুন 'চিরশত্রু' মোহনবাগানের জন্য সমস্যায় ইস্টবেঙ্গল! ক্ষোভে ফেটে পড়লেন লাল-হলুদ সমর্থকরা
এদিকে, অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গলের বিজয়রথ থামিয়ে দিয়ে চমকে দিয়েছে সুরুচি সংঘ। গত মরশুমে তারা ইস্টবেঙ্গলের কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল। এবার সেয়ানে সেয়ানে টক্কর দিলেন সুরুচির ফুটবলাররা। সবচেয়ে বড় বিষয়, দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে সুরুচির বাবলু ওঁরাও লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। ২১ মিনিট দশ জনে খেলে সুরুচি। ওই সুযোগ কাজে লাগাতে পারেননি সায়ন বন্দ্যোপাধ্যায়, বেদেশ্বর সিংরা। সেই সময় পুরোপুরো ডিফেন্সিভ মোডে চলে যায় সুরুচি। সময় চুরি করতে থাকেন নিউ আলিপুরের ক্লাবের ফুটবলাররা। আর অন্যদিকে, জঘন্য ফুটবল, অজস্র মিস পাসে ইস্টবেঙ্গল গোল করতে ব্যর্থ হয়।
আরও পড়ুন আগুন পারফরম্য়ান্স ইস্টবেঙ্গলের, জয় দিয়ে অভিযান শুরু লাল-হলুদ ব্রিগেডের
এদিন ইস্টবেঙ্গলের দুই গোলমেশিন মনোতোষ মাজি এবং জেসিন টি কে না থাকার অভাব টের পাওয়া গেল। আগের ম্যাচে দুজনই বিধ্বংসী মেজাজে ছিলেন। চোটের কারণে এই দুজনকে এদিন খেলানো যায়নি। ছোট দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের এরকম ছন্নছাড়া ফুটবল হলে লিগ জেতার আশা ছেড়ে দিতে হবে বিনো জর্জকে।